সন্তানের কান্নার ভাষা মায়েরা বুঝে, বাবা'রা বুঝে না কেন?
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৩ আগস্ট, ২০১৪, ১২:০৫:০১ দুপুর
সন্তানের কান্নার ভাষা মায়েরা বুঝে, বাবা'রা বুঝে না কেন?
============================
এই বছরের ২৫ এপ্রিল প্রবাস ছেড়ে দেশে আসি। সেই সময় আমার পুত্র আফরাজ মাহমুদের বয়স ছিল সাড়ে চার মাস। এখন ৮ মাস চলছে। এই বয়সের শিশুরা কথা বলতে পারে না বলে কোন কিছুর প্রয়োজন হলেই কান্নার মাধ্যমে জানিয়ে দেয়। সময় মতো সার্ভিস না পেলে কান্নার পরিমান বাড়তে থাকে। এই কান্নার ভাষা বাবারা না বুঝলেও মা'রা ঠিকই বুঝে।
সন্তান লালন-পালন করতে গিয়ে মায়ের কি যে কষ্ট হয় তা দেশে এসেই নিজ চোখে দেখছি। এই বয়সের শিশুরা খুধা লাগলে কান্না করে। কাপড়ে প্রশ্রাব-পায়খানা করলে কান্না করে। অসুস্থ হলে কান্না করে। বেশীক্ষণ বিছানায় শুয়ে থাকলে কান্না করে। মায়ের বুকে ঘুমানো জন্য কান্না করে। মহান আল্লাহ তায়ালাও মাকে ধৈর্য সহকারে সন্তানদেরকে লালন-পালণ করার ক্ষমতা দিয়েছেন। তা না হলে এই শিশুরা অনাদরে অবহেলায় বেড়ে উঠত।
আমরা সন্তানের বাবারা শুধুমাত্র অর্থ উপার্জন করেই সংসারের দায়িত্ব বউদের উপর ছেড়ে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকি। বউরা সংসার কর্মের পাশাপাশি সন্তান লালন-পালন করতে গিয়ে যে কি পরিমান কষ্ট ভোগ করছে তা আমরা কয়জন স্বামী খেয়াল করি? সন্তান কান্না করলে আমরা বউদেরকে বকা দিই। সন্তান পড়ালেখায় কম মনযোগী হলে বউকে দোষারোপ করি। সন্তানের বিরুদ্ধে কেউ অভিযোগ করলেও বউকে বলে থাকি" তোমার সন্তানকে শিক্ষা দিতে পার না? আরো কত বাক্যই না ব্যবহার করি।
পরিশেষে বলতে চাই যে, আসুন সন্তান লালন-পালনে বউকে ও একটু হেলপ করি। সন্তানের কান্নার ভাষা বুঝার চেষ্টা করি।
আমার পুত্র আফরাজ মাহমুদ কান্না করলে আমি তাকে বুকে নিয়ে ঘুম পাড়িয়ে দিই। সেও বাবার বুকে আরাম করে ঘুমায়। কিছু দিন পরে আবারও আমাকে প্রবাসে চলে যেতে হবে। বিবাহিত হয়েও প্রবাসে ব্যাচেলর জীবন-যাপন করতে হবে। দুর প্রবাসে পুত্র-কন্যার কথা খুব বেশী মনে পড়বে। হয়ত পুত্র ও বাবার বুকে ঘুমানোর জন্য কান্না করবে..............................
বিষয়: বিবিধ
১২৭০ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন