স্কুলে প্রাইভেট বন্ধ করি, যানজট মুক্ত নগর গড়ি

লিখেছেন লিখেছেন মোঃ আরিফুর রহমান তুহিন ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১০:৩২:৫০ সকাল

সকাল সাতটা

কল্যাণপুর থেকে বাসে উঠলাম

যথারীতি শ্যামলী সিনেমার কাছাকাছি আসার পর ঢাকা শহর গাড়িতে পরিপূর্ণ হয়ে গেল

বহু মানুষ গাড়িতে উঠার জন্য দাঁড়িয়ে কিন্তু গাড়ি পাচ্ছেনা

অথচ রাস্তায় হাজার হাজার গাড়ি

সব গুলো প্রাইভেট

এক হিসেব মতে ঢাকার শহরে শুধু স্কুল ছাত্রদের আনা নেয়ার জন্য প্রতিদিন ১৫০০০ প্রাইভেট চলে

তারা যদি দুইবার আপ ডাউন করে তাহলে ৬০০০০ গাড়ি

ওথচ এদের প্রাইভেট কারে না নিয়ে স্কুল বাসেও নেয়া যেত

তাতে করে কোমলমতি শিশুদের খুব সকালে নাস্তা না খেয়ে জ্যামের ভয়ে স্কুলের দিকে যেতে হতনা অন্যদিকে ঢাকা শহর থেকে প্রায় প্রতিদিন গড়ে ৬০০০০-৭০০০০ গাড়ি কম চলত

আমরাও কিছুটা হলেও জ্যামের ভয়াল থেকে রক্ষা পেতাম

আসুন, জনসচেতনতা গড়ে তুলি

মুক্ত করি এই নগরিকে জ্যামের ভয়াল থাবা থেকে

আপনিও বাচুন আমরাও বাঁচি

বিষয়: বিবিধ

১০১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File