অশ্লীল নয়, প্রতিবাদের ভাষা হোক মাধুর্য

লিখেছেন লিখেছেন মোঃ আরিফুর রহমান তুহিন ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:৩৪:৩২ দুপুর

ব্লগের সাথে আমার পরিচয়টা খুব বেশীদিনের নয়

২০১৩ সাল থেকে

মুলত শাহবাগ কেন্দ্রিক গনজাগরন মঞ্চের আন্দোলনের পর থেকে

আসলে আমার যতটুকু ধারনা শাহবাগীরাই সাধারন মানুষের কাছে ব্লগ নামক যে একটা কিছু আছে সেটা চিনিয়েছেন

এর আগে শুধু এক শ্রেনীর মানুষের কাছে ব্লগ বিষয়টা পরিচিত ছিল

যাই হোক, ব্লগে সাধারনত তিন শ্রেণীর মানুষ দেখা যায়

একদল আস্তিক, এক দল নাস্তিক, আর আরেক দল মজা লয়

যারা মজা লয় তাদের মজা নিতে দেয়া ই ভাল

বিনা পয়সায় মজা দিতে পারলে খারাপ কিসে

যারা নাস্তিক তাদের ব্যাপারে যেটা বলব সেটা হল কয়লা আপনি যতই পরিস্কার করুন না কেন ময়লা কভু ফুরাবে না

তাদের অন্তরে ময়লা জমে গেছে

তারা বধির, তারা কানা, তাদের দিল মরে গেছে, তারা এক প্রকার ব্যাধিতে ভুগতিছেন

আল্লাহ তাদের ব্যাধি আরো বৃদ্ধি করে দিবেন

কথা হইল আমরা যারা আস্তিক অর্থাৎ ধর্মকে বিশ্বাস করি, এক আল্লাহকে বিশ্বাস করি চাই সে হিন্দু, মুসলিম বা খৃস্টান যা ই হোক আমরা যখন নাস্তিকের যুক্তির জবাব দেই তখন কিছু ভাই খুব উত্তেজিত হয়ে যাই

আবার কিছু ভাই আবেগ সামলাতে না পেরে গালিগালাজ ও করি

গালিগালাজের পরিমানটা এমন অশ্লিল ভাবে চলে যায় যে কে আস্তিক আর কে আস্তিক বুঝা বড় দায়

প্রিয় ভাইয়েরা

কারো কথার জবাব দিতে হলে আপনাকে উত্তেজিত হতে হবে এমনটা কিন্তু না

বরং আপনি সুন্দর ভাবে যুক্তি দিয়ে কোমল ভাষায় যদি উত্তর দেন তাহলে ওই নাস্তিক কিংবা আপনার বিপক্ষে অবস্থানকারী আপনার ধারা প্রভাবিত হলেও হতে পারে

আর যদি আপনি খারাপ ভাষায় কথা বলেন সে আপনার দ্বারা প্রভাবিত হওয়া তো দুরের কথা আরো আপনার সাথে জেতার জন্য যতটুকু নিছে নামার নামবে

সুতরাং প্রিয় ভাইয়েরা

ওরা যত খারাপ ভাষায়ই কথা বলুক না কেন আপনি ধৈর্য সহকারে কোমল ভাষায় জবাব দিবেন

যদি কোন প্রশ্নের জবাব আপনার জানা না থাকে তবে সময় নিয়ে জবাব দিবেন

ভাল থাকবেন

আল্লাহ হাফেজ

আসসালামু আলাইকুম

বিষয়: বিবিধ

১২৪২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359727
১৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৫০
শেখের পোলা লিখেছেন : কথাতো সঠিক৷ কিন্তু অনেকে অনেক সময় বেশী বিরোক্তি ফীল করে তাই মাথা গরম হয়ে গরম কথা বার হতে থাকে৷ ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File