গল্প ------------ Rolling on the Floor একটি প্রেম ও একটি পরিবারের ইতিকথা Rolling on the Floor

লিখেছেন লিখেছেন কাজী লোকমান হোসেন ২০ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৫৬:৪৮ দুপুর

Rose Rose Rose Rose Bee Bee

আজাদ দরিদ্র কৃষকের এক মাত্র ছেলে , বাবা কৃষক বলে ছেলেকে তেমন পড়ালেখা করাতে পারেনি , তাই সারাদিন আড্ডা দিত , তার বাবার জমিজামা তেমন নেই বললে চলে , তার বাবা দুই বিয়ে করেছেন , প্রথম ঘরে ছেলে মেয়ে না হওয়ার কারনে ২য় বিয়ে করেন , ঐ ঘরেই জন্ম আজাদের , তারা দুই বোন এক ভাই , একমাত্র ছেলে একটু বড় হলে বাজারে একটি চায়ের দোকান দিয়ে বসিয়ে দেন তার বাবা , , প্রথম কয়েকদিন ভালোভাবেই ব্যাবসা করে যাচ্ছিলো আজাদ ,প্রতিদিন দুপুর বেলা দোকান বন্ধ করে আজাদ ও তার সমবয়সী মোরশেদ , টুটুল , মহিন এরা বাজারের পাশে থাকা গার্ল স্কুলের মেয়েদের পিছে ঘুর ঘুর করতো , কখনো কখনো মেয়েদের হাই হ্যালো বলে খিল খিল করে হেসে দিতো , এক এলাকার ছেলে হলেও আমরা নিতান্তই তাদের বখাটে বলে জানতাম , তো এই রকম হাই হ্যালোর মাঝে সুমি নামের একটা মেয়ের সাথে আজাদের রিলেশন হয়ে যায় , সুমি নিম্ম মধ্যবিত্ত ঘরের মেয়ে , বাবা প্রবাসী , মেয়েটা দেখতেও একদম খারাপ না , মোটামুটি ফর্সা উচ্চতা স্বাভাবিক । চলতেছিল তাদের প্রেম চুপি চুপি , এদিকে সুমির বাবা প্রবাস থেকে এসে দেখে মেয়ের বয়স হয়েছে তাই বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে , সুমি বিষয়টা স্বাভাবিক ভাবে নেয়নি , তাই সে আজাদ কে তার বাবার তাকে বিয়ে দিয়ে দেওয়ার বিষয় বলে দেয় , আজাদ কি করতে পারে এমন প্রশ্নের জবাবে সুমি পালিয়ে যাওয়ার কথা বলে , আজাদ রাজী হয়ে যায় । পরের দিন বিকেল বেলা সুমি তার নিজের স্বর্ণালংকার এবং মায়ের কিছু স্বর্ণ সহ জামা কাপড় নিয়ে ফটো তোলার নাম দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় , এই বিষয়গুলো জানে আজাদের সমবয়সী বন্ধু মহল যথাক্রমে মোরশেদ , টুটুল ও মহিন , পরে আজাদের হাত ধরে সে পাড়ি দেয় সুদূর চট্টগ্রাম , এইদিকে এলাকায় জানাজানি হয়ে যায় , আমার কাছে বিষয়টা হাস্যকর মনে হল , পরে তার বাবা এলাকার কিছু রাজনৈতিক ব্যাক্তি বর্গের সাহায্য নিয়ে লক্ষ্মীপুর সদর থানায় আজাদ ও বন্ধু মহলের নামে নারী অপহরণের মামলা করে , ব্যাস দুই দিন পর সবাই ধরাশায়ী বাংলাদেশ পুলিশের কাছে , আজাদ আর সুমিকে চট্টগ্রাম থেকে ট্র্যান্সফার করা হয় লক্ষ্মীপুর , আর তার বন্ধুদের এলাকা থেকে গ্রেপ্তার করে, লক্ষ্মীপুর জর্জ কোর্টে তাদের মামলার নথী পত্র যাওয়ার