এটা কেমন নীতি????!!!! (পর্ব:১)
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ১৬ আগস্ট, ২০১৪, ০২:০৫:১৭ দুপুর
বাড়ীতে টাকার বিনিময় কাজের লোকের নিকট থেকে ১০০% কাজ বাগিয়ে নিতে কেউ কসুর করেন না, এটাই নীতি। সে কসুর করতে পারবেও না। কেননা সে আপনার একান্ত অনুগত। কারণ আপনি তার পারিশ্রমিক প্রদান করবেন। তাই সে নিজেকে নিতান্তই নগন্য মনে করে, তাই না?
আবার আপনি অফিসে বা ব্যাংকে গেছেন, সেখানের অফিসার কিন্তু আপনার টাকায় বেতন পায়। সে কিন্তু ঘুনাক্ষরেও মনে করে না যে, সে আপনার টাকায় বেতন ভোগ করে। বরং সে মনে করে এখানে যারা এসেছে, তারাই আমার বাধ্যগত একজন। বাস্তবেও তাই পরিলক্ষিত হয়। আমরা যারা অফিসে যাই, তারা যেন তাদেরই বাড়ীতে একজন নগন্য খাদেম।
বলুন তো: এমন কেন, আমার সমাজটা?
বিষয়: বিবিধ
১৩৩৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছেলেদের চাকর হওয়াটা সবাই মেনে নিয়ে চাকরী করে খেতাবটা লাগিয়েই তারা ঘুরে-ফিরে, মেয়েদের ব্যাপারটাও পরিস্কার করা দরকার তারা চাকরীর বদলে চাকরানী করে খেতাবটা লাগিয়ে ঘুরে ফিরলে ভালো হবে!
এতে করে সমন্বিত চাকর-চাকরানীর সমাজ গঠনে খেতাব প্রদান বাস্তবসম্মত হবে!
যদিও ছোটদের জন্য তা আদ্যপান্ত কঠিন দুর্নিতি।
-ফররুখ আহমদ।
মন্তব্য করতে লগইন করুন