আল্লাহর কাছে আমাদের প্রার্থনা✔✔✔নুর আয়শা+আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০১ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৫৮:০৬ রাত
স্বপ্নের যে বীজ করেছি আজ বপন জানিনা কত টুকু পাব সফলতা,
কত টুকু হবে জানিনা আমরা সেই স্বপ্নের দৃড়তা।
অবস্তান আমাদের কি হবে আল্লহ্ তুমি দাও ঠিক করে ,
চেয়ে আছে এ অধম'রা একান্ত তোমার তরে।
তোমার সৃষ্টি জগৎ হতে প্রার্থনা করছি দু'হাত তুলে,
ঠাঁই দাও আল্লাহ তোমার রহমতের পতাকা তলে।
যেতায় হবে আমাদের জীবনের সুষ্ট পরিকল্পনা,
আল্লহ্ তুমি দেখো চেয়ে আমাদের এই মনের প্রার্থনা।
স্বপ্ন সবল মনে আজ আমরা তোমায় করছি স্বরন,
স্বপ্ন পুরণ না করে দিওনা আল্লাহ্ আমাদের মরন।
আমাদের স্বপ্ন গুলোর মাঝে নিতে চাই সঠিক কাজে খোঁজ,
তোমার তরে প্রর্থনাটা আমাদের মানবিক রোজ।
আমরা দিবা নিশি দেখি স্বপ্ন বাস্তবতায় তোমার হাত,
তোমার ইশারা ছাড়া ঝরেনা পাতা সৃষ্টি হয়না কোন দিবস রাত।
তোমার উপর বিশ্বাস রেখে স্বপ্ন দেখে আছি বেচেঁ ,
স্বপ্নের পূর্ণতা আল্লাহ্ একান্ত তোমার কাছে।
তোমার ইশরা না পেলে হবেনা আমাদের স্বপ্ন পুরন ,
তোমার ইশারায় সাগর নদী অনন্ত দ্বারায় বহমান
বিষয়: বিবিধ
১১১২ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন