Rose Rose বাংলাদেশের বিমান এয়ার লাইন্স এর কর্মকর্তা কর্মচারীদের জন্য যদি এমন নীতি অনুসরণ করা হত তাহলে বিমান তার ভর্তুকি কমাতে পারতো কি ??? Rose Rose

লিখেছেন লিখেছেন কাজী লোকমান হোসেন ২১ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৩৯:৪০ রাত

Bee Bee Bee



বিশ্বের আকশে ধাপিয়ে বেড়ানো বিমান গুলোর মধ্যে অন্যতম কাতার এয়ারওয়েজ , অসাধারণ সার্ভিস দিয়ে বিশ্ব প্রতিযুগিতায় মোটামুটি একটা ভালো অবস্থানে চলে গিয়েছে এই বিমান সংস্থাটি , এই সংস্থার মধ্যে বিশ্বের প্রায় অনেক দেশের নাগরিক কর্মরত রয়েছেন , সেই সুবাদে আমাদের বাংলাদেশীদের উপস্থিতি চোখে পড়ার মত , এই সংস্থায় কাজের কত গুলো ধাপ আছে , সেটা যোগ্যতা অনুসারে , গ্রেট ১ থেকে শুরু করে গ্রেট ১৫ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন বাংলার দামাল ছেলেরা ও মেয়েরা ,

কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এই বিমান সংস্থা একটি ডিফেন্স ফোর্স থেকেও কঠোর নীতিমালা অনুসরণ করে থাকে , যার ধরন আজকে এই সংস্থাটি বিশ্বের সেরা ৫ টি বিমান সংস্থার মধ্যে অন্যতম ,

