Cheer Hot Not Listeningব্লগ বিষয়ে কিছু বিশেষ আলোচনা বা কথা Cheer Hot Not Listening পাঠক ব্লগার ও অলস ব্লগারের দৃষ্টি আকর্ষণ!! Yahoo! Fighter Yahoo! Fighter

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৩২:১৭ রাত



আজ কাল দেখা যাচ্ছে ব্লগ লেখকের কোন অভাব নাই অনেক ভালো ভালো লেখকেরা এখন এই ব্লগ প্লাটফর্মে লেখছেন এতো কিন্তু আমাদের জন্য সুখময় বিষয় যেমন আনন্দ ও খুশির বিষয় তেমন। আবার একটু চিন্তা করলে দেখা যাবে এই সুখময় বিষয়টা কিন্তু দুঃখময় বটে । আমার এই লেখাটা পড়ার পড়ে আপনাদের মনে অবশ্যই প্রশ্ন চেপে বসেছে যে ভাল লেখকেরা লেখছেন এটা সুখময় কথা এর সাথে আবা দুঃখের কি আছে?

দুঃখের বিষয় বা কারন অবশ্যই আছে ।

যেমন আমার মনে পড়ছে বেশ কয়েক বছর আগে আমি যখন লেখাপড়া ছেড়ে দিয়ে যে কোন একটি কাজের উদ্দেশে বা কাজ শিখতে এক প্রতিষ্ঠানে যাই তখন সেখানকার হেড যে সে আমায় বলে ছোট ভাই কাজ কইরা করবা কি এখন ওস্তাদের অভাব হয় না মাগার শির্ষের অভাব হয় । তার এ কথার উদ্দেশ্য হল যেমন যে কোন প্লাটফর্মে দেখা যায় অনেক ভালো ভালো লেখক প্রত্যেক দিন দুই একটি করে ব্লগে পোষ্ট দিচ্ছেন কিন্তু যতই ভালো হোক দেখা যায় তাদের লেখাটি দুইবার একবার করে বেশি হলে ০১ থেকে ৫০ জন দেখেছেন ৩০ থেকে ৫০ বার পঠিত হয়েছে তাও কোন মন্তব্য নাই । এর মানে কি দাড়ালো ভালো লেখক আছে কিন্তু ভালো পাঠক নাই । কাউকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করলে, যে ভাই এখন আমাদের দেশে ব্লগ পাঠক এত কমের কারন কি? তাহলে কি আমাদের দেশের ব্লগ লেখকেরা ভালো ব্লগ লেখছেন না, প্রশ্নের জবাবে উত্তর পাওয়া যায় ভাই ভালো লেখক আছে কিন্তু ভালো পাঠক নাই। কেন পাঠকগন কোথায় গেছে বলে ভাই সব ব্লগ পাঠক গন এখন ফেসবুক খোর হয়ে গেছে আর এ ভাবে যদি সব ব্লগ পাঠক গন ফেসবুক খোর হয়ে যান তাহলে ব্লগের বারোটার জায়গায় তেরোটা বেজে যাবে।

তাহলে প্রশ্ন হলো কি করা যায়? অবশ্যই কিছু করতে হবে শুধু ভালো ও বেশি বেশি ব্লগ লেখলেই হবে না বেশি বেশি ব্লগ পাঠক খুজে বের করতে হবে । কাজটা কিন্তু খুব বেশি একটা কঠিন হবে বলে আমার কাছে মনে হয় না । আমাদের কি করতে হবে কাটা দিয়ে কিন্তু কাটা তুলতে হবে । যেহেতু ফেসবুকের কারনে আমাদের দেশের ব্লগ গুলোর পাঠক কমে যাচ্ছে সেহেতু আমরা সবাই মিলে ফেসবুক থেকেই সেই ফয়দাটা লুটবো । কিন্তু কিভাবে লুটবো সে কথাই বলছি আমরা এখন মাদক সেবনের মতো ফেসবুক সেবন করছি বা ফেসবুকের জন্য আমাদের ব্লগ লেখকদের বারোটার জায়গায় তেরোটা বাজচ্ছে তাই যারা ব্লগে আছি আমাদের কিন্তু কম আর বেশি ফেসবুক, গুগল, তারপরে টুইট, আর অন্যান্য যেসব সাইটে একাউন্ট আছে সেই সব সাইটে আমাদের ব্লগ গুলো বেশি করে শেয়ার দিতে হবে, কষ্ট মনে করলে দিনে দুই/এক বার করে শেয়ার দিতে হবে। হিট করলেও কিন্তু ব্লগটি ভালো প্রচার হবে। শুধু তাই না যারা যারা ভালো ভালো লেখেন শুধু ভাই নিজের লেখাতো পড়লে হবে না অন্য যারা ব্লগ লেখছেন তাদের লেখাগুলো পড়তে হবে। ভালো ভালো মন্তব্য করতে হবে। তাহলে ভাই আপনার লেখাটাও প্রচার হবে । এভাবে চাইলে কিন্তু আমরা সবাই মিলেমিশে ব্লগের উন্নয়ন করতে পারি । আরে স্ত্রীর হাতের রান্না করা খাবার মজা করে খাবো আর স্ত্রীকে ভালোবাসবো না তা কি হয় শুধু ভাই ব্লগে ব্লগ লেখলে হবে না ব্লগকে ভালোবাসতেও হবে। ধন্যবাদ সবাইকে আমার কিন্তু বানানে প্রচুর ভুল তাই হয়ত লেখাগুলো অগোছালো। কিন্তু বিশেষ অনুরোধ আপনাদের কাছে দয়া করে একটু গুছিয়ে পড়বেন । আর বেশি বেশি ব্লগকে

ভালোবাসবেন এটাই আপনাদের কাছে আমাদের ছোট লেখকদের অনুরোধ। ভুল হলে বা এই লেখায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন ।

ও হ্যা আরেকটি কথা বিশেষ করে যারা নতুন লেখক তাদের কথা একটু ভাববেন । আর কৃতপক্ষকেও এ বিষয় ভালো ভালো কিছু উদ্যোগ নিতে হবে । যেমন স্টিকি পোষ্টের সময় সীমা কমিয়ে আনতে পারেন। বেশি না হোক দুই একদিন করে কমালেই চলে । তারপরে প্লাটফর্মে যে স্থানটিতে স্টিকি পোষ্ট রাখেন সেখানে আরেকটু ছোট করে একটি জায়গা দুটি বা চারটি স্টিকি পোষ্ট রাখতে পারেন যেমন দেখা যায় নির্বাচনী পাতা থেকে প্রত্যেক সপ্তাহে একটি করে গল্প এবং একটি করে কবিতার পোষ্ট স্টিকি পোষ্টে রাখতে পারেন । বিষয় বস্তু যেসব পোষ্ট বা ছবি ব্লগের যেসব পোষ্ট দেওয়া হয় তা থেকেও প্রত্যেক সপ্তাহে দুটি করে পোষ্ট স্টিকি করা যেতে পারে। এ বিষয়গুলোর ব্যপারে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন করিলে যেমন ব্লগ লেখকেরা ব্লগ লেখে উৎসাহ পাবে, তেমন ব্লগের উন্নয়ন অতি শীঘ্রই ফিরে আসবে বলে মনে হয় বা আশা করি । ধন্যবাদ কর্তৃপক্ষ সহ সকল ব্লগার ভাই-বোনকে।

লেখাটি সংগ্রহিত....!!!

