পাকিস্তান জিন্দাবাদ" ও প্রধানমন্ত্রীপুত্র জয়ের ভাষাজ্ঞান সমাচার।

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ১৩ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৩৯:৩৪ সকাল

সজিব ওয়াজেদ জয় কিছুদিন আগে "বাংলাদেশ জিন্দাবাদ" শ্লোগান প্রসঙ্গে দাবী করেছেন ‘জিন্দাবাদ’ শব্দটি উর্দু।

প্রায় সারা জীবন বিদেশে থেকে বিদেশী ভাষায় পড়াশোনা করে ও বিদেশিনী স্ত্রী বিবাহ করার কারণে তিনি বাংলা ভাষায় হয়তো দূর্বল হয়ে থাকবেন।

তাই তার জানা নেই যে বাংলা ভাষায় অনেক বিদেশী শব্দ আছে। উনি যদি একটু কষ্ট করে বাংলা একাডেমি থেকে প্রকাশিত "বাংলা – ইংরেজী অভিধান" (২১ তম সংস্করণ – ২০০৫) এর ২৩৩ নম্বর পৃষ্ঠার ১ম কলামের শেষ থেকে ২য় কলামের শুরু পর্যন্ত খেয়াল করেন তাহলে "জিন্দাবাদ" শব্দটি পাবেন।

অভিধানে এটিকে বাংলা শব্দ হিসেবেই উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের অভিধানের প্রতি উনার অনাস্থা থাকলে ভারত থেকে প্রকাশিত সংসদ বাঙ্গালা অভিধান (শৈলেন্দ্র বিশ্বাস-সঙ্কলিত, চতুর্থ সংস্করণ – ১৯৮৪, অষ্টাদশ মুদ্রণ জুন – ১৯৯৫, সাহিত্য সংসদ, কলকাতা) এর ২৬৪ নম্বর পৃষ্ঠার প্রথম কলামের মাঝামাঝি স্থানে "জিন্দাবাদ" শব্দটি পাবেন।

সেখানেও এটিকে বাংলা শব্দ হিসেবেই উল্লেখ করা হয়েছে।

উনার হয়তো জানা নেই যে উনার নানা শেখ মুজিব পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনে জড়িত থাকা অবস্থায় "ইনকিলাব জিন্দাবাদ" এবং পাকিস্তান হবার পর এমন কী ৭ মার্চের ভাষন পর্যন্ত "পাকিস্তান জিন্দাবাদ" শ্লোগানটাই দিয়েছেন।

এমন কী ২০০৮ সালের নির্বাচনের আগে মিরপুরে বিহারীদের ভোট পেতে আওয়ামী লীগ উর্দুতে লিফলেটও ছেপেছিলো।

উর্দু নিয়ে যদি জনাব সজিব ওয়াজেদ জয়ের এতই মাথা ব্যাথা থাকে তাহলে উনাদের দলটির নাম কেন পরিবর্তন করছেন না?

উনাদের দলটির নাম ‘আওয়ামী লীগ’ এর "আওয়ামী" শব্দটি একটি খাটি উর্দু শব্দ, যার অর্থ জনগণ।

উনি কী তাহলে উনার দলের নাম পরিবর্তনের ব্যবস্থা গ্রহণ করবেন, না কী উনার দলটিকেও পাকিস্তান পাঠিয়ে দেবেন?

পাকিস্তানের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদারদের অত্যাচার এই দেশে অবস্থান করা প্রতিটি মানুষ মনে রেখেছে।

তারা এটাও মনে রেখেছে যে, স্বাধীনতা প্রাপ্তির মাত্র দুই বছরের মাথায় জনাব সজিব ওয়াজেদ জয়ের নানা শেখ মুজিবুর রহমান পাকিস্তান গিয়ে ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার নায়ক ভুট্টোর সাথে কী ভাবে গলাগলি করেছিলেন এবং বাংলাদেশে ২৫ মার্চ রাত্রে অপারেশন সার্চ লাইটসহ লক্ষ মানুষের রক্তে রাঙ্গা টিক্কা খানের সাথে কী ভাবে হাত মিলিয়েছিলেন।

অন্যদের বিষয়ে মিথ্যা অভিযোগ করার আগে জনাব সজিব ওয়াজেদ জয়ের উচিত হবে নিজেদের অতীতের দিকে তাকিয়ে দেখা।

নিজে কাঁচের ঘরে বাস করে অন্যের বাড়িতে ঢিল ছোঁড়া বুদ্ধিমানের কাজ নয়।

বিষয়: রাজনীতি

১১৮৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

264487
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫০
কাহাফ লিখেছেন : "চালুনী সুই কে বলে তোর পাছায় ছিদ্র।"
"বেহায়া বলে রাজ্যই আমার।"
এই সব প্রবাদ বাক্যের বাস্তবিক উদাহরণ হিসেবে এমন অর্বাচিনদের প্রয়োজন আছে.....।
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২২
208038
মাজহারুল ইসলাম লিখেছেন : বেকুবদের জন্য এই সব কিছু বলার দরকার হয় না, কারন বেকুব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বেকুব থাকে। ঠিক তথ্য বাবা জয় এই রকম একটা বেকুব আমার মনে হয়।
264498
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০৯
মামুন লিখেছেন : ওনার কাছে তথ্য আছে
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২০
208033
মাজহারুল ইসলাম লিখেছেন : ওনার নামত তথ্য বাবা Happy
264565
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কথা বলাই নিষিদ্ধ আবার ভাষা...!!!
১৩ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
208249
মাজহারুল ইসলাম লিখেছেন : হুম
264591
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৬
নজরুল ইসলাম টিপু লিখেছেন : জয় বাংলার 'জয়' শব্দটিও বাংলা নয়। মূলক বাংলায় প্রচুর বিদেশী শব্দ ঢুকে ভাষাকে করেছে ভারী ও ব্যাপক। মূলত তাদের নিয়ত হল তারা যা বলেছে, সেটার উপর স্থির থাকতে হবে। বাংলা বা উর্দূ আসল কথা নয়। তার মা, নানা, নানী এমনকি তাদের দলের নাম পর্যন্ত বিদেশী। সে সব নিয়েকি তারা কথা বলে।
১৩ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
208248
মাজহারুল ইসলাম লিখেছেন : এই নিয়ে জীবনেও কথা বলবে না বাললীগে
264666
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৫৫
শেখের পোলা লিখেছেন : জয় কি তার নানারর আসল নামটা জানেে? ওটিও বিজাতীয়৷
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:০০
208303
মাজহারুল ইসলাম লিখেছেন : জানেনা মনে হয়, কারন কিছু দিন আগে জয় তার ফেবুর একটা পোস্ট ৪ বার এডিট করে তারপরেও সঠিক কথা লিখতে পারে নাই।
266738
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০৭
নূর আল আমিন লিখেছেন : জয়ের ভাষাজ্ঞান নিয়ে আমার কোন সন্দেহ নেই বাংলাদেশের কেউ জয়কে অটিষ্টিক বা প্রতিবন্ধী বলেনা তাই আমিও বললাম না :-P
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৪১
210475
মাজহারুল ইসলাম লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File