"আসছলাতু ইমাদুদ্‌দ্বীন।" নামাজ দ্বীন ইসলামের খুটি।

লিখেছেন লিখেছেন সাইলেন্ট কিলার ২১ জুন, ২০১৪, ০৮:০৭:২৫ রাত

আসসালামু আলাইকুম,

‪‎ফুটবল খেলা‬ ‎নিয়া দয়া করে একটু মনোযোগ দিয়ে পডবেন‬।

আমরা সবাই জানি একটা ফুটবল ম্যাচে সময় লাগে ৯০ মিনিট। এবং অতিরিক্ত সময় ৫/১০ মিনিট। সর্বোমট (৯০+১০)মিনিট= ১০০ মিনিট। তার মানে আমরা জানি ৬০ মিনিটে ১ ঘন্টা তাহলে একটা ম্যাচ এ সময় লাগে (৬০+৪০) মিনিট বা ১ ঘন্টা ৪০ মিনিট।আমরা অনেকে ২/৩ তা ম্যাচ ও দেখি একদিনে।

এখন দেখেন সারাদিন ৫ ওয়াক্ত নামাজ পডতে সময় লাগে ১ ঘন্টা ১৫ মিনিট।(ফজর১৫+যোহর১৫+আসর১৫+মাগরিব১০+ইশার ২০ )মিনিট সর্বোমট = ১ ঘন্টা ১৫ মিনিট বা ৭৫ মিনিট।আমরা অনেকেই এই ১ ঘন্টা ১৫ মিনিট সময় দিতে পারি না কিন্তু এখন একটা না যায়েয ম্যাচ এর জন্য ১ ঘন্টা ৪০ মিনিট নামাজ এর চেয়ে ও বেশী সময় দিচ্ছি .আমাদের এই সময়ের কি হিসাব হবে না ?

আল্লাহ তায়ালা প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নিবেন যা আমাদের দিয়েছেন। তখন কি জবাব দিবেন বলেন?

জিবনে তো কখনো আল্লাহ এর পবিত্র বাণী আল-কুরয়ান খুলে দেখেন নাই। রাসুল ( সঃ ) হাদিস এর কনো খবোর নাই। আবার অনেকে বিভিন্ন ব্যবসার কথা বলে ফজর ইশার নামাজ কাযা করেন ইচ্ছাক্রিত ভাবে কিন্তু ঠিক ই খেলার জন্য ভোর ৪ টার সময় উঠে খেলে দেখতেছেন বা দেখবেন।

রাসুল ( সঃ) বলেছেন:

"আসছলাতু ইমাদুদ্‌দ্বীন।"

অর্থঃ "নামাজ দ্বীন ইসলামের খুটি "

আহ! নামাজ পডলে মসজিদে ডুকলে মন্টা শান্তিতে ভরে যায় ঐ নামাজ বাদ দিয়ে না যায়েয খেলা দেখি???

লিখলে অনেক বড হয়ে যায় আমাদের হুশ থাকা উচিত।

ইয়া আল্লাহ . আল-হাদি আল-হাদি আল-হাদি

ইয়া আল্লাহ ইয়া রহমান আমাদের সঠিক পথে পরিচালিত করুন। ( আমিন )

বিষয়: বিবিধ

১২৪৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

237331
২১ জুন ২০১৪ রাত ১০:৪১
ছিঁচকে চোর লিখেছেন : ইয়া আল্লাহ ইয়া রহমান আমাদের সঠিক পথে পরিচালিত করুন। ( আমিন ) Praying
২২ জুন ২০১৪ রাত ০৩:৪৬
183911
সাইলেন্ট কিলার লিখেছেন : "নামাজ দ্বীন ইসলামের খুটি" ইয়া আল্লাহ ইয়া রহমান আমাদের সঠিক পথে পরিচালিত করুন। ( আমিন )
237405
২২ জুন ২০১৪ রাত ০৩:৪৩
সাইলেন্ট কিলার লিখেছেন : ( আমিন )......

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File