আমার বলার কিছুই ছিল না ...........!!

লিখেছেন লিখেছেন সাইলেন্ট কিলার ২১ জুন, ২০১৪, ০১:০৬:২৩ দুপুর

ভাঙা পুকুর পাড়ের অপয়া তাল গাছটি যেমন দাঁড়িয়ে আছে

কারো উপর কোন অভিযোগ ছাড়াই

এক তিল রাগ নেই, এক বিন্দু ক্ষোভ নেই

শুধু দিকবেদিক চেয়ে থাকা, কখন আওলা বাতাস এসে দিয়ে যাবে

এক চিলতে উষ্ণতা.........!

আমিও তেমনিডাকাটিয়ারটিডাকাতিয়ার অলস ধারে একলা

কিছুদিন আগেও এখানে পাখির কূজন ছিল

একটা বয়সী বটের ছায়া ছিল

ছিল কিছু সাদা কাশকন্যা.......!

এখন তার বুকের গভীরে আছে শুধু মরচে ধরা বালুকা

ফাটা এলোচুল আর অহর্নিশ দীর্ঘ চাবুক নিঃশ্বাস .........!

আমি কতো করে বললুম, কেঁদো না, আমি তো আছি

তোমার বুকের কাছাকাছি ...........!

কে শুনে কার কথা, তার স্বরে শুরু করে চিৎকার ........!

বলে আমায়, এক বিন্দু জল দাও ..........!!

বুকের ছাতি যায় যায়...........।!

আমি বললুম, মাটির মত হও, চাতকের মত হও

চেয়ে থাকো অষ্টপ্রহর

মুখরা বিষ কন্যার মত সে আমায় শুনিয়ে দিল,

তুমিও তো তোমার সখিনার জন্য প্রতিদিন বসে থাকো

বেলা নেই

অবেলা নেই

সে আদৌ ফিরেছে কি .........?

আমি লা - জওয়াব ..........!

আমার বলার কিছুই ছিল না.........!!

বিষয়: বিবিধ

১০৮২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239109
২৬ জুন ২০১৪ দুপুর ০৩:১৩
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : কবিতার উচ্চ মার্গের ভাষা মুই একডু কম বুঝি। তাই আমার বলার কিছুই নাই।
239324
২৭ জুন ২০১৪ সকাল ১১:১১
আবুনোভা লিখেছেন : গদ্য কবিতা! আমার মাথার উপ্রে দিয়া গেল।
239435
২৭ জুন ২০১৪ রাত ০৮:২২
আফরা লিখেছেন : আমি কিছুই বঝলাম না.......।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File