আমাদের দেশে ২টা মজার জিনিস খেয়াল করেছি..................

লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ০৬ জানুয়ারি, ২০১৬, ০৪:১৫:৫৯ বিকাল

১. হাদিসে নিয়ত করার কথা থাকলেও আমরা নামাজে নিয়ত মুখে পড়ি.....হাহাহা.......

মনে মনে নিয়ত করবো, তা না করে পড়ি!!! ধরেন আমি ঢাকা থেকে বাড়িতে যাইতে চাই। এখন আমি বাড়িতে যাওয়ার জন্য মন স্থির করে সাইদাবাদ যাবো নাকি আগে মুখে বলে নিবো আমি বাসা থেকে বের হইয়া লোকাল বাসে উঠিবো উহা আমাকে সাইদাবাদ নামাইয়া দিবে........................

২. খুৎবা( বক্তিতা) দেওয়ার কথা থাকলেও আমরা বই দেখে দেখে বক্তিতা পড়ি। আজব!!!! নবি(সঃ) কখনো দেখে দেখে বক্তিতা পড়ছে বলে কোন হাদিস আছে বলে আমি জানি না। আরো আজব ব্যাপার হচ্ছে ইমাম সাহেব বক্তিতা দিচ্ছে আর শ্রোতারা কিছুই বুঝতেছেনা!!!!

ধরেন ব্যাপারটা এমন যে শেখ মুজিবের মত না দেখে জ্বালাময়ী বক্তিতার বদলে খালেদা জিয়ার মত আস্তে আস্তে বক্তিতা পড়া হচ্ছে। হাআহাহাহা

আরো মজার ব্যাপার হচ্ছে খালেদা জিয়া কি বলছে সামনে বসা তার নেতা কর্মিরা কিছুই বুঝতেছেনা হাহহাহাহাহ চিন্তা করেন ব্যাপারটা!!!!

বিঃদ্রঃ এখানে বাস্তব চিত্র বুঝানোর জন্য রাজনিতিক উদাহারন দেওয়া হল। বলদের মত এটা নিয়া কমেন্টে ফতোয়া না দিলে খুশি হব...............

বিষয়: বিবিধ

১২৩৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356315
০৬ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:১৯
হতভাগা লিখেছেন : লিখা দেখে দেখে পড়ে বক্তৃতা দিলে কথাবার্তা কন্ট্রোলে থাকে । বাংলাদেশের জন্য এটা খুবই দরকারী ।
356319
০৬ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:২১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
356324
০৬ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শ্রিঘ্রই দেশে সরকার নির্দেশিত খুতবা দেওয়া হবে!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File