খিজির(আঃ)এর নামে ইসলাম বিরোধী কথা........................

লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ৩০ জুন, ২০১৪, ১২:০৪:৪৬ দুপুর

কোরআনের সূরা কাহাফে আল্লাহ মুসা(আঃ) এর সাথে একজন মানুষের কিছু কাহিনি বর্ণনা করেছেন, সহি হাদিসে মোহাম্মদ(সঃ) বলেছেন উনার নাম খিযির। এটা ছাড়া আর কোন কিছু উনার ব্যাপারে সহি হাদিসে আসেনি । আমাদের দেশে উনি কেয়ামত পর্যন্ত বাঁচবে বা উনি পানিতে আছে বলে অনেক বানোয়াট কাহিনি প্রচলিত। সব ভুয়া এবং ভিত্তিহীন।

কারণ বুখারি শরীফে আল্লাহর রাসুল(সঃ) বলেন" আজকের দুনিয়াই যারা আছে তারা আজ থেকে ১০০ বছরের মধ্যে মৃত্যুবরণ করবে" অর্থাৎ তর্কের খাতিরে যদি ধরেও নি মোহাম্মদ(সঃ) সময় পর্যন্ত খিজির বেঁচে ছিলেন তার পরেও বলতে হবে মোহাম্মদ(সঃ) এর সময় থেকে ১০০ বছরের মধ্যে উনার মৃত্যু হয়েছে। কারন আল্লাহর নবি বলেছেন "আজকের দুনিয়াই যারা আছে"। এছাড়া আল্লাহ কোরআনে বলেন" আপনার পূর্বে কোন মানুষকে আমি চির জীবন দান করিনি, তাই আপনার মৃত্যু হলে তারা কি চিরজিবিত হয়ে থাকবে????"(সূরা আনবিয়াঃ৩৪)

তাইলে বুঝা গেলো কোন মানুষেই চির জীবন বাঁচতে পারেনা বা যদিও ধরেও নি মোহাম্মদ (সঃ) সময় পর্যন্ত পারতেন তারপরেও বলতে হবে মোহাম্মদ(সঃ) এই হাদিসের পরে তাদের আর বেঁচে থাকার সম্ভাবনা নাই। আল্লাহ খিযির সম্পর্কিত এসব বানোয়াট এবং ইসলাম বিরোধী কাহিনী থেকে আমাদের হেফাজত করুক। আমিন.......................................।

বিষয়: বিবিধ

১৭৫১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240245
৩০ জুন ২০১৪ দুপুর ১২:৩০
বাকপ্রবাস লিখেছেন : পাশের এলাকায় মাজার আছে উনার নামে, কথিত আছে উনি ওখানে যাত্রাপথে বসেছিলেন, লাল সালুর আর কোমর পরিমান দেয়াল দিয়ে ঘিরে দেয়া হল, সাথে দানবাক্স, ব্যাবসাটা মজার
৩০ জুন ২০১৪ দুপুর ১২:৪২
186400
মোহাম্মদ রিগান লিখেছেন : হুম
;Winking
240279
৩০ জুন ২০১৪ দুপুর ০২:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
240313
৩০ জুন ২০১৪ বিকাল ০৪:১৩
মুিজব িবন আদম লিখেছেন : এক গ্রুপ খিযির (আHappy সম্পর্কে হাজারও গল্প বলে। যারা বলে তারা হয়তো কোন মতলব নিয়ে বলে। কিন্তু যারা শুনে তা বিশ্বাস করে তাদের সংখ্যাও অনেক। তাই লেখাটা আরও বিস্তারিত হলে ভাল হত। তবুও অনেক ধন্যবাদ।
240323
৩০ জুন ২০১৪ বিকাল ০৪:২৯
বাজলবী লিখেছেন : অামাদের দেশে বানোয়াট কথার গুরত্ব বেশী ভালো লাগলো ধন্যবাদ।
240336
৩০ জুন ২০১৪ বিকাল ০৪:৫৩
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
০৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৪
292960
মোহাম্মদ রিগান লিখেছেন : আপনার কথা শুনে ভাল লাগলোCrying
352889
০৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৪
মোহাম্মদ রিগান লিখেছেন : আপনার কথা শুনে ভাল লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File