পর তাদের কে কোর্টে চালান করে দেয় জেলা পুলিশ বিচার শুরু হওয়ার পর মেয়ের বাবা যথারীতি তার মেয়েকে অপহরণ করার জন্য আজাদ ও তার বন্ধুদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে , কিন্তু বাঁধ সাজলো তার নিজের মেয়ে , মেয়ে বলল আমাকে কেউ অপহরণ করেনি আমি স্বজ্ঞানে আজাদের হাত ধরে পালিয়েছি , এবং আমাদের বিয়ে হয়ে গেছে , মেয়ের কথা শুনে তার বাবার রক্ত চক্ষু মুহূর্তেই অগ্নি লীলায় পরিণত হয়ে গেল, এর পর মোরশেদ , টুটুল আর মহিন জামিনে বেরিয়ে যান , । তখন বিচারক তার বাবাকে বিয়ে মেনে নেওয়ার কথা বললে তিনি বলেন মেনে নিবো তবে এই ছেলেকে তার পরিবার থেকে ত্যাজ্য করে দিতে হবে , আজাদ তার বাবার একমাত্র ছেলে তার উপর দুইটি বিয়ের উপযুক্ত বোন কিভাবে তার বাবা তাকে ত্যাজ্য করবে ? পরে এক পর্যায়ে সুমি তার নিজের বাবাকে অস্বীকার করতে বাধ্য হয় , সে বলে আমার এখন এই ছাদের নিছে একজন বাবা আছে আর তিনি হলেন আজাদের বাবা , এই কথা বলার পর কোর্ট মুলতবী ঘোষণা করে পরবর্তী তারিখ নির্ধারণ করে , এই দিকে আজাদের মামলা ডিল করতে গিয়ে তার বাবা একমাত্র ফসলী জমিটাও বিক্রি করে দেয় , তারপর অবশিষ্ট থাকে ঘর বিটে , পরের তারিখে বিচারক কোন রকম সিদ্ধান্তে না পোঁছাতে পেরে তাদের কে জেলে থাকার নির্দেশ দেন , এই দিকে আজাদের পরিবারের একমাত্র সম্ভল ঘর বিটে টুকুও বিক্রি করতে , হয় , দুই বছর পরে মেয়ে জামিন পায় কিন্তু আজাদ জেলেই থেকে যায় , তারপর আজাদের লক্ষ্মীপুর গ্যাং এর মুন্না বাহিনীর মুন্নার সাথে জেলে দেখা হয় এবং তার জেলে যাওয়ার ঘটনা বলে , মুন্না আশ্বাস দেন জেল থেকে বাহীর হলে তাকে বাহীর করে মেয়েকে তার বাবার কাছ থেকে উঠিয়ে নিয়ে আসবে , বেচারা সন্ত্রাসী হলেও কথা রেখেছেন , জেল থেকে বাহীর হয়েই তার দল নিয়ে মেয়েকে আজাদদের বাড়িতে দিয়ে গেল , এখন শুনেছি তারা নাকি সুখী , এখন প্রশ্ন হচ্ছে এই সমাজের কাছে , এই বাস্তব গল্পে যে ঘটনা ফুটে উঠেছে সেখানে একটা ছেলে গরীব বলে তার প্রেম এবং বিয়ে করা বৌ কে শুধু মাত্র সামাজিক স্ট্যান্ডার্ডের কারনে অস্বীকার করে তাকে তিন বছর এবং তার বৌ কে দুই বছর জেল খাটিয়েছে সমাজের মানুষ রুপি জানোয়ার গুলো , কিন্তু কোন সুফল বয়ে এসেছে ? বরং আজাদের পরিবার হয়েছে গৃহহীন , তার দুই বোনের বিয়ে হয়েছে দুইজন আরও নিম্মমানের ছেলের কাছে , এভাবে নিঃশেষ হয়ে গেলো একটি পরিবার , কিন্তু আমাদের সমাজের মানুষ রুপী কিছু সুশীল যদি আগেই বিষয়টা আড় চোখে না দেখে সমাধানের চক্ষুঃতে দেখতেন তাহলে এইভাবে একটি পরিবার নিঃশেষ না হতেও পার .....................

