বাংলাদেশের ইতিহাসে সফল এবং সৎ মন্ত্রী যাকে বিশ্বের শীর্ষ ৫০ ইসলামী ব্যক্তিত্বের একজন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে তাকেই ফাঁসি দেওয়া হবে..।
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৬ জানুয়ারি, ২০১৬, ০৪:৩৫:৫৭ বিকাল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে। যিনি বাংলাদেশের ইতিহাসে সফল এবং সৎ মন্ত্রী যার বিরুদ্ধে একটি ও দুর্নীতির অভিযোগ নেই।
তার বিরুদ্ধে অভিযোগ তিনি যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরুধী আসলেকি তাই..? যিনি সারা জীবন মানবতার কল্যানের জন্যই কাজ করেছেন তিনিই হয়েগেলেন মানবতার বিরুধী।
তিনি এমন একজন ব্যক্তি-যাকে বিশ্বের শীর্ষ ৫০ ইসলামী ব্যক্তিত্বের একজন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি এমন একজন ব্যক্তি যাকে ট্রাইবুনালও তার রায়ে (৪১৪ নং প্যারায়) সজ্জন ও ইসলামিক স্কলার হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে।
তিনি এমন একজন ব্যক্তি যিনি জনতার রায়ে দুই দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তিনি এমন একজন ব্যক্তি যিনি একজন আলেম হওয়ার পাশাপাশি অত্যন্ত সফলতার সাথে কৃষি ও শিল্পের মত দুটি বড় মন্ত্রনালয় সফলতার সাথে চালিয়েছেন।
তিনি এমন একজন ব্যক্তি যার বিরুদ্ধে ১৯৭১ সালের কোন অপরাধ প্রসংগে আজ অবধি বাংলাদেশের কোন থানায় কোন মামলা হয়নি।
তার বিরুদ্ধে এই অন্যায় আচরন করে জাতি হিসেবে আমরা ছোট হয়েছি। এরকম সুর্য সন্তান যাদেরকে মাথার মুকুট হিসেবে রাখার কথা, তাদেরকে ফাঁসিকক্ষে রেখে আমরা কিভাবে শান্তিতে ঘুমাবো??
হে আল্লাহ আমাদের মাফ করে দিন। এ্ই জুলুম আর অবিচারের অবসান ঘটান। আমাদেরকে এই আলেম ও জাতির শ্রেষ্ঠ মানুষগুলোকে সঠিকভাবে মুল্যায়ন করার তাওফিক দিন। আমীন
বিষয়: বিবিধ
১৪৮৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মনে হয় ২৬ শে মার্চের আগেই জামায়াতকে অলআউট করবে ।
হাসুবু সেই পরগাছাই উপড়ানোর কাজ হাতে নিয়েছেন ।
আপনার আর্গুমেন্ট সমুহ শয়তানের কাছে মূল্যহীন।
ব্যক্তিগতভাবে ফাসীতে ঝুলে ওনারা হয়তো ফুলসিরাত পাড়ি দিয়ে বেহস্তে যাবেন। কিন্তু সাধারন মুসলমান - যারা নিরাপরাধ মুসলমানকে অন্যায় হত্যা হতে বাচাতে ব্যার্থ হল - দুনিয়াবী গা বাচনো কৌশলের আশ্রয়ে - তাদের কি উত্তর হবে কাল আখেরাতের ময়দানে?
মন্তব্য করতে লগইন করুন