কেন আমাদের দেশের সব আইনজীবী কালো গাউন পরে?

লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ২৩ সেপ্টেম্বর, ২০১৪, ১২:২৫:৩৭ দুপুর

কেন আমাদের দেশের সব আইনজীবী কালো গাউন পরে??? কেন তারা অন্য রঙের ড্রেস পরে না????

কোথায় থেকে আসলো এই নিয়ম???

এই নিয়ম প্রথম শুরু ১৬৮৫ সালের ইংল্যান্ডে । সে বছর মারা যায় ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস। তার মৃত্যুতে শোক প্রকাশের জন্য সব আইনজীবী কালো গ্রাউন পরে আসে। এই শোক প্রকাশ চলে অনেক দিনব্যাপি । পর্যায়ক্রমে অনেকেই এটা নিয়মিত পরে আসতে থাকে। একথা সত্য এই কালো গ্রাউন আইনজীবীদের আলাদা ১টা পরিচয় বহন করে।

ব্রিটিশরা যেহেতু আমাদের শাসন করেছে তাই তাদের অনুসরণে এটা উপমহাদেশের আইনজীবীরাও কাল গাউন পরতে থাকে। ১৯৬১ সালে ভারত সরকার আইন করে সব আইনজীবীদের কালো গাউন পরা বাধ্যতামূলক করে দেন। ইংল্যান্ডের আইনজীবীদের অনুসরণে আমাদের দেশের আইনজীবীরাও কাল গাউন পরে থাকে। তবে অনেক দেশেই আইনজীবীরা অন্য কালারের ড্রেস পরে...............

বিষয়: বিবিধ

১৪২৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267818
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪১
কাহাফ লিখেছেন :
জানা ছিল না বিষয় টা, আজ জানলাম।
উপস্হাপনার জন্যে অনেক ধন্যবাদ ......। Good Luck
267931
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১১
ভোলার পোলা লিখেছেন : জানলাম। ধইন্যবাদ
267971
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
কিন্তু আমাদের দেশের আবহাওয়াতে এই কালো গাউ্ন আর বিচারক দের উইগ কতটা উপযুক্ত সেটা এখনও কেউ বিবেচনা করে নাই।
268260
২৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৭
ইবনে আহমাদ লিখেছেন : আমরা স্বাধীন হয়েছি।কিন্তু মানসিক দিক থেকে গোলামই রয়েছি।আপনাকে ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File