আমি পরিবারের প্রহরী হতে চাই... আমার এই অশিক্ষিত মন প্রতি মূহুর্তে এই পরিবার নিয়ে সুখের স্বপ্ন আঁকে! ✔✔✔নুর আয়শা
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১০ আগস্ট, ২০১৪, ১১:৫৮:৫১ রাত
আমি আনন্দে আছি আমার সংসার নিয়ে যেন বাপের বাড়ির মত বাড়ি,
যদিও অভাব আছে পরিবারে ভালবাসায় ভরপুর আছে, যদিও নেই পাকা বাড়ি দামী গাড়ি।
যতটুকু চেয়েছি তার চেয়ে কম পাইনি ছোট্ট জীবনের এই ক্ষূদ্র পরিসরে!
চাই আমি ভালবাসার ধারাবাহিকতা আমার এ নতুন পরিবারে!
আমি বুঝিনা বেশী, শিখতে চাই প্রতিদিন আমার অভিভাবকদের স্বঃনিকটে থেকে,
আমার এই অশিক্ষিত মন প্রতি মূহুর্তে এই পরিবার নিয়ে সুখের স্বপ্ন আঁকে!
আল্লাহর রহমত চাই.... চাই আপনাদের দোয়া ধরে রাখতে স্বপ্নের স্রোতদ্বারা,
আমি পরিবারের প্রহরী হতে চাই, সুখ শান্তি ধরে রাখতে আমার বিনিদ্র পাহারা।
সুখে আছি আমি, (আমরা) আল্লাহর কাছে হাজার হাজার শোকরিয়া দুহাত তুলে,
আমাদের কোন ভুল যেন না পারে কারো মনকে পোড়াতে অনলে।
ভুলভ্রান্তি দূরে ঠেলে আমাদের পথ চলা হোক সকল সুন্দরের প্রতিশ্রুতি,
সৎপথে যেন চলতে পারি আমরা আমাদের কারণে যেন নাহয় অন্য কারো ক্ষতি।।
বিষয়: বিবিধ
১৪৫২ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাদের সুখের সংসার আরো সুখী হোক এটাই আমার কামনা.......
ভাল্লাক্সে চালিয়ে যা
ন
||
আর যদি কখনই কোনভাবেই বিষ ঢুকাতে না চান তবে, সংসার বিষয়ের কোন রমান্থন না করাই ভালো হবে। পোস্ট না করাও ভালো হবে মনে করি।
যদি মনে করেন আমার কথাটিও বিষ। তবে দয়া করে, দয়া করে ভুলে যান। এবং মন্তব্ব টি মুছে দিন।
জাযাকাল্লাহ খইর
মন্তব্য করতে লগইন করুন