খিজির(আঃ)এর নামে ইসলাম বিরোধী কথা........................
লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ৩০ জুন, ২০১৪, ১২:০৪:৪৬ দুপুর
কোরআনের সূরা কাহাফে আল্লাহ মুসা(আঃ) এর সাথে একজন মানুষের কিছু কাহিনি বর্ণনা করেছেন, সহি হাদিসে মোহাম্মদ(সঃ) বলেছেন উনার নাম খিযির। এটা ছাড়া আর কোন কিছু উনার ব্যাপারে সহি হাদিসে আসেনি । আমাদের দেশে উনি কেয়ামত পর্যন্ত বাঁচবে বা উনি পানিতে আছে বলে অনেক বানোয়াট কাহিনি প্রচলিত। সব ভুয়া এবং ভিত্তিহীন।
কারণ বুখারি শরীফে আল্লাহর রাসুল(সঃ) বলেন" আজকের দুনিয়াই যারা আছে তারা আজ থেকে ১০০ বছরের মধ্যে মৃত্যুবরণ করবে" অর্থাৎ তর্কের খাতিরে যদি ধরেও নি মোহাম্মদ(সঃ) সময় পর্যন্ত খিজির বেঁচে ছিলেন তার পরেও বলতে হবে মোহাম্মদ(সঃ) এর সময় থেকে ১০০ বছরের মধ্যে উনার মৃত্যু হয়েছে। কারন আল্লাহর নবি বলেছেন "আজকের দুনিয়াই যারা আছে"। এছাড়া আল্লাহ কোরআনে বলেন" আপনার পূর্বে কোন মানুষকে আমি চির জীবন দান করিনি, তাই আপনার মৃত্যু হলে তারা কি চিরজিবিত হয়ে থাকবে????"(সূরা আনবিয়াঃ৩৪)
তাইলে বুঝা গেলো কোন মানুষেই চির জীবন বাঁচতে পারেনা বা যদিও ধরেও নি মোহাম্মদ (সঃ) সময় পর্যন্ত পারতেন তারপরেও বলতে হবে মোহাম্মদ(সঃ) এই হাদিসের পরে তাদের আর বেঁচে থাকার সম্ভাবনা নাই। আল্লাহ খিযির সম্পর্কিত এসব বানোয়াট এবং ইসলাম বিরোধী কাহিনী থেকে আমাদের হেফাজত করুক। আমিন.......................................।
বিষয়: বিবিধ
১৭৫১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
;
মন্তব্য করতে লগইন করুন