যৌবনের ধারা তৌহিদ

লিখেছেন লিখেছেন তৌহিদ ১১ আগস্ট, ২০১৪, ১২:২৯:৫৪ রাত

দূরন্ত যৌবনের প্রবাহমান ধারা

চলেছে কোটি বছর রয়েছে খাড়া।

সবার জীবনে দেয় সাড়া

যৌবনের এই প্রবাহমান ধারা।

যৌবন নির্দিষ্ট বয়স সর্বক্ষণ

জীবনকে ধাবিত করে থাকে যতক্ষণ।

বর্ষায় নদীর জল স্রোত ধারা

আঠারোই যৌবনের গতি দেয় সাড়া।

যৌবনের উদ্দিপ্ত সময় কাজে লাগায় যারা

সুখের সন্ধান পায় তারা।

এই যৌবনে আসে যার খরা

হতে হয় তাকে অর্ধ মরা।

যৌবনের এই প্রবাহমান ধারা

চলতে থাকবে ধ্বংসের পূর্ববেলা।

যৌবন যাকে করে তোলে জরায়

সে টিকে থাকতে পারবে না এই ধরায়

বিষয়: সাহিত্য

১০৪৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253055
১১ আগস্ট ২০১৪ রাত ১২:৫০
কাজি সাকিব লিখেছেন : ভালো লাগলো
311545
২৯ মার্চ ২০১৫ রাত ০১:০১
তৌহিদ লিখেছেন : জনগণের জন্য নিজেকে উৎসর্গ করার মাঝেই জীবনের স্বার্থকতা নিহিত অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File