পাকিস্তান জিন্দাবাদ" ও প্রধানমন্ত্রীপুত্র জয়ের ভাষাজ্ঞান সমাচার।
লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ১৩ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৩৯:৩৪ সকাল
সজিব ওয়াজেদ জয় কিছুদিন আগে "বাংলাদেশ জিন্দাবাদ" শ্লোগান প্রসঙ্গে দাবী করেছেন ‘জিন্দাবাদ’ শব্দটি উর্দু।
প্রায় সারা জীবন বিদেশে থেকে বিদেশী ভাষায় পড়াশোনা করে ও বিদেশিনী স্ত্রী বিবাহ করার কারণে তিনি বাংলা ভাষায় হয়তো দূর্বল হয়ে থাকবেন।
তাই তার জানা নেই যে বাংলা ভাষায় অনেক বিদেশী শব্দ আছে। উনি যদি একটু কষ্ট করে বাংলা একাডেমি থেকে প্রকাশিত "বাংলা – ইংরেজী অভিধান" (২১ তম সংস্করণ – ২০০৫) এর ২৩৩ নম্বর পৃষ্ঠার ১ম কলামের শেষ থেকে ২য় কলামের শুরু পর্যন্ত খেয়াল করেন তাহলে "জিন্দাবাদ" শব্দটি পাবেন।
অভিধানে এটিকে বাংলা শব্দ হিসেবেই উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশের অভিধানের প্রতি উনার অনাস্থা থাকলে ভারত থেকে প্রকাশিত সংসদ বাঙ্গালা অভিধান (শৈলেন্দ্র বিশ্বাস-সঙ্কলিত, চতুর্থ সংস্করণ – ১৯৮৪, অষ্টাদশ মুদ্রণ জুন – ১৯৯৫, সাহিত্য সংসদ, কলকাতা) এর ২৬৪ নম্বর পৃষ্ঠার প্রথম কলামের মাঝামাঝি স্থানে "জিন্দাবাদ" শব্দটি পাবেন।
সেখানেও এটিকে বাংলা শব্দ হিসেবেই উল্লেখ করা হয়েছে।
উনার হয়তো জানা নেই যে উনার নানা শেখ মুজিব পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনে জড়িত থাকা অবস্থায় "ইনকিলাব জিন্দাবাদ" এবং পাকিস্তান হবার পর এমন কী ৭ মার্চের ভাষন পর্যন্ত "পাকিস্তান জিন্দাবাদ" শ্লোগানটাই দিয়েছেন।
এমন কী ২০০৮ সালের নির্বাচনের আগে মিরপুরে বিহারীদের ভোট পেতে আওয়ামী লীগ উর্দুতে লিফলেটও ছেপেছিলো।
উর্দু নিয়ে যদি জনাব সজিব ওয়াজেদ জয়ের এতই মাথা ব্যাথা থাকে তাহলে উনাদের দলটির নাম কেন পরিবর্তন করছেন না?
উনাদের দলটির নাম ‘আওয়ামী লীগ’ এর "আওয়ামী" শব্দটি একটি খাটি উর্দু শব্দ, যার অর্থ জনগণ।
উনি কী তাহলে উনার দলের নাম পরিবর্তনের ব্যবস্থা গ্রহণ করবেন, না কী উনার দলটিকেও পাকিস্তান পাঠিয়ে দেবেন?
পাকিস্তানের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদারদের অত্যাচার এই দেশে অবস্থান করা প্রতিটি মানুষ মনে রেখেছে।
তারা এটাও মনে রেখেছে যে, স্বাধীনতা প্রাপ্তির মাত্র দুই বছরের মাথায় জনাব সজিব ওয়াজেদ জয়ের নানা শেখ মুজিবুর রহমান পাকিস্তান গিয়ে ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার নায়ক ভুট্টোর সাথে কী ভাবে গলাগলি করেছিলেন এবং বাংলাদেশে ২৫ মার্চ রাত্রে অপারেশন সার্চ লাইটসহ লক্ষ মানুষের রক্তে রাঙ্গা টিক্কা খানের সাথে কী ভাবে হাত মিলিয়েছিলেন।
অন্যদের বিষয়ে মিথ্যা অভিযোগ করার আগে জনাব সজিব ওয়াজেদ জয়ের উচিত হবে নিজেদের অতীতের দিকে তাকিয়ে দেখা।
নিজে কাঁচের ঘরে বাস করে অন্যের বাড়িতে ঢিল ছোঁড়া বুদ্ধিমানের কাজ নয়।
বিষয়: রাজনীতি
১১৮৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"বেহায়া বলে রাজ্যই আমার।"
এই সব প্রবাদ বাক্যের বাস্তবিক উদাহরণ হিসেবে এমন অর্বাচিনদের প্রয়োজন আছে.....।
মন্তব্য করতে লগইন করুন