বিষয়: বিবিধ

১২৭৭ বার পঠিত, ৪০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

262103
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩৯
আজিম বিন মামুন লিখেছেন : আপনার সাথে আমি ১০০% একমত।সুন্দর উদ্যোগ।আশা করি সকলের সহযোগিতা।
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৪২
206046
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সহযোগিতা আজকাল অলসতায় গুম হয়ে গেছে। দেখা যাক টুডে ব্লগের ব্লগাররা কতটুকু এগিয়ে আসে। মন্তব্যের জন্য ধন্যবাদ। Good Luck
262104
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৪৯
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনার সুন্দর লেখাটির জন্য।
আপনি ঠিকই বলেছেন। এই ব্লগেই অনেকে আছেন, যারা নিজেদের লেখা একই সাথে ব্লগে এবং ফেসবুকে নিজেদের টাইমলাইনে এবং বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করে থাকেন।
অনেক শুভেচ্ছা আপনাদের দুজনের জন্য।
জাজাকাল্লাহু খাইরান। Rose Rose Rose Good Luck
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১৮
206062
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমাদেরকেই শুরু করতে হবে! পড়তে হবে মন্তব্য করতে হবে। Good Luck ধন্যবাদ মন্তব্যের জন্য।
262105
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১৯
206063
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। Yahoo! Fighter Yahoo! Fighter
262117
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১৯
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২২
206064
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ! শেয়ার হোক, ব্লগ পাঠক প্রিয় হোক ব্লগ।
262119
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৮
কাজি সাকিব লিখেছেন : ভালো লিখেছেন,অনেক ধন্যবাদ!আসলে যে কোন জায়াগাতেই সকলের মাঝেই একটি সুন্দর ভ্রাতৃত্বপুর্ণ পরিবেশ গড়ে উঠা দরকার!
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪৯
206078
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : দরকার, ব্লগার'রা সচেতন হলেই ব্লগ ঠিকে থাকবে!! না হয়
..........আলু ব্লগের মতোই হবে।
262126
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪২
চিরবিদ্রোহী লিখেছেন : সহমত। সুন্দর ও উপকারী আলোচনা।
জাযাকাল্লাহ খইর
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫২
206079
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : উপকার হবে তখনই যখন সবাই আন্তরিক হবে। গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যাবে। ঐক্য চাই ঐক্য পৌঁছে যেতে আগামীর লক্ষ্যে।
262129
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪৬
মামুন লিখেছেন : আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। Rose Rose Rose Good Luck
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫২
206080
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Happy>-
262132
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৮
এবেলা ওবেলা লিখেছেন : আপনি এবং ভাবী দুজনে মিলে আমারে
এমন কিছু দেওয়ার আশ্বাস দেন রাত দিন ২৪ ঘন্টা ব্লগে পইড়া থাকুম-- কথা দিলাম Music Music Music
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১১
206083
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমাদের পক্ষ থেকে এটাই দিলাম মাত্র ২থেকে ২.৫ঘন্টা সময় দিন।
সব ব্লগার যদি এভাবে সময় দেয় উপভোগ্য হয়ে উঠবে ব্লগ। ধন্যবাদ মন্তব্যের জন্য
262134
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:০৩
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : সুন্দর বলেছেন। আপনার সাথে পুরোপুরি একমত। ব্লগিংয়ের কিছু সুবিধা অবশ্যই বাড়াতে হবে। নয়তো ব্লগাররা একটিভ হবেনা। যেমন আপনি বলছেন যে, সাহিত্যের সকল বিষয়কেই প্রাধান্য দিতে হবে স্টিকি করার ক্ষেত্রে, এটা আমার অনেকদিনের চা্ওয়া।
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১৬
206085
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঐক্যমতের স্লোগান পৌঁছে যাক সম্পাদক বরাবর! বাংলা ব্লগে আমরা নতুনত্ব দেখতে চাই! সম্পাদক ও ব্লগারদের এগিয়ে আসতে হবে। Angel Angel Angel Angel Angel Angel Angel Angel Angel
১০
262151
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩১
আফরা লিখেছেন :
কাউকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করলে, যে ভাই এখন আমাদের দেশে ব্লগ পাঠক এত কমের কারন কি?


