পরিচয় মিললো সেই রহস্যময়ী নারীর

লিখেছেন লিখেছেন মোশারোফ ৩১ জুলাই, ২০১৪, ১০:৪০:৪৪ রাত



গত দুইমাস ধরে তিনি ছিলেন রহস্যময়ী। ঘুরে বেড়িয়েছেন আলবামা, জর্জিয়া, ওহিয়ো, কেনটাকি, টিনেসি এবং পশ্চিম ভার্জিয়ানা। যখনই তিনি কারো সামনে পড়তেন সবাই তার ছবি তোলার, কথা বলার কিংবা খাবার-পানি বা অর্থ দেওয়ার চেষ্টা করতেন। কিন্তু তিনি সবাইকে হতাশ করেছেন।

এ সপ্তাহে রহস্যময়ী নারীর পরিচয় মিলেছে। ৫৪ বছর বয়সী ওই নারীর নাম এলিজাবেথ পোলস। পাহাড়-পর্বত, স্টেশন, মহাসড়ক, বন-জঙ্গলে ঘুরে বেড়ানো পোলস খুঁজে পেয়েছেন তার গন্তব্য ভার্জিয়ানার উইনচেস্টার। সেখানেই নাকি তার বাড়ি, থাকতে চান ওখানেই।

এনবিসি’র খবরে বলা হয়, নিরাপত্তার জন্য পুলিশ তাকে নিয়ে গেছেন অজ্ঞাত স্থানে। খেতে দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। তার পিছু নেওয়া লোকজনকে তাড়িয়ে দিয়েছেন।

উইনচেস্টার পুলিশের ক্যাপ্টেন ডগ উইলসন এবিসি নিউজকে জানান, আমি চাই লোকজন পোলসকে বাদ দিয়ে নিজ কর্মে মনোনিবেশ করুক।

পোলসের এই দীর্ঘ জার্নির পেছনে তার ধর্ম ও বিশ্বাস কাজ করেছে বলে পুলিশ জানিয়েছেন।

গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের সামাজিক মাধ্যম, অনলাইন সংবাদমাধ্যম ও টিভি স্টেশনগুলোতে পোলসকে নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তাকে নিয়ে

‘হোয়্যার ইজ দ্য মিস্টেরিয়াস ওমেন ইন ব্ল্যাক’ শিরোনামে ফেসবুক পেজও খোলা হয়েছে। এর ফলোয়ার কয়েক হাজার।

বিষয়: বিবিধ

১১৭৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249825
০১ আগস্ট ২০১৪ সকাল ০৫:১৬
বুড়া মিয়া লিখেছেন : আরেকটা ছিলো না - হাফ অথবা ফুল ন্যাংটা হইয়া ঘুরতেছে? ঐটার কোন খোজ জানা আছে?
০১ আগস্ট ২০১৪ সকাল ০৮:১৭
194176
ওরিয়ন ১ লিখেছেন :
০১ আগস্ট ২০১৪ সকাল ০৮:৩৩
194178
বুড়া মিয়া লিখেছেন : আমি আশা করছি – ওরিয়ন ১ ভাই/আপা-র হাসির এ রহস্য আবিস্কার করে মোশারোফ ভাই আরেকটা পোষ্ট দিবেন!
০১ আগস্ট ২০১৪ সকাল ০৯:০৪
194184
ওরিয়ন ১ লিখেছেন : লিখেছেন : জ্বি মোশাররফ ভাই, এ ধরনের অন্যকোন খবর থাকলে আমাদের জানান। আর আপনার জন্য চ্ছোট্ট উপহার:


০১ আগস্ট ২০১৪ সকাল ০৯:১২
194186
বুড়া মিয়া লিখেছেন : এটা কি বেশ কয়েক হাজার বছর আগের যে মানুষ টা ডেনমার্কের লেক-এ পাওয়া গেলো তার হাত অথবা পা-এর কঙ্কালসার? রঙ অনেকটা একই – কিন্তু সেখানে বলেছিল কিছুই নাকি পচেনি!

অত্যন্ত রহস্যময় উপহার, তারপরেও ধন্যবাদ।
249853
০১ আগস্ট ২০১৪ সকাল ০৯:০৩
ওরিয়ন ১ লিখেছেন : জ্বি মোশাররফ ভাই, এ ধরনের অন্যকোন খবর থাকলে আমাদের জানান। আর আপনার জন্য চ্ছোট্ট উপহার:

০১ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫৭
194193
হতভাগা লিখেছেন : ভাই কি Black Magic করেন নাকি ?
০৪ আগস্ট ২০১৪ সকাল ১০:৩৩
194888
ইমরান ভাই লিখেছেন : ওয়াককককককক...
এইটা কিসের ঠ্যাং বাই... Surprised Surprised কে রান্ধছে আপনি? Surprised Surprised

রাধুনিরে অস্কার মেডেল দিয়া যেতে পারে Frustrated Frustrated Waiting Waiting Applause Applause phbbbbt Tongue
249861
০১ আগস্ট ২০১৪ সকাল ১০:০০
হতভাগা লিখেছেন : উনি মনে হয় ঐ সব স্টেটস গুলো জয় করতে নেমেছিলেন । নীল আর্মষ্ট্রং চাঁদে নেমেই যখন চন্দ্র বিজয় করে ফেলেছিলেন , এভারেস্টে আরোহন করলেই যেমন এভারেস্ট জয় হয় ঠিক তেমনি ভাবে ।
০৪ আগস্ট ২০১৪ সকাল ০৫:১০
194851
ওরিয়ন ১ লিখেছেন : ভাই, ম্যাজিক হারাম না? তাই ঐটা করি না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File