দারুন অফার !!!! দারুন অফার !!!!!!!!

লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ৩১ জুলাই, ২০১৪, ০৯:২০:৫৯ রাত



ফ্রী ! ফ্রী !! ফ্রী !!!

দারুন অফার !!!! দারুন অফার !!!!!!!!

আপনি জানেন কি????? এই মাসে কিন্তু আপনার জন্যে রয়েছে দারুন একটি অফার!!!

তা হলো, এই চলছে শাওয়াল মাসে মাত্র ছয়টি রোজা রাখলে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ ৩৬৫ টি দিনের রোজা রাখার সওয়াব এক্কেবারে ফ্রি !! সুবহান আল্লাহ্‌!!

হ্যাঁ ! আপনি ঠিকই শুনতে পাচ্ছেন, মাত্র ছয় রোজার বিনিময়ে পুরো বছর রোজা রাখার সওয়াব! সুবহান আল্লাহ্‌!!

জলদি করুন, শাওয়াল মাস কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে যায়! এই সুবর্ণ সুযোগ একদম মিস করবেন না যেন!!

বিঃ দ্রঃ এই অফারটি শুধুমাত্র স্টার গ্রাহকদের ( অর্থাৎ যারা রামজানের সবগুলো রোজা রেখেছে তাদের) জন্যই প্রযোজ্য!!!!

______ ____ _______ _____

রেফারেন্সঃ

আবু আইয়ুব আনসারি রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে অতপর শাওয়ালে ছয়টি রোজা পালন করবে সে যেন যুগভর রোজা রাখল।

[মুসলিম : ১১৬৪]

সাওবান রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, রমজানের রোজা দশ মাসের রোজার সমতুল্য আর (শাওয়ালের) ছয় রোজা দু’মাসের রোজার সমান। সুতরাং এ হলো এক বছরের রোজা।

অপর রেওয়ায়েতে আছে, যে ব্যক্তি রমজানের রোজা শেষ করে ছয় দিন রোজা রাখবে সেটা তার জন্য পুরো বছর রোজা রাখার সমতুল্য। (যে সৎকাজ নিয়ে এসেছে, তার জন্য হবে তার দশ গুণ। সূরা আন‘আম)

[আহমদ : ৫/২৮০, দারেমি : ১৭৫৫]

আল্লাহ্‌ তা'আলা যেন আমাদের সবাইকে তার এই সুবর্ণ সুযোগটির সদ্ব্যবহার করার তাওফিক দেন। আমিন ...

হাদীস সূত্রঃ QuranerAlo.com



বিষয়: বিবিধ

১০৯৯ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249748
৩১ জুলাই ২০১৪ রাত ০৯:৫১
আহ জীবন লিখেছেন : শুরু করে দিব আগামীকাল থেকে।
249754
৩১ জুলাই ২০১৪ রাত ১০:১১
হতভাগা লিখেছেন : আপু , আপনি কি সব রোজা রেখেছেন ?
249756
৩১ জুলাই ২০১৪ রাত ১০:১২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইনশা আল্লাহ
249758
৩১ জুলাই ২০১৪ রাত ১০:২৬
আফরা লিখেছেন : ইনশা আল্লাহ ।
249760
৩১ জুলাই ২০১৪ রাত ১০:৫০
বুড়া মিয়া লিখেছেন : সত্যি-ই দারুন অফার; কিন্তু আমরা নিজেরাই নিজেদের নিদারুনভাবে বঞ্চিত করি; আশা করি আল্লাহ আমাদেরকে দশ-গুনের অধিক সওয়াব দিয়ে মুক্তি দান করবেন – নইলে কোন উপায় নাই আমাদের!
249761
৩১ জুলাই ২০১৪ রাত ১০:৫৫
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ
249793
০১ আগস্ট ২০১৪ রাত ০১:৫০
বাজলবী লিখেছেন : অালহামদুলিল্লাহ অফারের ১ম দিন শেষ করলাম। বাকী গুলো রাখার তাওফিক যেন হয় অাল্লাহ তাঅালার কাছে ফরিয়াদ করি। অামিন। জাযাকাল্লাহ খাইর।
249810
০১ আগস্ট ২০১৪ রাত ০৪:৩৭
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো! গতকাল থেকেই শুরু করে দিয়েছি, আলহামদুলিল্লাহ!
249831
০১ আগস্ট ২০১৪ সকাল ০৬:১২
ইমরান ভাই লিখেছেন : অফারটি গ্রহন করবো ইনশাআল্লাহ
জাজাকাল্লাহু খায়রান
১০
249835
০১ আগস্ট ২০১৪ সকাল ০৮:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গত বছর রেখেছি। এবারও চেষ্টা করব ইনশাআল্লাহ।
১১
249875
০১ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩২
সুশীল লিখেছেন : মাইনাস
১২
250388
০৩ আগস্ট ২০১৪ দুপুর ১২:১৪
মোহাম্মদ লোকমান লিখেছেন : ইন-শা-আল্লাহ্। আল্লাহর নিকট তাওফিক কামনা করছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File