ভাইয়া আমার প্রশ্ন বি ডি ব্লগ পাঠক কখন বেশী ছিল ?

পাঠকগন কোথায় গেছে বলে ভাই সব ব্লগ পাঠক গন এখন ফেসবুক খোর হয়ে গেছে আর এ ভাবে যদি সব ব্লগ পাঠক গন ফেসবুক খোর হয়ে যান তাহলে ব্লগের বারোটার জায়গায় তেরোটা বেজে যাবে।


এখানে ও একটা প্রশ্ন ব্লগ নাকি ফেসবুকের কার আগে জন্ম হয়েছে ?

তবে আপনাদের সাথে একমত ।
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৬
206097
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : জম্ম আগে হোক বা পরে হোক এটা গুরুত্বপূর্ণ ব্লগের জনপ্রিয়তা বাড়াতে হবে। পাঠক বাড়াতে হবে। ব্লগে মন্তব্য বাড়াতে হবে।
১১
262156
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো একমত।
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৪১
206100
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : লজ্জা রাখার জায়গা
পায়না......Praying Praying

http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/4081/kala/52722#.VAn1ycuoVAg
১২
262170
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১৫
কথার_খই লিখেছেন : যদিও সময়ের অভাবে ব্লগে সময় দিতে পারিনা। আপনার সাথে একমত।
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:২৪
206110
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ Yahoo! Fighter Yahoo! Fighter
১৩
262180
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৩২
শুভ্র আহমেদ লিখেছেন : ১৩ টা বাজতে এখনো অনেক দেরি। মাত্র ১২:৩৩ বাজে।
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৩৭
206114
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আরে... কিয়েতে কি পান্তা ভাতে ঘি...Rolling on the Floor Surprised Smug আমাদের ব্লগে এই প্রথম আপনি আপনাকে স্বাগতম।
১৪
262187
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:১১
এম মিজান রহমান লিখেছেন : হুম ।পড়ার কিছুটা চাপে ব্লগে ঠিকমত আসতে পারতেছি না ।এখন থেকে নিয়মিত থাকব । সকল সম্মানিত লিখিয়ে বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই ।
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:২৮
206120
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : স্বাগতম, আপনার মানসিকতার জন্য! স্কুল কলেজের পড়া সবার আগে। ব্লগের পড়া অবসরে......।
১৫
262190
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৫০
এম মিজান রহমান লিখেছেন : স্বাগতম আপনাকেও ।
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:০৯
206122
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ Good Luck Good Luck
১৬
262209
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৫৫
কাহাফ লিখেছেন : সুন্দর ভালোবাসাময় একটি চিন্তাশীল উপস্হাপনা ব্লগ কে ঘিরে।সবাই কে এই প্রচেষ্টায় এগিয়ে আসার মিনতি জানাচ্ছি........।
০৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:১৪
206146
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ, আহবান মুলক মন্তব্যটির জন্য। কাহাফকে চিনতে পারছিলাম না প্রথমে....... পরে.....Good Luck
০৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৪০
206152
কাহাফ লিখেছেন : চিনতে পেরেছেন শুনে বহুত খুশি লাগছে।আবারো ধন্যবাদ....।Good Luck Good Luck
০৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫৪
206154
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কেমনে শুনলেন কনতো!
০৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫৮
206155
কাহাফ লিখেছেন : যার মাধ্যমে পরিচয় তার মাধ্যমেই.......Winking
০৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৪৩
206167
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পরিচয় হওয়াতে ভালোয় হল! Winking) Waiting
১৭
262224
০৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৫৭
বাজলবী লিখেছেন : প্রশংসনীয় অাহবান ধন্যবাদ।
০৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:১৭
206147
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। Surprised Good Luck Surprised Surprised
১৮
262306
০৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৩
ইবনে হাসেম লিখেছেন : ধন্যবাদ। সুন্দর লিখেছেন।
০৬ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৭
206231
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File