আমার কোন কর্ম নাই
লিখেছেন লিখেছেন সাইফুল সাইমুম০১ ২৩ অক্টোবর, ২০১৪, ১২:২৫:০১ দুপুর
আমি আপন দেশে পাইনি ঠাঁই
পরবাসে দিন কাটায়।
যা ইচ্ছে তা করতে নাই
পর অধিনে বাঁধা পায়।
দেশটা হলো স্বাধীন ভাই
আমার কোন কর্ম নাই।
কি অপরাধ করছি হায়
দেশের মায়ায় কাঁদছি তাই।
স্বপ্ন সুখের আশা নিয়ে
বাঁচতে আমি চাই।
দেশের ছেলে দেশে এবার
ফিরে আসতে চাই।
দেশকে নিয়ে লিখতে বসি
গল্প গানের কবিতা।
হৃদয় দিয়ে আঁকতে যায়
মায়ের ছবির মমতা।
আর যাব না পর দেশে
এই করেছি পণ যে ভাই।
মরতে হলে মরব আপন দেশে
রাগ করিস্ নি ভাই।
বিষয়: বিবিধ
১২২৫ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন