মুক্তিযুদ্ধের ইতিহাসের নামে গাঁজা চাষ করতে গিয়ে যেভাবে ধরা খেল বিচ্ছু জালাল
লিখেছেন লিখেছেন জেমস বন্ড ০৬ জানুয়ারি, ২০১৬, ০৫:১৪:৪২ বিকাল
মাওলানা নিজামীর রায়ের পর একান্ত সাক্ষাৎকারে মুক্তিযোদ্ধা বিচ্ছু জালাল বুধবার প্রথম আলোকে বলেন,
‘অস্ত্র ও গ্রেনেডের খবর পেতে আমার বুড়ো আঙুল কেটে দিয়েছিল মতিউর রহমান নিজামী। আমার চোখের সামনে গেরিলা যোদ্ধা বদি, রুমি, জুয়েল, আজাদ ও সুরকার আলতাফ মাহমুদকে নির্যাতন করেন নিজামী, মুজাহিদ ও ক্যাপ্টেন কাইয়ুম।
প্রথম আলোর খবরের লিঙ্ক: http://goo.gl/aFVvX2
কিন্তু বিচ্ছু জালাল নামক মিথাবাদী এই ভুয়া মুক্তিযুদ্বার এই রকম মিথ্যা গল্প গতবছর ৭১ টিভি ফাস করে দিয়েছিলো। একাত্তর টিভির খবরে জানা যায় রাজাকারেরা নয় , নির্যাতনের ভয়ে বীরপ্রতিক আব্দুস সামাদ আলতাফ মাহমুদকে পাকিস্তানীদের হাতে ধরিয়ে দেয়। ভিডিওটি দেখলেই বুঝবেন বিচ্ছু জালাল কি রকম মিথ্যা আজগুবি কাহিনী বানিয়েছে।
ভিডিওটি ফেসবুকে ও দেখতে পারেন এই লিঙ্কে গিয়ে : https://goo.gl/lzK4E0
এই নিয়ে আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ ও আরেক চেতনাজীবী মুক্তিযুদ্বা জমির চাচা ওরফে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর বউ শিমুল ইউসুফ ফেসবুকে স্টাটাস দিয়ে আবার ডিলেট করে দিয়েছিলেন , যাতে নিজেদের এতদিনের নিজেদের মিথ্যা ইতিহাস ফাস না হয়ে যায়।
আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদের স্টাটাস এর স্ক্রীন শট
ডিলেট করে দেওয়া শিমুল ইউসুফের স্টাটাসটি ছিলো এই রকম :
'বীর প্রতীক' আব্দুস সামাদ কে আজ ৭১ টেলিভিশনে দ্যাখানো হল এবং আমরা তার বীরত্বগাথা শুনলাম। এই সেই আব্দুস সামাদ যে আলতাফ ভাই, রুমি, জুয়েল, হাফিজ, আজাদ, বদি ও বাকের সহ ৩২ জন মুক্তিযোদ্ধা কে পাকবাহিনী সাথে বাড়ি বাড়ি যেয়ে ধরিয়ে দিয়েছিল। পরবর্তীকালে ১৬ ই ডিসেম্বর রাজসাক্ষী হয়ে এই সামাদ মুক্তি পায়। আমার নিজের চোখে দেখা, পাকবাহিনীর কাছে আলতাফ ভাইকে এই সামাদের চিনিয়ে দেয়ার দৃশ্য। যে টেলিভিশনের নাম ৭১ - যে ১৯৭১ কে বুকে ধারণ করে আমাদের বেড়ে ওঠা - সেই টেলিভিশনে এই দৃশ্য আমাকে কোনদিন দেখতে হবে তা আমি স্বপ্নেও ভাবিনি। হয় এই টেলিভিশনের নাম পাল্টে বেঈমান টেলিভিশন রাখা হোক আর না হয় এর কতৃপক্ষ কে... থাক আর লিখতে পারছিনা।
-শিমুল ইউসুফ
স্টাটাসটি ফেসবুকে শেয়ার করেছিলেন হাজী রফিক নামের একজন। স্টাটাস লিঙ্ক : https://goo.gl/3iln1Y
শিমুল ইউসুফের স্টাটাসের স্ক্রীন শট
এই নিয়ে শিমুল ইউসুফ ও শাওন মাহমুদের স্টাটাসের স্ক্রীন শট সহ RTNN এর নিউজ দেখুন : http://goo.gl/TfHUSY
এই নিয়ে বাংলা মেইলের নিউজ দেখুন: http://goo.gl/Ebqy9W
এই বিচ্ছু জালালের সাক্ষীর মাধ্যমে জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাসির রায় হয়েছে। এবার চিন্তা করুন , বিচ্ছু জালালদের এই রকম মিথ্যা আবেগময়ী সাক্ষ্যের মাধ্যমে কিভাবে বিচারের নামে প্রহসন হচ্ছে ।
বিষয়: বিবিধ
২০৪৪০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহ খায়ের
মন্তব্য করতে লগইন করুন