.....................সমাপ্ত ..................।



বিষয়: বিবিধ

৪৬২৫ বার পঠিত, ৫১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266786
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৪
আফরা লিখেছেন : এ সব কিছুর মূলে হচ্ছে সঠিক শিক্ষার অভাব । তাদের বাবা মা তাদের সঠিক শিক্ষা দিত তাহলে তারা কখনো এরকম বেয়াড়া হত না । ধন্যবাদ ।
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৭
210524
কাজী লোকমান হোসেন লিখেছেন : হুম সেটাই , আপনাকেও ধন্যবাদ Good Luck Good Luck Good Luck Good Luck
266788
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২৮
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩৭
210528
কাজী লোকমান হোসেন লিখেছেন : সুশীল ভাই অনেক ধন্যবাদ আপনাকেও Good Luck Good Luck
266791
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩৪
কাহাফ লিখেছেন :
সমাজের চারপাশে ঘটে যাওয়া নির্মম বাস্তবতার অংকন এই লেখা।
একগুয়েমী আর মিথ্যা অহমিকার কারণেই এমন পরিস্হিতির শিকার হয় মানুষ।
উপস্হাপনার জন্যে অনেক ধন্যবাদ .....
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৪০
210529
কাজী লোকমান হোসেন লিখেছেন : কাহাফ ভাই , আসলে সত্যি আমাদের সমাজের মানুষ গুলো মাইঙ্কার চিপায় না পড়লে সঠিক রাস্তায় আসেনা , ধন্যবাদ আপনার বিশ্লেষণ ধর্মী মন্তব্যের জন্য , ভালো থাকেন সব সময় সেই কামনায় , Happy>- Happy>-
266792
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩৬
মামুন লিখেছেন : অভিভাবকদের সাথেও আমাদের বিদ্যমান বিচার বিভাগও বা কেমন ধরণের? যেখানে মেয়ে নিজের মুখে বলেছে সে নিজেই স্বেচ্ছায় আজাদের সাথে চলে এসেছে, মামলা তো সেখানেই ডিসমিস হয়ে যাবার কথা। এরপরও আজাদকে তিনবছর এবং মেয়েকে দুই বছর কিসের জন্য জেল খাটতে হবে? মেয়েকি বালেগ ছিল না?
ধন্যবাদ আপনাকে সুন্দর লিখাটির জন্য।
জাজাকাল্লাহু খাইর। Rose Rose Rose Good Luck
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫১
210531
কাহাফ লিখেছেন :
বালেগা কন্যা স্বীয় সন্তান নিয়ে প্রেমিক স্বামীর জামিন চাচ্ছে বিবাদীর মাধ্যমে,তবুও মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারাগারেই থাকতে হবে- এমন হুকুম বিচারকের। দের বছর হাজত খেটে বেড়িয়ে আসে পরে।
(নিজের দেখা ঘটনা এটা,ময়মনসিংহের নারী ও শিশু কোর্টের বিচারক ইয়াসমিন তখন এতো খামখেয়ালী করতো।২০০৬ইং)
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৫
210532
কাজী লোকমান হোসেন লিখেছেন : মামুন ভাই বিচারক কিন্তু ছেয়েছিল বিষয়টা ডিসমিস করার জন্য কিন্তু মেয়ের খালু ছিলেন একজন সেনা অফিসার যার কারনে মামলা এত গড়িয়েছে এবং তার মৃত্যুর পর পরই কিন্তু তারা ছাড়া পায় , আর হুম মেয়ের বয়স একটু কম ছিল , তখন সম্ভবত ১৬-১৭ এই রকম হবে, তাই একটু জটিলতা দেখা দিয়েছিল , আপনাকেও ধন্যবাদ , Good Luck Good Luck Good Luck
266821
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১৭
ফেরারী মন লিখেছেন : আফরা লিখেছেন : এ সব কিছুর মূলে হচ্ছে সঠিক শিক্ষার অভাব । তাদের বাবা মা তাদের সঠিক শিক্ষা দিত তাহলে তারা কখনো এরকম বেয়াড়া হত না । ধন্যবাদ । Thumbs Up Thumbs Up Thumbs Up
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৩
210574
কাজী লোকমান হোসেন লিখেছেন : Rose Rose ধন্যবাদ Good Luck Good Luck Good Luck
267008
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:০১
ভিশু লিখেছেন : ভালোই লাগ্লো, তবে আপনি কি চাচ্ছেন নিজেদের চায়ের দোকান বন্ধের পর ওখানে বন্ধুদের নিয়ে আড্ডায় বসে সামনে দিয়ে যাওয়া পাশের গার্লস স্কুলের মেয়েদের দেখতে দেখতে এরকম আজাদদের সাথে সুমিদের চুপি চুপি প্রেম গড়ে উঠে চলতে থাকুক - তারপর শুরু হয়ে যাক নানা কাহিনী আর সবাই তা মেনে নিক? তাহলেই আর ১টুও অশান্তি নয় - আসবে, আসতেই থাকবে শুধু শান্তি আর শান্তি?! এই ব্লগের সুবিজ্ঞ মডারেশনও কি এই বাস্তব ঘটনা থেকে সমাজকে এ শিক্ষাই দিতে চাচ্ছেন?!? আমি ঠিক বুঝে উঠতে পারিনি? স্টিকি পোস্টে অভিনন্দন আপনাকে...Rose তবে দয়া করে আমাকে ১টু ব্যাপারটি বুঝিয়ে দেয়ার জন্য বিনীত অনুরোধ রইলো...Rolling Eyes
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৩৬
210830
প্রেসিডেন্ট লিখেছেন : একমত।
২১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৯
210937
কাজী লোকমান হোসেন লিখেছেন : ভাইয়া প্রথমে আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য , আমি এখানে আজাদের মত অনেকে একই কাজ করুক সেটাকে হাইলাইট কিংবা উৎসাহ হিসেবে বলিনি । আমি বিষয় আলোক পাত করার উদ্দেশ্য হচ্ছে এত কিছু করার পরেও তাদের বন্ধন অটল ছিল কিন্তু আজাদের পরিবার হয়েছে গৃহহীন , যদি আগেই যা হওয়ার হয়ে গেছে ভেবে ঘটনা টা যদি এলাকা ভিত্তিক সমাধান হত তাহলে কিন্তু আজাদের পরিবার নিঃশেষ হত না , মনে হয় বুজাতে পেরেছি Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
267018
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৪৫
বুড়া মিয়া লিখেছেন : ঠিক এরকম অনেক কারণেই আমি বাল্য-বিবাহের পক্ষ নিয়ে পোষ্টগুলো দিয়েছিলাম লোকমান ভাই! সুমিদের বাল্য-বিবাহ হয়ে গেলে এসবের হার শুণ্যের কোটায় নেমে আসবে (তবে চরিত্রহীন মেয়েদের ব্যাপার আলাদা, যারা পরকীয়ায় আসক্ত হয়েও পালাতে পারে)। বিয়ের আগে প্রেম আমার পছন্দ না!

