ব্লগার হতভাগা 'র চিত্র ব্লগ বনাম আমার চোখের সমস্যা ব্লগার হতভাগার সমাধান! ভাবছি থানায় মামলা করব ব্লগার হতভাগা'র নামে..! ✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৬ আগস্ট, ২০১৪, ০১:৫৯:৫৪ দুপুর



বয়স ৮১ বছর! শরীরের যৌবনে ভাটা পড়েছে সেই কবেই! হাটতে পারিনা দুপায়ের উপর ভর করে... হাটতে হয় অতি মাত্রিক (পা নিয়ে টুক টুক করে পথ চলি)

কানে শুনি কমে! বললে ভাতের কথা শুনি ঘুমের কথা বললে গোসলের কথা শুনি খাবারের কথা! এভাবেই একদিন নেই হয়ে যাবো, সবাই এভাবেই....... নেই....

মনের যৌবন......?

থেমে নেই মনের যৌবন স্ত্রী ছেলে মেয়ে ছেলের বউ মেয়ের জামাই সবাই দিক নির্দেশনা নিয়ে যায়!

নাতি নাতনীরাই এখন জীবনের এ প্রান্তে আনন্দ উল্লাসের উৎস।

ব্লগার হতভাগার চিত্র ব্লগ দেখে দেখে আজ চোখের ১২ টা বেজেছে! ব্লগার হতভাগাকে যখন জানালাম তিনি কি সমাধান দিলেন দেখুন স্কিনসর্টে.....



এখন ভাবছি থানায় মামলা করব ব্লগার হতভাগা'র নামে..!

আমার চোখের যৌবন ফিরে পেতে চাই। হয় চোখের যৌবন ফিরিয়ে দেবে না হয় ব্লগার হতভাগা জেলের ভাত খাবে!

এখন আপনারা যদি (ব্লগাররা) এর কোন একটা ভিত করতে পারেন! মামলার বিষয়ে........!!?



বিষয়: বিবিধ

১৬৩৫ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254888
১৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩২
কথার_খই লিখেছেন : হতভাগার পক্ষে বিপক্ষে দেখি কোনও ব্লগার নেই। হতভাগার সাথে রাজনৈতিক ভাবে উদ্দেশ্য মুলক অপপ্রচার চালানো হচ্ছে!

হতভাগা সেরা মন্তব্যকারি ব্লগার! তাকে নিয়ে পাইজলামো কইরেন না কইয়া দিলাম। পরিসংখ্যান.....

১৬ আগস্ট ২০১৪ রাত ১১:২৮
198735
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কথার_খই মন্তব্য পড়ে মনে হল ব্লগে হতভাগার মত ব্লগার টুডেব্লগে আরো দরকার!
254896
১৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫১
আহ জীবন লিখেছেন : টুডে ব্লগে হতভাগা ভাই অন্য মাত্রার ব্লগার। সবাই উনাকে পছন্দ করে।

রহিম ভাই নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। হতভাগা ভাই আর আপনার কোন পোষ্টে কোন মন্তব্য করবে না।
যে কোন পোষ্টে উনার নাম নিলে উনি ওই পোষ্টে এবং ওই ব্লগারের পোষ্টে আর মন্তব্য করেন না।
১৬ আগস্ট ২০১৪ রাত ১১:৩২
198736
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আহ জীবন / এর মন্তব্য পড়ে মনে হলো...
তিনি শিরোনাম পড়ে মন্তব্য করেছেন! লেখাটা তিনি পড়েননি! লেখাটা পড়লে মন্তব্যটা অন্য রকম হতে পারত।

ব্লগে আরোও হতভাগা দরকার।
১৭ আগস্ট ২০১৪ দুপুর ১২:০১
198911
আহ জীবন লিখেছেন : পোস্ট আমি পড়েছি। আপনার পোষ্টের উত্তর দেইনি। হতভাগা ভাই সন্মন্ধে আমার বেক্তিগত মতামত টা জানালাম আপনাকে।

আমার পোস্ট গুলা পড়লে বুঝতে পারবেন কেন আমি একথা বলছি।
254902
১৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০১
আহ জীবন লিখেছেন : তবে আজ উনি ব্লগে নেই। কোন কমেন্ট দেখতেছিনা।
১৬ আগস্ট ২০১৪ রাত ১১:৩৪
198737
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হতভাগা ব্লগে নেই আজ তাই ব্লগটা নিরামিষ লাগতেছে! মন্তব্য না থাকলে ব্লগিংয়ের মজা খুজে পাওয়া যায়না।
254931
১৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মামলা কেমনে করবেন আদলতে শুধু রাজনতিক নেতাদের নাম মিথ্যে মামলা নেই বাকিদের মামলা নেয় না।
১৬ আগস্ট ২০১৪ রাত ১১:৩৯
198741
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : লেখাটা লিখেছিলাম ব্লগারদের সচেতনতার জন্য! মন্তব্যে উৎসাহিত করবার জন্য। কিন্তু ব্লগাররা অলসতা ছাড়তে পারেনি! যদি ভালোভাবে লেখাটি পড়েন দেখবেন এ লেখায় কিছুটা রাম্য ছিল কিন্তু ব্লগাররা খুজতে চেষ্টা করেননি......
১৭ আগস্ট ২০১৪ রাত ১২:১১
198747
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেখেই মন্তব্য করেছি , বুঝেই মন্তব্য করেছি।
১৭ আগস্ট ২০১৪ রাত ১২:১৬
198748
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ!
254985
১৬ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হুম!!!
কি আর করবেন বেচারা এমনিতেই হতভাগ্য!!
১৬ আগস্ট ২০১৪ রাত ১১:৪১
198743
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : লেখার শেষে ছবিটার দিকে কারো চোখ পড়েনি আশ্চর্যের বিষয়!!!
254990
১৬ আগস্ট ২০১৪ রাত ১০:০২
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : হায় হতভাগা!
১৬ আগস্ট ২০১৪ রাত ১১:৪৪
198746
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : নামের হতভাগা কত ব্লগার হতভাগাকে মন্তব্যের মাধ্যমে নামিদামী ব্লগার বানিয়েছেন একবার খেয়াল করে দেখুন।
256787
২১ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৯
একপশলা বৃষ্টি লিখেছেন : হুম
২১ আগস্ট ২০১৪ রাত ০৮:০৬
200465
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Waiting

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File