পরিচয় মিললো সেই রহস্যময়ী নারীর
লিখেছেন লিখেছেন মোশারোফ ৩১ জুলাই, ২০১৪, ১০:৪০:৪৪ রাত
গত দুইমাস ধরে তিনি ছিলেন রহস্যময়ী। ঘুরে বেড়িয়েছেন আলবামা, জর্জিয়া, ওহিয়ো, কেনটাকি, টিনেসি এবং পশ্চিম ভার্জিয়ানা। যখনই তিনি কারো সামনে পড়তেন সবাই তার ছবি তোলার, কথা বলার কিংবা খাবার-পানি বা অর্থ দেওয়ার চেষ্টা করতেন। কিন্তু তিনি সবাইকে হতাশ করেছেন।
এ সপ্তাহে রহস্যময়ী নারীর পরিচয় মিলেছে। ৫৪ বছর বয়সী ওই নারীর নাম এলিজাবেথ পোলস। পাহাড়-পর্বত, স্টেশন, মহাসড়ক, বন-জঙ্গলে ঘুরে বেড়ানো পোলস খুঁজে পেয়েছেন তার গন্তব্য ভার্জিয়ানার উইনচেস্টার। সেখানেই নাকি তার বাড়ি, থাকতে চান ওখানেই।
এনবিসি’র খবরে বলা হয়, নিরাপত্তার জন্য পুলিশ তাকে নিয়ে গেছেন অজ্ঞাত স্থানে। খেতে দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। তার পিছু নেওয়া লোকজনকে তাড়িয়ে দিয়েছেন।
উইনচেস্টার পুলিশের ক্যাপ্টেন ডগ উইলসন এবিসি নিউজকে জানান, আমি চাই লোকজন পোলসকে বাদ দিয়ে নিজ কর্মে মনোনিবেশ করুক।
পোলসের এই দীর্ঘ জার্নির পেছনে তার ধর্ম ও বিশ্বাস কাজ করেছে বলে পুলিশ জানিয়েছেন।
গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের সামাজিক মাধ্যম, অনলাইন সংবাদমাধ্যম ও টিভি স্টেশনগুলোতে পোলসকে নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তাকে নিয়ে
‘হোয়্যার ইজ দ্য মিস্টেরিয়াস ওমেন ইন ব্ল্যাক’ শিরোনামে ফেসবুক পেজও খোলা হয়েছে। এর ফলোয়ার কয়েক হাজার।
বিষয়: বিবিধ
১১৭৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অত্যন্ত রহস্যময় উপহার, তারপরেও ধন্যবাদ।
এইটা কিসের ঠ্যাং বাই... কে রান্ধছে আপনি?
রাধুনিরে অস্কার মেডেল দিয়া যেতে পারে
মন্তব্য করতে লগইন করুন