এই সংস্থার মধ্যে চাকরী পেতে হলে অনলাইনে কিংবা আত্মীয়ের মাধ্যমে অনেক প্যারা অতিক্রম করতে হলেও চাকরী চলে যেতে ১ সেকেন্ডেরও ধরকার হয়না , বিষয়টা ঠিক এই রকম রাতে ডিউটি করে আসার পর সকালে তার চাকরী আছে কিনা সেটা সে নিজেও জানেনা , এই সংস্থা নিয়োগ এবং ছাটাই বিভাগ আগে ছিল ভারতীয় ম্যানেজমেন্ট এর আন্ডারে তখন বাংলাদেশীদের সামান্য গলদ (ভুল) দেখলেও তাদের রেসিডেন্সি প্রত্যাহার করে দিনে দিনে দেশে পাঠিয়ে দেওয়া হত , কিন্তু আল্লাহ্‌র অশেষ রহমতে তা পরিবর্তন হয়ে এখন পাকিস্তানী ম্যানেজমেন্ট এর হাতে চলে আসাতে বাংলাদেশীরা একটু স্বস্তিতে আছেন , আমি এখানে ভিনদেশী কোন বিমান সংস্থার পক্ষে সাপাই গাওয়ার জন্য ব্লগ পোস্ট করতেছিনা ,আমি নিজেই এই সংস্থায় কাজ করতে অক্ষম , কারন এত নিয়ম মেনে প্রবাসে থেকে চাকুরী করা আমার জন্য অসম্ভব , আমার ইমেইলে চাকুরীর নোটিশ আসলেও অন্যকে সাহায্য করি , যাই হোক আমি মূলত এই বিমান সংস্থার ন্যায় যদি আমাদের বিমান বাংলাদেশ সংস্থার নীতিমালা হত তাহলে দিনে দিনে আমাদের বিমান বিশ্বে একটা প্ল্যাটফরমে আসতে পারতো বলে প্রত্যাশা করি , যারা আকাশ ভ্রমন করেন তাদের নিচ্ছই ভালো সার্ভিস সম্পূর্ণ বিমানের প্রতি আলাদা রুচি আছে , কাতার এয়ারওয়েজ এমন একটি সংস্থা যেখানে বিমান বালাদের বিন্দু মাত্র দায়িত্বে অবহেলার কোন স্বুনির্দিষ্ট অভিযোগ কতৃপক্ষ যদি পায় তাহলে তার রুমে কি আছে না আছে সেটা না দেখেই ঐ বিমানে থাকা অবস্থায় তাকে চাকুরীচুত্য করে একই বিমানে দেশে পাঠানো হয় , এবং এই সংস্থার আরেকটি ইতিবাচক দিক হচ্ছে এই সংস্থায় প্রয়োজনের চেয়েও অধিক বিমান মজুদ থাকায় সিডুয়েল বিপর্যয়ে পড়তে হয়না , এবার আসুন আমাদের বাংলাদেশ বিমান এয়ারলাইন্স মূল সমস্যা কি সেটা দেখা যাক , বাংলাদেশ বিমানের প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে সিডুয়েল বিপর্যয় , যার সোজা বাংলা ৫ টার বিমান ১০ টায় , মাঝে মাঝে তিন দিন পরও দেখা মিলেনা , এর পরে হচ্ছে বিমানের পরিবেশ , বাংলাদেশ বিমানের পরিবেশ খুব একটা ভালো না বললেই চলে , যদিও এইকথা বলতে একটু লাগছে , তারপর বিমানে কর্মরত বিমান বালাদের আলাদা ভাবগম্ভিরতা মানুষের মাঝে কিঞ্চিৎ ঘৃণার সৃষ্টি করে , বিমানের পাইলটের চেয়ে বিমান বালাদের ভাবই আলাদা , দুপুরের খাবার বিকেলে খেতে হয় , কোন কোন সময় খাবারের নাম গন্ধও থাকেনা , তার উপর আছে প্রাণনাশের ভয় , কারন বাংলাদেশ বিমানের ইঞ্জিন মাঝে মাঝে উড়ন্ত অবস্থায় খুলে নিচে পড়ে যাওয়ার অবিজ্ঞটা দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছে , যাই হোক এই বিষয়গুলো সত্যি একজন বাংলাদেশী হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক ও পীড়াদায়ক , কেউ দেশে যাওয়ার সময় সর্বপ্রথম জিজ্ঞেস করি ভাই কোন বিমানে টিকেট কেটেছেন , জবাবে অনেকে অনেক বিমান সংস্থার কথা বললেও বাংলাদেশ বিমানের নাম অত্যন্ত নগণ্য লোকে বলেছে , তখন একটু হলেও খারাপ লাগে এবং চিন্তা করি ইশ বাংলাদেশ বিমানে যদি সবাই যেত তাহলে টাকাগুলো আমাদের দেশে যেত , সবাইতো একটু ভালো টা নিবে তাই নয়কি ? সবাই ভাবে কি ধরকার টাকা খরচ করে ৬-৭ ঘণ্টার পথ তিন দিনে যাওয়ার , এখন কথা হচ্ছে কাতার এয়ারওয়েজের ন্যায় না করলেও অন্তত এর থেকে একটু কম নীতিমালা অবলম্বন করলেও আমার বিশ্বাস কয়েক দিনের মধ্যেই আমাদের বিমান একটা ভালো অবস্থানে পোছাতে পারবে ,

পরিশেষে সরকারের কাছে আকুল আবেদন প্লিজ এই সংস্থাটির দিকে একটু স্বুনজরে তাকান ................. m/ m/ m/ m/

হ্যান্ড টাইপ করেছি বানান ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন

ফেসবুকে আমি ঃ- https://www.facebook.com/profile.php?id=100008142219467

বিষয়: বিবিধ

১৯৮৮ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267239
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৪২
সুশীল লিখেছেন : ভালো লাগলো
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৮
211038
কাজী লোকমান হোসেন লিখেছেন : ধন্যবাদ Good Luck
267243
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কাতার এয়ারওয়েজ তো বাংলাদেশে তাদের অপারেশন কমিয়ে দিয়েছে। তাদের নিয়ম কানুন যাই হোক সার্ভিস অনেক ভাল। অবশ্য তাতেও কিন্তু সাউদিয়া আর সিঙ্গাপুর এয়ার এগিয়ে। এটা অবশ্য আমার অভিজ্ঞতা মতে।
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৯
211040
কাজী লোকমান হোসেন লিখেছেন : নাহ কাতার এয়ারওয়েজ এগিয়ে , Rose ধন্যবাদ Rose
267253
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১৩
আফরা লিখেছেন : কাতার এয়ারওয়েজ মোটামোটি ভালই বলা যায় ।
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪০
211043
কাজী লোকমান হোসেন লিখেছেন : হুম Rose ধন্যবাদ Rose
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:০০
211050
ফেরারী মন লিখেছেন : কোনদিন এয়ারওয়েজে চড়তে পারলাম না। Sad Crying Crying
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২৩
211057
আফরা লিখেছেন : এখনো চরেননি তাই বলে কখনো চরবেন না এমন তো নয় । কোথাও বেড়াতে যান দেশের ভিতর অথবা বাহিরে বিমানে করে । তাই তো হয়ে যাবে চরা ।
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২৫
211058
ফেরারী মন লিখেছেন : ইচ্ছে আছে আমার পুতুলরে নিয়াই প্রথম বিমানে চড়বো। হতে পারে সেটা মালয়েশিয়া বা নেপাল। Love Struck Love Struck
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২৮
211060
আফরা লিখেছেন : ভাল । দুয়া রইল আপনার পুতুল তাড়াতাড়ি আপনার জীবনে আসুক আপনার স্বপ্ন পূরন হোক ।ফেরারী মন @
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩২
211062
ফেরারী মন লিখেছেন : আহারে আমার পুতুল কবে ঘরে আসবে আর সেদিন আমার শখ পূরণ হৈবে। Crying Crying
267260
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫০
দ্য স্লেভ লিখেছেন : উড়ন্ত অবস্থায় ইঞ্জিন খুলে পড়ে গেলে ওতে উঠবে কে ??
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২২
211055
কাজী লোকমান হোসেন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
267266
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৮
ফেরারী মন লিখেছেন : কারন বাংলাদেশ বিমানের ইঞ্জিন মাঝে মাঝে উড়ন্ত অবস্থায় খুলে নিচে পড়ে যাওয়ার অবিজ্ঞটা দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছে Surprised Surprised Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২১
211054
কাজী লোকমান হোসেন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২৫
211059
আফরা লিখেছেন : আপনি তো দাড়াইয়া মিথ্যা বলেন উপরে কি বলে এসেছেন ।
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২৯
211061
ফেরারী মন লিখেছেন : পড়াচোর কিভাবে ধরা পড়ে তোমাকে দেখে বুঝলাম। তার মানে তুমি লেখাটা পড়ো নাই অনুমানে মন্তব্য করে দিয়েছো। কারণ আমার মন্তব্যটা উপরের লেখা থেকে কোটেশান করা এবং এটুকু আমাকে যথেষ্ট বিনোদন দিয়েছে বলে কপি করেছি। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৬
211063
আফরা লিখেছেন : আরে না আমি পড়েছি তার পরও মনে ঐ বিমানে আপনি ও ছিলেন ।
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৪৪
211069
ফেরারী মন লিখেছেন : ও তোমার মনটা তো আবার বিশাল। অনেক কিছুই ভাবতে পারো আবার অনেক কিছুই ছাড়তে পারো। Applause Applause
267321
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:০৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ব্লগে মন্তব্য করার মত লোকের অভাবে দেখি আপনি আগিয়ে আসতেছেন, ব্লগের প্রাণ হল মন্তব্য! ধন্যবাদ আপনাকে।
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫২
211174
কাজী লোকমান হোসেন লিখেছেন : Good Luck %%আপনাকেও ধন্যবাদ Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File