আর নারী ও শিশু নির্যাতন আইনের বিলুপ্তি কামনা করি আমি।
২১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৪
210938
কাজী লোকমান হোসেন লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck ধন্যবাদ Good Luck Good Luck Good Luck Good Luck এই প্রেমের সাথে বাল্যবিবাহের সম্পর্ক নেই , এখানে দুইজন দুইজনকে অন্তর থেকে চেয়েছেন , তাই এত বাধা বিপত্তির পরেও তাদের আলাদা করতে পারেনি , কিন্তু একটি পরিবারের নিঃশেষের মধ্যদিয়ে , আমার লেখার মূল বিষয় মূলত পরিবারটির নিঃশেষ হয়ে যাওয়া , এখানে আজাদকেও সাপোর্ট করা হয়নি আর সুমিকে তো প্রশ্নই আসেনা , ~:> ~:> ~:>
267020
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৪৭
সাদাচোখে লিখেছেন : আপনি কষ্ট করে সত্যিকার একটা ঘটনা তুলে ধরেছেন - এই জন্য ধন্যবাদ।

কিন্তু এই লিখার যে উপসংহার ও দায়ভার টানলেন - তা আমার জন্য হজম করা কষ্টকর ছিল।

মূলতঃ একটা সমাজ, পরিবার, আইন আদালত ইত্যাদি বিনির্মানে রাষ্ট্রের ভূমিকা বড়। রাষ্ট্রের দায় দায়িত্ব হল মানুষের জন্য কল্যানকর যা কিছু - তা নিশ্চিত করা। আর যা কিছু ইভিল, যা কিছু অনাহুদ হয়রানী মূলক - তা দুর করা কিংবা হয়রানী হতে মানুষকে মুক্ত রাখা।

চিন্তা করে দেখুনঃ
১। রাষ্ট্র, পিতামাতাকে তাদের ১৬/১৭ বছরের মেয়ের - বিয়ে দেওয়াকে যেমন হারাম করেছে, ঠিক তেমনি ঐ মেয়েটিকে নিজে থেকে - তার পছন্দের ছেলেকে বিয়ে করাকে ও হারাম করেছে। অথচ ঐ বয়সে ছেলে ও মেয়েকে পরস্পরের সন্মতিতে লুকিয়ে লুকিয়ে বিয়ে বহির্ভুত সম্পর্ককে মাসের পর মাস চালিয়ে নেওয়াকে হারাম করে নি - টেকনিক্যালী 'বয়সের দোষ / ন্যাচারাল ইত্যাদি' বলে হালাল করতে সমাজকে বোঝাচ্ছে বা মোটিভেট করছে - এবং এই জন্য কোন শাস্তির ব্যবস্থা আইনে রাখেনি।

ফলাফল স্বরূপ ছেলে ও মেয়ে বিয়ে করে সম্পর্ক মেইনটেইন (যা মূলতঃ স্রষ্টার চোখে হালাল) করে জেল জরিমানা হয়রানী শিকার হল ও ভূসম্পত্তি হারালো।

অথচ তারা যদি স্রষ্টাকে অস্বীকার করে স্রষ্টার প্রতি বিদ্রোহ করে বিয়ে বহির্ভূত ভাবে ঐ একই কাজ কর্ম লুকিয়ে চুরিয়ে চালিয়ে যেত এবং ধরা খেত - তবে রাষ্ট্র ও মিডিয়া তাকে ফ্রি রাখতো, এমনকি কোন চেয়ারম্যান কিংবা কোন জাজ যদি তাকে মাস খানেক ও জেলে রাখার চেষ্টা করতো সরকারের সর্বস্তরে তার ইমপেক্ট পরতো, মানবতাবাদীরা কান্নাকাটি করতো, সংবাদপত্র আর্টিকেল লিখে ভাসিয়ে দিত।

