আমাদের ভাইদের স্মরণে ২৫শে ফেব্রুয়ারি সকলে বাম বাহুতে কালো ব্যাজ পরিধান করুন

লিখেছেন লিখেছেন মোঃ আরিফুর রহমান তুহিন ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ০২:৪০:০০ দুপুর

আসছে ২৫শে ফেব্রুয়ারি ...

আমাদের ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছিল দেশের মাটি।

নরপিশাচরা খুনের নেশায় মেতেছিল সেদিন।

মূল হোতারা, পাপিষ্ঠরা ধরাছোঁয়ার বাইরেই

রয়ে গেছে এযাবৎ ...

আমি অক্ষম - কিছুই করতে পারিনি তখন;

এখনও আমি অক্ষমই রয়ে গেছি। কিন্তু,

আমি না পারলেও আমার সন্তানেরা একদিন

আসল অপরাধীদের বিচার করবেই ইনশাআল্লাহ।

দেশপ্রেমিক ভাইবোনেরা,

আমাদের ভাইদের স্মরণে ২৫শে ফেব্রুয়ারি

সকলে কি বাম বাহুতে

কালো ব্যাজ পরিধান করা যায় না?

নিজে পরিধান করুন,

অন্যদেরও অনুরোধ করুন -

সবাই অন্তত এতটুকু তো করতেই পারি

দেশের জন্য, দেশের সূর্য সন্তানদের স্মরণে, তাই না?

বিষয়: বিবিধ

১৩৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File