বাংলাদেশের ইতিহাসে সফল এবং সৎ মন্ত্রী যাকে বিশ্বের শীর্ষ ৫০ ইসলামী ব্যক্তিত্বের একজন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে তাকেই ফাঁসি দেওয়া হবে..।

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৬ জানুয়ারি, ২০১৬, ০৪:৩৫:৫৭ বিকাল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে। যিনি বাংলাদেশের ইতিহাসে সফল এবং সৎ মন্ত্রী যার বিরুদ্ধে একটি ও দুর্নীতির অভিযোগ নেই।

তার বিরুদ্ধে অভিযোগ তিনি যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরুধী আসলেকি তাই..? যিনি সারা জীবন মানবতার কল্যানের জন্যই কাজ করেছেন তিনিই হয়েগেলেন মানবতার বিরুধী।

তিনি এমন একজন ব্যক্তি-যাকে বিশ্বের শীর্ষ ৫০ ইসলামী ব্যক্তিত্বের একজন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি এমন একজন ব্যক্তি যাকে ট্রাইবুনালও তার রায়ে (৪১৪ নং প্যারায়) সজ্জন ও ইসলামিক স্কলার হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে।

তিনি এমন একজন ব্যক্তি যিনি জনতার রায়ে দুই দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি এমন একজন ব্যক্তি যিনি একজন আলেম হওয়ার পাশাপাশি অত্যন্ত সফলতার সাথে কৃষি ও শিল্পের মত দুটি বড় মন্ত্রনালয় সফলতার সাথে চালিয়েছেন।

তিনি এমন একজন ব্যক্তি যার বিরুদ্ধে ১৯৭১ সালের কোন অপরাধ প্রসংগে আজ অবধি বাংলাদেশের কোন থানায় কোন মামলা হয়নি।

তার বিরুদ্ধে এই অন্যায় আচরন করে জাতি হিসেবে আমরা ছোট হয়েছি। এরকম সুর্য সন্তান যাদেরকে মাথার মুকুট হিসেবে রাখার কথা, তাদেরকে ফাঁসিকক্ষে রেখে আমরা কিভাবে শান্তিতে ঘুমাবো??

হে আল্লাহ আমাদের মাফ করে দিন। এ্ই জুলুম আর অবিচারের অবসান ঘটান। আমাদেরকে এই আলেম ও জাতির শ্রেষ্ঠ মানুষগুলোকে সঠিকভাবে মুল্যায়ন করার তাওফিক দিন। আমীন

বিষয়: বিবিধ

১৪৮৯ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356313
০৬ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:১৫
হতভাগা লিখেছেন : হাসুবুর মারাত্মক বোলিং এটাকে জামায়াত-শিবিরের ব্যাটিং লাইন ধ্বসে গেছে ।

মনে হয় ২৬ শে মার্চের আগেই জামায়াতকে অলআউট করবে ।
০৬ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:২৫
295835
কুয়েত থেকে লিখেছেন : ভাই আপনার হাসুবুর কোন সিখড় বাংলাদেশের মাটিতে নেই, আর যাদের কথা বলছেন তাদের সিখড় মাটির পরতে পরতে এবং বাংলার প্রতি ইন্চি মাটির সাথেই ওফাদারী করেইে যাচ্ছে তারা। আপনাকে ধন্যবাদ
০৭ জানুয়ারি ২০১৬ সকাল ০৮:৪৯
295893
হতভাগা লিখেছেন : যাদের কথা আপনি বলছেন তারা এ অন্চলের হয়েও এ অন্চলের মানুষদের সাথে চরম বেইমানী করেছে । ওদের শিকড়ের দৌড় জানা আছে , একা একা চললে ২/৩ টা সিট আর বিএনপির সাথে চললে ১৮/২০ টা সিট। পরগাছার মতই এরা চলে আসছে।

হাসুবু সেই পরগাছাই উপড়ানোর কাজ হাতে নিয়েছেন ।
০৭ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:৩৬
295904
কুয়েত থেকে লিখেছেন : আপনার হাসুবু সহ আম্লীগ ও তাদের দালালরা শুরু থেকেই ছাচ্ছিল জামায়াত শিবির প্রতিশোধ নিতে মাঠে নামুক যাতে করে তাদের প্রচার করতে যেন সুবিধা হয় ওরা জংগি। বাংলাদেশে অন্যরা রাজনীতি করে ভাড়াটি গুন্ডা ও দালালদের দিয়ে জমায়াত রাজনীতি করে নিজেদের জনশক্তি দিয়ে পার্থ্যক্য এখানেই। একটা কথা মনে রাখবেন মুনাফিকদের শত্রু নেই আপনাকে ধন্যবাদ
356316
০৬ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:২০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
০৬ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:২৬
295836
কুয়েত থেকে লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভালো থাকুন
356321
০৬ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:২৪
কুয়েত থেকে লিখেছেন : ভাই আপনার হাসুবুর কোন সিখড় বাংলাদেশের মাটিতে নেই, আর যাদের কথা বলছেন তাদের সিখড় মাটির পরতে পরতে এবং বাংলার প্রতি ইন্চি মাটির সাথেই ওফাদারী করেইে যাচ্ছে তারা। আপনাকে ধন্যবাদ
356358
০৭ জানুয়ারি ২০১৬ রাত ১২:২৮
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম।

আপনার আর্গুমেন্ট সমুহ শয়তানের কাছে মূল্যহীন।

ব্যক্তিগতভাবে ফাসীতে ঝুলে ওনারা হয়তো ফুলসিরাত পাড়ি দিয়ে বেহস্তে যাবেন। কিন্তু সাধারন মুসলমান - যারা নিরাপরাধ মুসলমানকে অন্যায় হত্যা হতে বাচাতে ব্যার্থ হল - দুনিয়াবী গা বাচনো কৌশলের আশ্রয়ে - তাদের কি উত্তর হবে কাল আখেরাতের ময়দানে?
০৭ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:৪৮
295905
কুয়েত থেকে লিখেছেন : ওয়ালাইকুমু আচ্ছালাম, ভাই প্রত্যেকেই প্রত্বেকের কর্মফল পরকালেই পাবে আল্লাহর দ্বীন প্রতিষ্টার জন্য চেষ্টা করা প্রতিটি মুমিনের উপরই পরজ। আল্লাহ বলেন দুনিয়ার জীবনের সুখ সুবিধাকে যারা আখেরাতের জন্য বিক্রি করে দিতে পারে এক মাত্র তারাই আল্লাহর পথে সংগ্রাম করার যোগ্য আর আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে যারা নিহত হয় অথবা যারা বিজয় হয় উভয়ের জন্যই রয়েছে বিরাট সাফল্য।(সুরা নিসা)আপনাকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File