এটা কেমন নীতি????!!!! (পর্ব:১)

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ১৬ আগস্ট, ২০১৪, ০২:০৫:১৭ দুপুর

বাড়ীতে টাকার বিনিময় কাজের লোকের নিকট থেকে ১০০% কাজ বাগিয়ে নিতে কেউ কসুর করেন না, এটাই নীতি। সে কসুর করতে পারবেও না। কেননা সে আপনার একান্ত অনুগত। কারণ আপনি তার পারিশ্রমিক প্রদান করবেন। তাই সে নিজেকে নিতান্তই নগন্য মনে করে, তাই না?

আবার আপনি অফিসে বা ব্যাংকে গেছেন, সেখানের অফিসার কিন্তু আপনার টাকায় বেতন পায়। সে কিন্তু ঘুনাক্ষরেও মনে করে না যে, সে আপনার টাকায় বেতন ভোগ করে। বরং সে মনে করে এখানে যারা এসেছে, তারাই আমার বাধ্যগত একজন। বাস্তবেও তাই পরিলক্ষিত হয়। আমরা যারা অফিসে যাই, তারা যেন তাদেরই বাড়ীতে একজন নগন্য খাদেম।

বলুন তো: এমন কেন, আমার সমাজটা?

বিষয়: বিবিধ

১৩৩৯ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254862
১৬ আগস্ট ২০১৪ দুপুর ০২:০৬
কাহাফ লিখেছেন : বিষয়টিতে ভাবনার আছে অনেক কিছু........
১৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
198677
প্রিন্সিপাল লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইকে।
254867
১৬ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩০
মাহফুজ আহমেদ লিখেছেন : চিন্তার বিষয় বৈকি!!
১৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
198678
প্রিন্সিপাল লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ।
254878
১৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৫
বুড়া মিয়া লিখেছেন : দাসত্বের শৃঙ্খলে শৃঙ্খলিত সমাজ আমাদের!

ছেলেদের চাকর হওয়াটা সবাই মেনে নিয়ে চাকরী করে খেতাবটা লাগিয়েই তারা ঘুরে-ফিরে, মেয়েদের ব্যাপারটাও পরিস্কার করা দরকার তারা চাকরীর বদলে চাকরানী করে খেতাবটা লাগিয়ে ঘুরে ফিরলে ভালো হবে!

এতে করে সমন্বিত চাকর-চাকরানীর সমাজ গঠনে খেতাব প্রদান বাস্তবসম্মত হবে!
১৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
198679
প্রিন্সিপাল লিখেছেন : আসুন, আমরা স্বাধীন দেশকে প্রকৃত স্বাধীন হিসেবে প্রত্যায় গ্রহণ করি।
254929
১৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মানসিকতার একটা বিষয় আছে এখানে ,মানসিকতা কাজের লোক কে সহকর্মী বানাতে পারে।
১৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
198680
প্রিন্সিপাল লিখেছেন : মানসিকতা যেন মানবতার মুক্তির পন্থা হয়। এটাই সমাজের প্রত্যাশা।
254982
১৬ আগস্ট ২০১৪ রাত ০৯:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ছোট মাছ খাওয়া বড় মাছের নিতি
যদিও ছোটদের জন্য তা আদ্যপান্ত কঠিন দুর্নিতি।

-ফররুখ আহমদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File