সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী নিহত
লিখেছেন লিখেছেন ফখরুল ২৩ অক্টোবর, ২০১৪, ১২:৪১:১০ দুপুর
সৌদি আরবের মক্কার জাবালে নূর এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশীসহ সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ছয়টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচ বাংলাদেশীই কক্সবাজার জেলার বাসিন্দা। নিহতরা হলেন— কক্সবাজার সদরের ফরিদুল আলম (৪৫), কক্সবাজারের জালালাবাদের মো. আলম (৩৬), কক্সবাজার সদর ঈদগাহের মো. আইয়ুব (৩০), কক্সবাজার সদরের মনসুর আলম (৩০) ও কক্সবাজার সদর ঈদগাহের মো. ফরিদুল আলম (২৫)। নিহত বাকি দুইজন সৌদি আরবের নাগরিক।
নিহত পাঁচ বাংলাদেশীর মধ্যে মো. ফরিদুল আলম ছাড়া বাকি চারজনের কাছে আকামা ছিল।
দুর্ঘটনায় আহতরা হলেন- কক্সবাজারের নাইক্ষ্যংদিয়া বাহারছড়া এলাকার ফজল করিমের ছেলে মোহাম্মদ ইসলাম ও নুরুল আজিমের ছেলে জয়নাল (গাড়ির হেলপার)। জয়নালের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আলতাফ হোসেন ঘটনার পর মক্কায় পৌঁছেছেন। ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, ‘পাঁচজনের লাশ কিং ফয়সাল হাসপাতালের হিমঘরে রাখা আছে। যতদ্রুত সম্ভব লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।’
তিনি আরও জানান, নিহতরা সবাই সকালে ছোট মাইক্রোবাসযোগে কাজে যাচ্ছিলেন। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার রেলিং ভেঙে ফুটপাতে উঠে যায় এবং দুইজন সৌদি নাগরিককে চাপা দেয়। এতে দুজন সৌদি নাগরিক ও পাঁচ বাংলাদেশী ঘটনাস্থলেই নিহত হন। আহত দুইজনকে নূর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়: আন্তর্জাতিক
১২৭২ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিহতদের জন্যে শহিদী মর্যাদা এবং আহত জনদের দ্রুত পরিপুর্ণ সুস্হ্যতার দরখাস্ত মহান রবের দরবারে!
শুধু বিরোধিতা করার জন্য সমালোচনা না করে মানবতার জন্য সমালোচনা করুন। সংস্কারের জন্য সমালোচনা করুন।
আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ।
কিন্তু আমার কথা হছ্ছে এই করুন দুর্ঘটনায় রাষ্ট্রের চ্যারেটি কোথায়। সৌদি আরব তো যে সে দেশ না। সর্বশ্রেষ্ঠ! সত্য! বিধান কোরাণের আলোয় আলোকিত সেই দেশ। যেখানে কোরাণের আইন প্রয়োগ করে বাংলাদেশী শ্রমিক'দের কল্লা কাটা হয়। তো, এই গরিব মানুষ গুলোর জন্য আল্লার আইনের আওয়াত নিহতের পরিবারকে কী কী বেনিফিট দেয়া হবে সে বিষয়টি জানতে চেয়েছিলাম। তা না হলে কাফের, মুসরিক, ইহুদী, নাসারা..... দের বিপরিতে ইসলামের কোরাণের বাহাদুরী চুপসে যাবে না??
মন্তব্য করতে লগইন করুন