এ কেমন গালির বাহার!?!
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ৩০ জুন, ২০১৪, ১২:১৭:৩২ দুপুর
অনেকদিন থেকেই লক্ষ করছি- গালি হিসেবে অনেকেই এই কথাগুলি ব্যাবহার করছে -
“ বুদ্ধি প্রতিবন্ধী, হিজড়া /হিজলা, বস্তির মেয়ে/ছেলে, ফকিন্নির পুত”! অবাক হয়ে যাই! আচ্ছা, বাংলা ভাষায় গালি দেয়ার মত কি শব্দের অভাব পড়েছে? (তার মানে এই নয় আমি গালি দেয়া সমর্থন করছি- এটা শুধু এই শব্দগুলোর ব্যাপারে বোঝাতে বলা !) ! লক্ষ করুন- প্রতিবন্ধী/ হিজড়া এরা আমাদের সমাজের একটি অবহেলিত শ্রেনী! শারিরিক কিছু অক্ষমতার জন্য মানুষ হয়েও আজ ওদের একটা আলাদা শ্রেনীতে আমরা ফেলেছি! এমনিতেই তারা এই সমাজের মানুষ গুলির কাছে অবহেলিত/ নির্যাতিত হয়, এরপর এই শ্রেনীর মানুষগুলির নাম নিয়ে আমি/ আপনি/ আমরা গালির জন্য ব্যাবহার করছি! এটা কি ঠিক? এরপর বস্তির মানুষগুলো! যারা দুর্ভাগ্যক্রমে আজ বিল্ডিং এ থাকতে না পেরে মাথা গুজার জন্য রাস্তার এক পাশে বা ভেতরে জঞ্জালের মধ্যে জীবন যাপন করে, বস্তির মানুষ উপাধি পেয়েছে, সেই তাদের থাকার জায়গাটাকে কিংবা তারা নিচু শ্রেনীর এই হিসেবে কটাক্ষ করে আমরা গালি দিচ্ছি কাউকে বস্তির মেয়ে/ছেলে! কই- কাউকে তো বিল্ডিং এর ছেলে/মেয়ে হিসেবে গালি দেই না? আবার যারা ভিক্ষা করে জীবন যাপন করছে তাদের ফকির বা ভিক্ষুক বলা হয়, সেই অবহেলিত শ্রেনীর মানুষগুলিকে কটাক্ষ করে আমরা কাউকে কাউকে গালি দেই- ফকিন্নির পুত বলে! কাউকে কি গালি দেন- ধনীর পুত/ গরিবের পুত বলে? কতটা যুক্তিসঙ্গত বা ঠিক এই গালিগুলির ব্যাবহার - বুদ্ধি প্রতিবন্ধী/ হিজড়া/হিজলা/ বস্তির মেয়ে/ ছেলে/ ফকিন্নির পুত/- বলবেন কি?
বিষয়: বিবিধ
১৪৯২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেহেন নাই একদিন সংসদে শেক সেলিম মুখ ভেংচাইয়া খালেদা জিয়াকে গালি দিল, আর অমনি প্রধান মন্ত্রী সহ পুরো সংসদ হাসিয়া ফাটিল! বুড়ো বয়সে কথার উত্তর না দিয়া মুখ ভেংচাইতে লজ্জা করে নাই এই সেলিমের। কারুন তার জ্ঞান-বুদ্ধি ফুটুস হইয়াছে।
খালেদা পুড়ে হাসিনার আগুনে,
হাসিনা জ্বলে খালেদার নিরবতায়,
জেতার নেশায় অন্ধরা মরিয়া
পুরো জাতি ভূগে বিভক্ততায়।
০ না আপু , গালির অভাব পড়বে কেন ? গালির বহর দেখতে সামুতে ভিজিট করতে হবে ।
সেখানে তো বেশ কয়েকজন আছেন এসবে ড. করা । আপনি তো সেখানে আছেন । এদেরকে নিশ্চয়ই ফেস+ট্যাকেল করেছেন ?
তাদের কাছ থেকে এটা যে আপনার মধ্যে সংক্রমিত হয়েছে তা আমি আপনারই আরেক পোস্টে (এইটা তুমি কি বললা ....?) বলেছিলাম । খুবসে একচোট নিয়েছেন আমার উপর ।
''ল্যান্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড''
--- এটা সামু থেকে ধার করা ডায়লগ ।
ে এরকম কোন মেয়ের কথা শুনিনি কোথাও যে বাসে ছেলেদেরকে চায় পাশের সিটে আর গালির প্রচুরতার কথা বলে - আপনাকে দেখেই বুঝলাম যে আসলেই বোঝার এবং দেখার অনেক বাকী আছে ।
ব্লগে + ফেসবুকে সবসময়ই স্তুতি বাক্য পেয়ে এসেছেন তো তাই একটু কড়া মন্তব্যে মাথা গরম হয়ে যাওয়া স্বাভাবিকই ।
সব ব্লগার তো আর এরকম না যে প্রিয়ংবদা হবে । আমি পারতে খুব একটা পছন্দ লাগার মত কমেন্ট করি না ।
এটাই আমার সমস্যা । ক্লিয়ার ?
>আপনি নিজেই লেখার আসল কথা কি তা না বুঝে গায়ে পড়ে নিজের মত করে বুঝে ক্যাচাল করতে এসেছেন! আমি বারবার বলেছি এবং আমার লেখাতে এটাই আছে- আমি পাশের সিটে ছেলে দেয়া নয় মামার শাসন এবং একজন অপরিচিত মানুষের আপন হয়ে যাবার কথা বলেছি।
>>গালির ক্ষেত্রে ও শুধু অই গালিগুলির ব্যাপারে অই কথাটি লিখেছি- এরপর ও আপনি ঊঠে-পড়ে লেগেছেন আমাকে খারাপ বানাতে!
>>আপনি কি সামু থেকে বিতারিত না কি সামুতে এমন কোন কাজ করেছেন যে সামুর কাউকে দেখলেই গা জ্বলছে ?
>> আপনার কথাতে সমালোচনা যতটা না আছে তার থেকেও আছে বিদ্বেষ - এবং আশ্চর্য হচ্ছি এটা ভেবে যে- চিনি না জানি না একটা মানুষ অহেতুক কেন বিদ্বেষ দেখাচ্ছে? আপনার মন্তব্য কড়া না... আজাইরা ক্যাচাল বলেই মনে হচ্ছে ! আর একটা কথা যে যেমন- সে সবাইকে তেমন-ই ভাবে, যার মনে নোংরামি সে সব খানেই নোংরামি খুঁজবে - স্বাভাবিক !
মন্তব্য করতে লগইন করুন