তখনও খুব কষ্ট লাগে কষ্ট হয়!!!
লিখেছেন লিখেছেন সাইফুল সাইমুম০১ ২৩ সেপ্টেম্বর, ২০১৪, ১২:২৯:৪২ দুপুর
মা যখন পান্তা ভাত না খেয়ে, খালি পাতিলে হাত বুলিয়ে বলে,
বাবা আমার খাওয়া হয়ে গেছে, তখনও খুব কষ্ট লাগে কষ্ট হয়!!!
কঠোর পরিশ্রম ক্লান্ত বাবা এসে, গায়ে জড়ানো রুমাল বিছিয়ে
হাস্য উজ্জলতায় চাউল ঢালে, তখনও খুব কষ্ট লাগে কষ্ট হয়!!!
ঘর ফুঁটো ছিটকে দিয়ে ,কুকুর বিড়ালের আসা-যাওয়া দেখতে হয়
ছালছিদ্র দিয়ে বৃষ্টিফোঁটা পড়ে, তখনও খুব কষ্ট লাগে কষ্ট হয়!!!
বদলে যাওয়া শোল্গান নিয়ে, রক্তের স্রোতদ্বারা বয়ে দিয়ে
দেশ ও স্বজাতি বদলে যায়, তখনও খুব কষ্ট লাগে কষ্ট হয়!!!
ছেলে বিদেশে পাঠিয়ে, সে ঘর ইট-পাথরে মোজাইক করে
বধূ যখন মা’র আসনে, তখনও খুব কষ্ট লাগে কষ্ট হয়!!!
আজ বিকৃত নামে মা'কে ডাকে, বাবাও যেন পড়ে আছে কোন ফাঁকে
নিজ স্বাধীনতা – স্ব-অধিকারের কথা বলে, তখনও খুব কষ্ট লাগে কষ্ট হয়!!!
সেও বাবা হয়েছে, সন্তানের প্রীতি, প্রিয়তমা'র সাথে থাকে শেষ তাই
ভাই-বোন আজ বিষম যেন যা ইচ্ছে তা, তখনও খুব কষ্ট লাগে কষ্ট হয়!!!
অশান্তি যেন গিরে রেখেছে ,পুরো স্বপ্নীল পৃথিবী, সে যেন তাঁর ছিঁড়া পুরোনো গিটার
আর সুঁই-সুতোয় বুনোন স্বপ্ন, যখন ছিঁড়ে ছিঁড়ে যায়, তখনও খুব কষ্ট লাগে কষ্ট হয়!!!
বিকৃত নাম ডেকে মনের খেদ মিটায়, যে আদর-সোহাগ ছিল তা খড়-কুটায়
কেউ কাউকে বুঝতে চায় না, বাঁচার আশায়, তখনও খুব কষ্ট লাগে কষ্ট হয়!!!
মাসুম চেহরায় নিয়ে অভিনয়ত্বের মস্তক, কি লোভে কোথায় গিয়ে ঠেকায়
জাতী-বিজাতী, দেশী-স্বদেশী পড়ে থাকে নির্ভিকার, তখনও খুব কষ্ট লাগে কষ্ট হয়!!!
ভুলে-বোলে অনেক ভুল হয়ে যায়, রক্তাক্ত মায়ের সেই জরায়ু ছেঁদন
কষ্টের এক সেকেন্ড কি অনুভবে বোঝা যায়, তখনও খুব কষ্ট লাগে কষ্ট হয়!!!
বৃদ্ধাশ্রম যেন রহস্যময় এক নগর, কাহিনী আর গল্প গানের অশ্রু
(কেন যে তাকে পেটে ধরে ছিলাম?) বাক্যের সন্নিবেশ, তখনও খুব কষ্ট লাগে কষ্ট হয়!!!
বাবা অনেক বড় হও যেন আকাশ চুঁতে পারিস্, তুই একদিন বাবা হবি, মেয়ে মা হবি
কষ্টের সে দিন গুলোতে অন্তত আমাকে মনে রাখিস্, তখনও খুব কষ্ট লাগে কষ্ট হয়!!!
চারিদিকে দিচ্ছে যেন ইস্রাফিলের সিংগার ফুৎকার, গাজা-মিশর,সিরিয়া-আফগান, আমার বাংলাদেশ
স্ব-জাতি মুসলিম,স্ব-পরিবার রক্তাক্ত মৃত বিছানায়, তখনও খুব কষ্ট লাগে কষ্ট হয়!!!
তখনও কিন্তু আমার মত না-লায়েক ! করে যাচ্ছি আপন ঘরে যুদ্ধ-বিদ্রোহ
স্বাধীকারের প্রলোভনে, আধুনিকতায়, তখনও খুব কষ্ট লাগে কষ্ট হয়!!!
যুগের মুয়াজ্বীন আজান দিয়ে যায় মধুর সুরে, পৃথিবীর প্রতিটি প্রান্ত -প্রতিটি মিনার হতে
বিছানা ছেড়ে শামিল হতে পারিনি আজো সেই জামাতে, তখনও খুব কষ্ট লাগে কষ্ট হয়!!!
অট্টলিকা এই ধন রবে না, বোঝে না যে কোন মন
সবে বলে তুমি বুঝিছো বাপু, না হয় নাই বা উপদেশ দিলে
আমরা সাচ্চা আছি সাচ্ছা রব ,মিথ্যা আর গুজব নয় বটে,
কাউকে দিও না কিছু, নিজে কিছু পাবার আশায়,
নিজেরে বিলাও তব এই তো বড় দান
খোঁটা দিয়ে ছোট করা নয় তো অবদান,
যা কিছু পাও নি তুমি, তা তো তোমার ছিল না কোনদিন
অযথা টেনশন করে কি ভেবেছা -হায়! হায়! রাতদিন
যা আছে তা নিয়ে বেশ থাকো, সুখে রবে চিরদিন,
কঠিন হিসেবের সে দিন, রবে'র সেই সমুখে আমরা সবে
আপন কিচ্ছা আপনিই কবে আছি কেন সবে তা ভুলে
কে সৎ? কে অসৎ? যে বা যখন কটুকথা বলিয়াছে কবে,
সকলের ত্বরে উপদেশ নহে বটে নিজেও যে আছি তার ভিতর শামিল
কবর স্বংকীর্নতায় মনের আধাঁর আলোকিত হউক, হোক সব ‘জামিল’
আবার শুরু হোক, সেথায় সবুজের ঘাসে, উডন্ত বক-পাঁয়রার মিছিল,
হাহাকার,নিপিড়ন মজলুম মানবতার ক্রন্দনরোল ধ্বনিত না হউক আল্লার এই জমিনে
শান্তির সু-বাতাস বহে যাক প্রতিটি ঘরে ঘরে, জনপদ নিরাশ্রয় বিরামহীন এই নিখিল
থেমে যাক অশান্তির এই কালো ঘোড়ার দল ছুট, দ্বার খুলুক নতুন দিগন্তের আবাবিল।
বিষয়: সাহিত্য
১১৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন