ফেরাউন কত লম্বা ছিলো????? আমরা যা জানি তা কি ঠিক????
লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ০২:৪৫:০৬ দুপুর
আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি ফেরাউন নাকি ৬০ হাত বা ৬০ ফিট ছিলো। অনেক বয়স্ক লোক বলতো নিল নদের পানি নাকি ফেরাউনের কোমর পর্যন্ত হত, এমন হাজারো কাহিনি। ২০০৪-২০০৫ সালের দিকে ছোটবেলা থেকে লালিত আমার বিশ্বাসে প্রথম ধাক্কা লাগে, যখন একজনের মোবাইল ভিডিওতে দেখলাম যে ফেরাউনের মমির উচ্চতা খুব বেশি নয়। প্রথমে জানা উচিত ফেরাউন কারো নাম নয়,এটা ১টি বংশের নাম। মুসা(আঃ) কে তাড়া করা ফারাউর নাম ২য় রামসিস বলে গবেষকরা বের করেছেন। কায়রোর তাহারির জাদুঘরে রাখা আছে তার মমিটা যার উচ্চতা মাত্র ৫ ফুট ৭ইঞ্চি(দেখুন http://en.wikipedia.org/wiki/Ramesses_II#Colossal_statue) । মানে আমাদের দেশের ১ জন সাধারণ মানুষের সমান। ইচ্ছা করলে ইউটিউব বা আপনার পরিচিত কারো মোবাইলে লাশের ভিডিও দেখে আমার কথাটি মিলিয়ে নিতে পারেন
তাইলে ৬০ ফিট বা ৬০ হাতের ভ্রান্ত ধারণাটি আসলো কোথায় থেকে???
সেটা আসলো এখান থেকে যে, উত্তর মিশরের ১টা জায়গার নাম আবু সিম্বল। এখানে রামসিস তার ৪টা মূর্তি বানান যার এক একটির উচ্চতা প্রায় ৬০ ফিট। হয়তো আমাদের দেশের কোন লোক অনেক আগে মিশর গিয়েছিলেন এবং মূর্তির উচ্চতা সম্পর্কে তার এলাকার মানুষদের বলছিলেন। হয় মানুষ তখন মূর্তির ব্যাপারটা বোঝেনি বা কথা বিকৃত হয়ে মূর্তি শব্দটি বাদ পড়ে গেছে। আর মানুষ কাল ক্রমে প্রচার শুরু করলো ফেরাউনের উচ্চতা ৬০ হাত বা ফিট। আর কিছু অসচেতন এবং অল্প জানা হুজুর- মাওলানা এই আগুনে ঘি ঢেলে আমাদের একটা ভুল তথ্য শিখালো .....................
বিষয়: বিবিধ
১১৫৬০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন