ব্লগার হতভাগা 'র চিত্র ব্লগ বনাম আমার চোখের সমস্যা ব্লগার হতভাগার সমাধান! ভাবছি থানায় মামলা করব ব্লগার হতভাগা'র নামে..! ✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৬ আগস্ট, ২০১৪, ০১:৫৯:৫৪ দুপুর
বয়স ৮১ বছর! শরীরের যৌবনে ভাটা পড়েছে সেই কবেই! হাটতে পারিনা দুপায়ের উপর ভর করে... হাটতে হয় অতি মাত্রিক (পা নিয়ে টুক টুক করে পথ চলি)
কানে শুনি কমে! বললে ভাতের কথা শুনি ঘুমের কথা বললে গোসলের কথা শুনি খাবারের কথা! এভাবেই একদিন নেই হয়ে যাবো, সবাই এভাবেই....... নেই....
মনের যৌবন......?
থেমে নেই মনের যৌবন স্ত্রী ছেলে মেয়ে ছেলের বউ মেয়ের জামাই সবাই দিক নির্দেশনা নিয়ে যায়!
নাতি নাতনীরাই এখন জীবনের এ প্রান্তে আনন্দ উল্লাসের উৎস।
ব্লগার হতভাগার চিত্র ব্লগ দেখে দেখে আজ চোখের ১২ টা বেজেছে! ব্লগার হতভাগাকে যখন জানালাম তিনি কি সমাধান দিলেন দেখুন স্কিনসর্টে.....
এখন ভাবছি থানায় মামলা করব ব্লগার হতভাগা'র নামে..!
আমার চোখের যৌবন ফিরে পেতে চাই। হয় চোখের যৌবন ফিরিয়ে দেবে না হয় ব্লগার হতভাগা জেলের ভাত খাবে!
এখন আপনারা যদি (ব্লগাররা) এর কোন একটা ভিত করতে পারেন! মামলার বিষয়ে........!!?
বিষয়: বিবিধ
১৬৩৫ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হতভাগা সেরা মন্তব্যকারি ব্লগার! তাকে নিয়ে পাইজলামো কইরেন না কইয়া দিলাম। পরিসংখ্যান.....
রহিম ভাই নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। হতভাগা ভাই আর আপনার কোন পোষ্টে কোন মন্তব্য করবে না।
যে কোন পোষ্টে উনার নাম নিলে উনি ওই পোষ্টে এবং ওই ব্লগারের পোষ্টে আর মন্তব্য করেন না।
তিনি শিরোনাম পড়ে মন্তব্য করেছেন! লেখাটা তিনি পড়েননি! লেখাটা পড়লে মন্তব্যটা অন্য রকম হতে পারত।
ব্লগে আরোও হতভাগা দরকার।
আমার পোস্ট গুলা পড়লে বুঝতে পারবেন কেন আমি একথা বলছি।
কি আর করবেন বেচারা এমনিতেই হতভাগ্য!!
মন্তব্য করতে লগইন করুন