২। আমার উপরের কমেন্ট মানে এই নয় যে - আমি ছেলেটির প্রতি বিন্দুমাত্র সহানুভূতিশীল - কারন ফার্স্ট ইন্সট্যান্সে সে গার্লস স্কুলের সামনে যা করছিল - তা ভুল (যদিও সে হয়তো তা জানতো না - কারন রাষ্ট্র, মিডিয়া, পরিবার, ধর্ম ও সমাজ তাকে তা শেখায় নি - বরং তাকে প্ররোচিত করেছে অমন হারাম কাজ করতে)।
২১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০০
210939
কাজী লোকমান হোসেন লিখেছেন : Good Luck Good Luck Good Luck ধন্যবাদ Good Luck Good Luck Good Luck
আমি আপনার সাথে সম্পূর্ণ একমত , তবে আমার এই ব্লগ পোস্টের মূল কেন্দ্র বিন্দু হচ্ছে সামাজের শিক্ষিত মানুষ গুলো কোন একটা ঘটনার সঠিক সমাধান না দিয়ে আরও জটিল করে একটি পরিবারকে নিঃশেষ করে দেওয়ার যে প্রয়াস চালিয়েছেন তার প্রতি ঘৃণা করা Winking) Winking)
267033
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:০২
শেখের পোলা লিখেছেন : এমন প্রেম ও মা বাপ ভাই বোন ছাড়া প্রেমিক প্রমিকা নিপাত যাক৷ সমাজ কলেষ মুক্ত হোক৷
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৪০
210831
প্রেসিডেন্ট লিখেছেন : একমত।
২১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০১
210940
কাজী লোকমান হোসেন লিখেছেন : Rose ধন্যবাদ Rose
১০
267042
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:৫৭
চেয়ারম্যান লিখেছেন : বিয়ে করে ফেললে মেনে নেওয়াই উত্তম। তবে এই ধরনের বিয়েকে নিরুত্সাহিত করতে হবে। একজন বাবা কত কস্ট করে একটি ছেলে বা মেয়েকে মানুষ করে। ছেলে মেয়েকে বিয়ে দিবে , কত স্বপ্ন বাবা মায়ের। সেই স্বপ্ন থেকে বঞ্চিত করা উচিত নয়
২১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০২
210941
কাজী লোকমান হোসেন লিখেছেন : Rose ধন্যবাদ Rose একমত
১১
267058
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:১২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : এরপর শুধু বলবো বাস্তব ঘটনাগুলো থেকে যদি আমরা কিছু শিখতে পারি! ধন্যবাদ লেখককে
২১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
210942
কাজী লোকমান হোসেন লিখেছেন : Rose Rose আপনাকেও অসংখ্য ধন্যবাদ Rose Rose
১২
267060
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৩৯
প্রেসিডেন্ট লিখেছেন : একজন বখাটে আর নষ্টা মেয়ের পক্ষে সাফাই গাওয়ার কোনো কারণ দেখি না।

অাপনি সমাজকে/মেয়ের বাবাকে দায়ী করছেন। মেয়ের বাবার হৃদয়ের রক্তক্ষরণ কি আপনি টের পান? এ মেয়েকে বড় করতে কত বিনিদ্র রজনী কাটাতে হয়েছে তার বাবা মাকে? তাদের স্বপ্ন স্বাদ আহলাদ এভাবে ধ্যুলিস্যাৎ করে দিকে গার্লস স্কুলে/কলেজে আড্ডা মারা বখাটেরা আর মেয়ের বাবা হাসি মুখে সেটা মেনে নিবে?


২১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
210943
কাজী লোকমান হোসেন লিখেছেন : Rose প্রথমে মন্তব্যের জন্য ধন্যবাদ Rose

নো ব্রাদার , এখানে বখাটে কিংবা নষ্ট মেয়ের পক্ষে সাপাই গাওয়া হয়নাই , এখানে এত কিছু করার পর তাদের ঝুঁটি অটুট থাকা এবং এর ফলে একটি পরিবার নিঃশেষ হয়ে যাওয়াকে হাইলাইট করা হয়েছে Winking) Winking)
১৩
267063
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০১
অন্ধকারের বাতি লিখেছেন : কি করবেন, এটা তো কালচার হয়ে গেছে। ছেলে মেয়ে প্রেম করলে যে এটা বাধ্যতামূল্যক করতেই হয় বাবা মা দের। নইলে যে তাদের উচ্ছ দাম্ভিকতা আর থাকে না!
বাস্তব নিয়ে মাথা গামানোর উনাদের সময় আছে??
২১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
210945
কাজী লোকমান হোসেন লিখেছেন : হুম একমত Rose ধন্যবাদ Rose
১৪
267064
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০২
অন্ধকারের বাতি লিখেছেন : প্রেম করার আগে বাচ্ছাদের কন্ট্রোল করার দরকার তো উনারা মনে করেনা!
২১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
210944
কাজী লোকমান হোসেন লিখেছেন : একমত Rose ধন্যবাদ Rose
১৫
267071
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫৭
নূর আল আমিন লিখেছেন : ভাইয়ু গল্পটা খুপ ভাল্লাক্সে তয় আন্নের মাইয়ারে লইয়া ভাইগ্যা গেলে কি করতেন দোষটা শুধু মেয়ের বাপের দিলে চলপে না দোষ আজাদেরও সব দোষের মুলে ধর্মীয় শিক্ষার অভাব
২১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১০
210946
কাজী লোকমান হোসেন লিখেছেন : Good Luck সব দোষের মুলে ধর্মীয় শিক্ষার অভাব Good Luck এটা ঠিক আছে কিন্তু বাকী গুলো অফস্ট্রিক , কারন দায় এড়ানো সমাজের কারনেই আজকে আমাদের এই অবস্থা , Rose ধন্যবাদ Rose
১৬
267080
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩২
প্রবাসী আশরাফ লিখেছেন : ৫ 266821 ২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১৭
ফেরারী মন লিখেছেন : আফরা লিখেছেন : এ সব কিছুর মূলে হচ্ছে সঠিক শিক্ষার অভাব । তাদের বাবা মা তাদের সঠিক শিক্ষা দিত তাহলে তারা কখনো এরকম বেয়াড়া হত না । ধন্যবাদ ।

মন্তব্যটির সাথে শতভাগ একমত তাই নতুন করে কিছু লিখলাম না।
২১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১০
210947
কাজী লোকমান হোসেন লিখেছেন : Rose ধন্যবাদ Rose
১৭
267088
২১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:১২
নোমান২৯ লিখেছেন : ভাল্লাক্সে |ধন্যবাদ |
২১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১১
210948
কাজী লোকমান হোসেন লিখেছেন : Rose ধন্নবাদ Rose
১৮
267117
২১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২৩
বুসিফেলাস লিখেছেন : এমন বিয়েও কোন পরিবারের কাছে কাম্য হতে পারে না। কারণ প্রতিটি মেয়ের বাবাই তার মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন ভালো ছেলে দেখে বিয়ে দেবেন কিন্তু বাউন্ডুলে ছেলেকে কেউ পছন্দ করে না
২১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১২
210950
কাজী লোকমান হোসেন লিখেছেন : একমত কিন্তু অদ্যকার বালক বালিকারা ইহা বুজিবার নহে Rose ধন্যবাদ Rose
১৯
267133
২১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:২০
২১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
210951
কাজী লোকমান হোসেন লিখেছেন : Rose ধন্যবাদ Rose
২০
267171
২১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৩
মু নূরনবী লিখেছেন : দুইবার পড়েছি!
কি বোঝাতে চেয়েছেন..কি মেসেজ দিয়েছেন?

মডুরাও লটকিয়ে দিয়েছে!!!!!

একটি মেয়ে পালিয়ে গেল....আর আপনি তার বাবার দোষ দিলেন!

বাবা-মা আমাদের জন্য কত কষ্ট করেন...আপনিও তো একদিন বাবা হবেন..তখন বুঝবেন!

এমন একসিডেন্ট রোধ করা জরুরী..হয়ে গেলে সমাধানের পথে যাওয়া ভাল...তবে উতসাহিত করার কোন কারণ দেখি না।

ধন্যবাদ।
২১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
210952
কাজী লোকমান হোসেন লিখেছেন : ভচ প্রথমে আপনাকে ধন্যবাদ , এখানে মূলত একটি প্রেম শেষমেশ মেনে নেওয়া হয়েছে অনেক প্যারা অতিক্রম করার পর কিন্তু সেটা হয়েছে একটি পরিবার নিঃশেষের মধ্য দিয়ে , এটাকে হাইলাইট করা হয়েছে Good Luck Good Luck Good Luck Good Luck
২১
267180
২১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
সালমা লিখেছেন : প্রতিটি বাবা মায়ের দরকার সন্তানকে সঠিক শিক্ষা প্রধান করা,আর দরকার সমাজে নৈতিকশিক্ষা চালু করা.
২১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০২
210969
কাজী লোকমান হোসেন লিখেছেন : একমত Rose Rose ধন্যবাদ Rose Rose
২২
267223
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই ধরনের ঘটনা আশে পাশে এমনকি আত্মিয়দের মধ্যেও দেখেছি। অনেকে এই পোষ্টের বক্তব্য বুঝতে মনে হয় একটু ভুল করেছেন। যে পিতা তার মেয়েকে সঠিক ভাবে পর্দার শিক্ষা দেননি। তিনি আবার পিতৃত্বের দাবিতে তাকে দখল করতে চেয়েছেন। এর জন্য শুধু মেয়েটিকে দায়ি করা যায়না। এই ধরনের মানুষ দেখেছি অনেক যারা সন্তানকে মনে করেন নিজের সম্পদ। তার মানবিক সত্বা উপলব্ধি করেন না।
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪২
211044
কাজী লোকমান হোসেন লিখেছেন : সহমত Rose ধন্যবাদ Rose
২৩
267287
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৪৫
বৃত্তের বাইরে লিখেছেন : সন্তানের সুন্দর ভবিষ্যত মা বাবার চাইতে কেউ বেশি চাইতে পারে না এটাই স্বাভাবিক। যে বাবা মা তাদের জীবনের সব কিছুর বিনিময়ে একজন সন্তানকে মানুষ করেন সে বাবা মায়ের প্রতি আনুগত্য থাকা সব সন্তানের জন্য ফরজ হয়ে দাঁড়ায়। বিয়েটা অন্য কোন সমস্যা ছাড়া শুধু ধনী গরীবের বৈষম্য নিয়ে হলে সেখানে সমাজের সুশীদের এগিয়ে আসার প্রয়োজন পড়ত। কোন লম্পট ছেলের সাথে বাবা-মায়ের অবাধ্য মেয়ের বিয়ে ভদ্র সমাজের উদাহরণ হতে পারেনা। এ থেকে আজাদ এবং সুমীদের মত আরও যারা আছে তাদের শিক্ষা নেয়া উচিত। এই পরিবারের পরিণতির জন্য ছেলে মেয়ে যেমন দায়ী তেমনি তাদের বাবা-মাও দায়ী। বাবা মায়ের উচিত ছিল বিয়ের পর এতটা কঠোর না হয়ে বিয়ের আগে সচেতন হওয়া। ছেলেমেয়েদের সেভাবে গড়ে তোলা। ধন্যবাদ আপনাকে। সচেতন মূলক পোষ্টে অভিনন্দন Good Luck Rose
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৫২
211077
কাজী লোকমান হোসেন লিখেছেন : আপনাকেও অন্তরের অন্তঃস্থল থেকে মুবারক বাদ

Good Luck Good Luck ধন্যবাদ Good Luck Good Luck
২৪
267507
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১২
নজরুল ইসলাম টিপু লিখেছেন : এটাই বর্তমানে আমাদের সমাজের চিত্র হয়ে উঠেছে। অনেক ধন্যবাদ
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১৪
211283
কাজী লোকমান হোসেন লিখেছেন : Good Luck Good Luckস্বাগতম Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File