Rose Rose গল্প ------ একটি প্রপোজ অতঃপর গোলাপের পদদুলি Rose Rose

লিখেছেন লিখেছেন কাজী লোকমান হোসেন ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:০৭:১৮ সন্ধ্যা



ক্যাম্পাসের মনোরম পরিবেশে বিকেল বেলা প্রকৃতির প্রেমে হারিয়ে যাওয়া সময় টুকু একটু কবিতার মাঝে নিজেকে সৃষ্টি করার প্রয়াস , একজোড়া কপোত কপোতী একটু দূরে বসে আছে মাঠ ভর্তি ডানপিটে ছেলেদের খেলার মাতম , মেয়েটি ছেলেটিকে এক সটীক গোলাপ ধরিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলে উঠলো প্রপোজ করো , মেয়েটির এমন আচরণে ছেলেটি লাজুক চেহারায় মাথা নিচু করে নীরবতা পালন করলেন , এত দিনের প্রেমের মাঝে আজ হঠাৎ প্রপোজ ! কিঞ্চিত বিব্রত কণ্ঠে জানান দিলেন এখানেই? হুম এখানেই , এত লোকচাঞ্চল পরিবেশে না বললেই নয় ? না এখানেই প্রপোজ করতে হবে , গোলাপের সটীক হাতে নিয়ে ছেলেটি মাথা নিচু করে লাজুক কণ্ঠে বলে দিলেন আই লাভ ইউ , Rose Rose Rose

কিন্তু ইহা নাকি মেয়েটির পছন্দ হয়নি , দুই হাঁটু মাটিতে পেলে দুই হাতে সটীক ধরে বলতে হবে , ছেলেটির গোপনে প্রেম করার অভ্যাস, এত লোকের মাঝে নিজেকে প্রেমিক হিসেবে জানান দেওয়া তার জন্য কতটুকু ইতিবাচক হবে সে প্রশ্নে আবারো আগের মত মাথা নিচু করে বলে দিলেন আই লাভ ইউ Rose Rose Rose

এবার মেয়েটি ক্ষেপে গেলেন , তেনার ইচ্ছা প্রেম করলে সবাইকে দেখিয়ে প্রেম করবে ছুপি ছুপি প্রেমে তেনার তেমন রুচি নেই , তাই ছেলেটির হাত থেকে গোলাপের সটীক কেঁড়ে নিয়ে পদতলে দিয়ে মাড়িয়ে দিলেন , মেয়েটির এমন বৈরি আচরন ছেলেটিকে রাগীয়ে দিলো এবং মেয়েটির উদ্দেশ্যে কিছু বাক্য প্রয়োগ করলেন , প্রেম দুইটি হৃদয় থেকে নিগ্রত হওয়া আবেগ , আর প্রপোজ তার আনুষ্ঠানিকতা মাত্র , ভালোবাসা হয়ে থাকে বিশ্বাসের হাত ধরে আর ভাঙ্গন হয় ৩য় ব্যাক্তির আগমনে , Thumbs Up Thumbs Up Thumbs Up

এই বলে ছেলেটি কাঁদে থাকা ব্যাগ নিয়ে দ্রুত বেগে অন্ধকারে হারিয়ে গেলেন আর মেয়েটি একা একা বসে রইলেন , আনুষ্ঠানিকতা করতে গিয়ে ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে দিলো। তাদের সম্পর্ক হয়ত ঠিক হয়ে যাবে। তার আগে কিছুদিন মনমালিন্য চলবে। ছেলেটাকে সারাজীবন ফেলে চলে যাবার খোঁটাও শুনতে হবে। তবুও চলুক ভালোবাসা!

প্রেম ভালোবাসা লোক দেখানোর জিনিস না। কেবল দুইজন মানুষ আর দুইটি হৃদয় হলেই চলে। লোক দেখানো তে সম্পর্ক বেঁকে যায়। বেঁকে যাওয়া রাস্তা সুন্দর, বেঁকে যাওয়া চাঁদ সুন্দর। বেঁকে যাওয়া সম্পর্ক একা একা কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে অদৃশ্য হয়ে যায়, বেঁকে যাওয়া প্রেমের প্রস্তাবের গোলাপ পড়ে থাকে পিচঢালা রাজপথে। সম্পর্কে আসলে প্রপোজের প্রয়োজন হয় না। প্রপোজ প্রয়োজন হয় রিলেশনে। আর রিলেশন ব্যাপারটাতে কেমন যেন আনুষ্ঠানিকতার গন্ধ আছে, ভালোবাসর গন্ধ কম। ভালোবাসা কখন যে হয়ে যায় হৃদয়ও টের পেয়ে ভীমড়ি খেয়ে বসে!

জীবনের পতিটি প্যারায় প্যারায় লুকিয়ে থাকে কিছু সৃতি কিছু ঘটনা কিছু দুঃখ কিছু ব্যাথা কিছু আনন্দ যা একান্তই বন্ধু ভেবে যাদের আপন করে নিয়েছি তাদের সাথে শেয়ার করেছি , এখানেও তার ব্যাতিক্রম নয় ,

ফেসবুক

বিষয়: বিবিধ

১২৮৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268326
২৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২২
বিন হারুন লিখেছেন : বিয়ের আগের সব অবৈধ সম্পর্ককে জীবনের সবচেয়ে বড় ভুল মনে হবে. যখন জুটবে একজন আদর্শ স্বামী কিংবা স্ত্রী.
তখনই বুঝবে বিয়ে ছাড়া প্রকৃত ভালবাসা হয় না.
খুব ভাল লাগল Rose Rose
২৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
212045
কাজী লোকমান হোসেন লিখেছেন : Good Luck %%ধন্যবাদ Good Luck Good Luck
268332
২৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
আফরা লিখেছেন : Good Luck Good Luck Rose Rose Good Luck Good Luck
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১০
212124
কাজী লোকমান হোসেন লিখেছেন : Applause Applause Applause
268338
২৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
ফেরারী মন লিখেছেন : প্রেম ভালোবাসা লোক দেখানোর জিনিস না। কেবল দুইজন মানুষ আর দুইটি হৃদয় হলেই চলে।

আসলেই সুন্দর বলেছেন। Thumbs Up Thumbs Up Rose Rose
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১০
212125
কাজী লোকমান হোসেন লিখেছেন : Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File