তোমাকে ভালবেসে
লিখেছেন লিখেছেন সাইফুল সাইমুম০১ ২৭ অক্টোবর, ২০১৪, ০১:৩০:২২ দুপুর
তোমাকে ভালবেসে যদি মরণ হয়
হে প্রিয় রাসূল
সে মরনে নেই কোন ভয়
সে মরন হয় জানি মধুময়।
তোমার পথে চলতে গেলে আসে যদি বাঁধা
অনাহারে থাকতে গিয়ে আসে যদি কাঁদা
সে কাঁদার অশ্র“জল হবে না তো ক্ষয়
সে কাঁদার অশ্র“জলে শান্তির সূর্য্যদ্বয়।
তোমার দিন রাখতে জারি যদি নাহি পারি
এ জীবনের মূল্য কি আর, কিসের বাহুদূরী
তুমিহীন জনম আমার কেমনে স্বার্থক হয়
হে প্রিয় রাসূল তুমি প্রিয় প্রেমময়।
আললাহকে পেতে হলে তোমার পথে আসতে হয়
সকল অনাচার জুলম-শাসন দুনিয়াতে সইতে হয়
কুরানের রাজ কায়েম হলে পূর্ণ বিজয় তারে কয়
দ্বীনের পথে জীবন দিলে শাহাদাৎ মুমিনের তামান্না হয়।
বিষয়: বিবিধ
১৫৭৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পথ দেখালে তুমি ওগো সন্দেহ নেই তাতে।
চমৎকার হয়েছে।
মন্তব্য করতে লগইন করুন