আরাধনা। সাইফুল সাইমুম

লিখেছেন লিখেছেন সাইফুল সাইমুম০১ ২২ অক্টোবর, ২০১৪, ১২:০২:০৩ দুপুর

ক্ষমা কর মোরে, শিথিল কর মোর বেদনা

মুক্ত কর মোর জটিলতা, পূর্ণ কর বাসনা।

সকল কাজে ধৈর্য্য দিও প্রভু,

সকলের ত্বরে দিও মোর ভাবনা;

সকলের মাঝে মিল দিও, দিও না কাউকে যাতনা।

যদি কভু পথ ভুলে যাই, দিও সঠিক পথের ঠিকানা

ভাবনার ত্বরে নিও ভ য়, দিওতোমার দিদার কামনা।

প্রভু বয়সের ভারে কভু যেন আমি তোমারে ভুলি না

আমার সব মগ্ন ধ্যানে তোমার ত্বরে মুক্ত রাখ চেতনা।

আপদে বিপদে মোরে দাও সে বাণী -সুরের শান্তনা

যা দিয়েছ বিশ্ব মানবের ত্বরে, তোমার অপার করুনা।

আমার মমর্র চিত্তে ফুটিয়ে দিও সে ফুল বরণ অরুণা

রাসূল প্রেমের পরশ দিও, কোরআন হাদীসের ধারণা।

যদি কভু মরণ পথে ডাক আমায়, অপূর্ণতায় নিও না

গভীর সম জুড়ায়ে প্রাণ, তোমার অপ্রিয় বান্দা কর না।

আমার সকল ক্ল্যান্তি-শ্রম তোমার পথকে করি প্রার্থনা

পূর্ণ কর আশা যত, ধন্য কর দান, শূণ্য কিছু রেখো না।

সকলের ত্বরে বরে দিও সুখ, দিও আমার সকল রচনা

কন্ঠে দিও মোর সুরের লহরী, লিখতে দিও তার আরাধনা।

বিষয়: সাহিত্য

১২৮৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277016
২২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২৪
ফখরুল লিখেছেন : কন্ঠে দিও মোর সুরের লহরী, লিখতে দিও তার আরাধনা।

Thumbs Up Praying Praying Praying Praying Praying Praying Praying
অনেক দিন পর আপনার কবিতা পড়লাম ভাল লাগলো আশা করি ব্লগে নিয়মিত লিখবেন।
২২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৮
221007
সাইফুল সাইমুম০১ লিখেছেন : টুডে ব্লগে ফখরুল ভাইকে পেয়ে আমি দারুন ভাবে আনন্দিত, তার পর এই নগণ্য লেখাটে মন্তব্য আমাকে আরো উৎসাহিত করে তুলেছে ইন্ শা আল্লাহ নিয়মিত লেখার চেষ্টা করব, আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করু
২২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪৭
221011
ফখরুল লিখেছেন : Big Hug Big Hug Big Hug Big Hug
২২ অক্টোবর ২০১৪ দুপুর ০১:২৬
221025
সাইফুল সাইমুম০১ লিখেছেন : Good Luck
277017
২২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২৯
সোনালী দিন লিখেছেন : আমীন । ভালো লাগলো
২২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪০
221008
সাইফুল সাইমুম০১ লিখেছেন : সোনালী দিন আপনাদের ভাল লাগা মানেই আমাদের পথ চলার উপদান. আপনাকে অনেক ধন্যবাদ
২২ অক্টোবর ২০১৪ দুপুর ০১:২৬
221024
সাইফুল সাইমুম০১ লিখেছেন : প্রিয় সোনালী দিন আপনাকে আবার ও পেলাম
ধন্যবাদ
277021
২২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪২
মোস্তফা সোহলে লিখেছেন : ভালো লাগল। আপনার সকল আশা পুরন হোক সেই কামনাই করি।
২২ অক্টোবর ২০১৪ দুপুর ০১:২৭
221027
সাইফুল সাইমুম০১ লিখেছেন : আমিন, মোস্তফা সোহেল আপনাকে অসংখ্য ধন্যবাদ
277040
২২ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০৩
লোকমান লিখেছেন : কন্ঠে দিও মোর সুরের লহরী, লিখতে দিও তার আরাধনা। অামারো গাইেত ইচ্ছে করে। আর লিখতে ভালো লাগে। কিন্তু সুন্দর গাইতে পারি না ভালো লিখতে পারি না।
ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।
২২ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩২
221057
সাইফুল সাইমুম০১ লিখেছেন : লোকমান ভাই ওস্তাদ আমার এমন হেয়ালি করে বললে যে আমি নিজে নিজেই খুন হয়ে যাব, লজ্জা আর কত দিবেন,যারা শিল্পী তৈরী করে তার গাইতে হয়না অসংখ্য ধন্যবাদ যদিও বা ভেবেছিলা প্রথমে আপনাকে পাবে, ভাল থাকুন সুস্থ থাকুন
277048
২২ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Rose Rose ভালো লাগল.. সুন্দর অনুভূতি সম্পন্ন লেখা Good Luck Good Luck
২২ অক্টোবর ২০১৪ রাত ১০:৫১
221160
সাইফুল সাইমুম০১ লিখেছেন : আপনার ভাল লাগাই আমি ধন্য ফুলের সুবাস মাল্য আপনার গলে।
277056
২২ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫২
ক্ষনিকের যাত্রী লিখেছেন : অনেক সুন্দর! খুব ভালো লাগলো! Happy Good Luck Good Luck Good Luck
277199
২২ অক্টোবর ২০১৪ রাত ১০:৫৩
সাইফুল সাইমুম০১ লিখেছেন : ক্ষণিকায় যেতে নাহি দেব তবে
এসেছো মোর সমুদ্বয় ব্লগও ভবে
অনেক ধন্যবাদ আপনাকে
278002
২৫ অক্টোবর ২০১৪ সকাল ১১:৪৬
বিপ্লবী লিখেছেন : হৃদয়ের মাঝে বড় বেদনা সত্যই না ভুলের মত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File