সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী নিহত

লিখেছেন লিখেছেন ফখরুল ২৩ অক্টোবর, ২০১৪, ১২:৪১:১০ দুপুর



সৌদি আরবের মক্কার জাবালে নূর এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশীসহ সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ছয়টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচ বাংলাদেশীই কক্সবাজার জেলার বাসিন্দা। নিহতরা হলেন— কক্সবাজার সদরের ফরিদুল আলম (৪৫), কক্সবাজারের জালালাবাদের মো. আলম (৩৬), কক্সবাজার সদর ঈদগাহের মো. আইয়ুব (৩০), কক্সবাজার সদরের মনসুর আলম (৩০) ও কক্সবাজার সদর ঈদগাহের মো. ফরিদুল আলম (২৫)। নিহত বাকি দুইজন সৌদি আরবের নাগরিক।

নিহত পাঁচ বাংলাদেশীর মধ্যে মো. ফরিদুল আলম ছাড়া বাকি চারজনের কাছে আকামা ছিল।



দুর্ঘটনায় আহতরা হলেন- কক্সবাজারের নাইক্ষ্যংদিয়া বাহারছড়া এলাকার ফজল করিমের ছেলে মোহাম্মদ ইসলাম ও নুরুল আজিমের ছেলে জয়নাল (গাড়ির হেলপার)। জয়নালের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আলতাফ হোসেন ঘটনার পর মক্কায় পৌঁছেছেন। ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, ‘পাঁচজনের লাশ কিং ফয়সাল হাসপাতালের হিমঘরে রাখা আছে। যতদ্রুত সম্ভব লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।’

তিনি আরও জানান, নিহতরা সবাই সকালে ছোট মাইক্রোবাসযোগে কাজে যাচ্ছিলেন। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার রেলিং ভেঙে ফুটপাতে উঠে যায় এবং দুইজন সৌদি নাগরিককে চাপা দেয়। এতে দুজন সৌদি নাগরিক ও পাঁচ বাংলাদেশী ঘটনাস্থলেই নিহত হন। আহত দুইজনকে নূর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়: আন্তর্জাতিক

১২৭২ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277348
২৩ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪৮
কাহাফ লিখেছেন :
নিহতদের জন্যে শহিদী মর্যাদা এবং আহত জনদের দ্রুত পরিপুর্ণ সুস্হ্যতার দরখাস্ত মহান রবের দরবারে!
Sad Sad Sad
২৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:১৪
221307
ফখরুল লিখেছেন : আমিন ইয়া রব। Praying Praying Praying Praying
277353
২৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০২
সাইফুল সাইমুম০১ লিখেছেন : নিহতদের জন্যে শহিদী মর্যাদা এবং আহত জনদের দ্রুত পরিপুর্ণ সুস্হ্যতার দরখাস্ত মহান রবের দরবারে!
২৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:১৪
221308
ফখরুল লিখেছেন : আমিন ইয়া রব। Praying Praying Praying Praying
277354
২৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০৮
ইবনে আহমাদ লিখেছেন : ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন। আমরা সবার মাগফিরাত কামনা করি। আপনাকে ধন্যবাদ।
২৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩১
221310
ফখরুল লিখেছেন : আমিন ইয়া রব। Praying Praying Praying
277356
২৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:১৫
বন্যা ইসলাম লিখেছেন : শহীদের মর্যাদা দিয়ে কি হবে! এই গরিব মানুষ গুলোর মৃত্যুর ক্ষতি পুরন সৌদি সরকার দিবে কি?
২৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪০
221313
ফখরুল লিখেছেন : তারা অবশ্যই পাবে যদি তাদের নিজের ইন্সুরেন্স থাকে, তাদের বহনকারী গাড়ীটি যদি (উইথ পেসেঞ্জার) ইন্সুরেন্স থাকে তাহলে তারা ক্ষতি পুরন পাবে। আর তদন্ত করে দেখবে কার দোষে এই দুর্ঘটনা হয়েছে। যদি অন্য কোন পক্ষের কারনে হয়ে থাকে তাহলে সে পক্ষ ক্ষতি পুরন দিবে। তবে এই দুর্ঘটনা ঘটার কারন চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। ফলে এই দুর্ঘটনা ঘটে। গাড়ির চালক ও নিহত হয়। এখন আপনি বলেন কে ক্ষতি পুরন দিবে????
শুধু বিরোধিতা করার জন্য সমালোচনা না করে মানবতার জন্য সমালোচনা করুন। সংস্কারের জন্য সমালোচনা করুন।
আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। Good Luck Good Luck
২৩ অক্টোবর ২০১৪ রাত ১০:৫১
221526
বন্যা ইসলাম লিখেছেন : ইনসুরেন্স থাকলে তারা বেনিফিটেট হবে, না থাকলে হবে না। এই নিয়ম সব দেশেই আছে।

কিন্তু আমার কথা হছ্ছে এই করুন দুর্ঘটনায় রাষ্ট্রের চ্যারেটি কোথায়। সৌদি আরব তো যে সে দেশ না। সর্বশ্রেষ্ঠ! সত্য! বিধান কোরাণের আলোয় আলোকিত সেই দেশ। যেখানে কোরাণের আইন প্রয়োগ করে বাংলাদেশী শ্রমিক'দের কল্লা কাটা হয়। তো, এই গরিব মানুষ গুলোর জন্য আল্লার আইনের আওয়াত নিহতের পরিবারকে কী কী বেনিফিট দেয়া হবে সে বিষয়টি জানতে চেয়েছিলাম। তা না হলে কাফের, মুসরিক, ইহুদী, নাসারা..... দের বিপরিতে ইসলামের কোরাণের বাহাদুরী চুপসে যাবে না??

277369
২৩ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০৭
ক্ষনিকের যাত্রী লিখেছেন : ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন। Praying Praying Praying
২৬ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৭
222053
ফখরুল লিখেছেন : Praying Praying Praying Praying
277403
২৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০১
মামুন লিখেছেন : ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন। Praying
২৬ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৭
222054
ফখরুল লিখেছেন : Praying Praying Praying Praying
277419
২৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৯
আফরা লিখেছেন : ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন। আমরা সবার মাগফিরাত কামনা করি।
২৬ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৮
222056
ফখরুল লিখেছেন : Praying Praying Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File