কেন মুসলিমরা এখন বলদ জাতি?????
লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ১৩ আগস্ট, ২০১৪, ১২:৪৫:২৬ দুপুর
মুসলিমদের স্বর্ণযুগ ছিল অষ্টম থেকে ১৩ শতকের মধ্যে৷ তখন বিশ্বের সবচেয়ে মেধাবীরা বাস করতেন বাগদাদে, নয়তো কায়রোয়৷ কেউ কেউ তৎকালীন মুসলিম স্পেনের কর্দোবায়৷ তারপর মুসলিমরা আস্তে আস্তে হারিয়ে ফেলতে থাকে তাদের গৌরব। তারা পরিণত হয় ১ অথর্ব জাতিতে। আজকের দিন সহ প্রায় ৭০০ বছর পর্যন্ত তারা অথর্ব বা বোকা জাতি বলে পৃথিবীতে স্বীকৃত। আচ্ছা, ১ বার কি ভেবে দেখেছেন কেন মুসলিমদের এই পরিণতি!!!!! আমরা তো নামাজ রোজা ঠিকেই করছি। হুজুরদের কথা তো ঠিকেই মেনে চলছি। অনেকে হয়তো বলবে না আমরা ঠিক ভাবে ইবাদাত করছিনা। আচ্ছা মেনে নিলাম, আমরা না করলেও আমাদের চেয়ে ১০০ বছরের আগের মানুষ তো ঠিকেই সব ইবাদাত ভাল ভাবে করতো। তার পরেও আমাদের পূর্বপুরুষ সহ আমরা কেন পিছিয়ে পড়া জাতি?????
আমার মনে হয় আমরা মুসলিম জাতির মূল চেতনায় সমস্যা আছে। একটু ভেবে দেখেন গত ৭০০ বছর আমরা বা আমাদের ধর্ম চলেছে হুজুরদের কথায়। আর এটাই মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে । আমরা আম- মুসলিমরা ধর্ম তাদের হাতে দিয়ে ঘরে বসে থেকেছি। তারা নিজেদের স্বার্থে ধর্মের বারোটা বাজিয়েছে। ধর্মকে তারা মসজিদের ভিতরে বন্ধী করে দিয়েছে। তারা আমাদের বুঝিয়েছে তাবিজ কবজের ব্যাবসা হচ্ছে আসল ইসলাম। পীরের পূজা মহান কাজ। রাষ্ট্র পরিচালনায় বা জ্ঞান বিজ্ঞানের আবিষ্কারে ইসলামিক কোন ব্যাপার নাই। অমুসলিমদের দাওয়াত না দিলেও হবে ইত্যাদি ইত্যাদি । তারা মুসলিমদের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। পরিণামে আমরা এখন বলদ জাতিতে পরিনত হয়েছি।
বিষয়: বিবিধ
১২৮০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন