এ কেমন গালির বাহার!?!

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ৩০ জুন, ২০১৪, ১২:১৭:৩২ দুপুর

অনেকদিন থেকেই লক্ষ করছি- গালি হিসেবে অনেকেই এই কথাগুলি ব্যাবহার করছে -

“ বুদ্ধি প্রতিবন্ধী, হিজড়া /হিজলা, বস্তির মেয়ে/ছেলে, ফকিন্নির পুত”! অবাক হয়ে যাই! আচ্ছা, বাংলা ভাষায় গালি দেয়ার মত কি শব্দের অভাব পড়েছে? (তার মানে এই নয় আমি গালি দেয়া সমর্থন করছি- এটা শুধু এই শব্দগুলোর ব্যাপারে বোঝাতে বলা !) ! লক্ষ করুন- প্রতিবন্ধী/ হিজড়া এরা আমাদের সমাজের একটি অবহেলিত শ্রেনী! শারিরিক কিছু অক্ষমতার জন্য মানুষ হয়েও আজ ওদের একটা আলাদা শ্রেনীতে আমরা ফেলেছি! এমনিতেই তারা এই সমাজের মানুষ গুলির কাছে অবহেলিত/ নির্যাতিত হয়, এরপর এই শ্রেনীর মানুষগুলির নাম নিয়ে আমি/ আপনি/ আমরা গালির জন্য ব্যাবহার করছি! এটা কি ঠিক? এরপর বস্তির মানুষগুলো! যারা দুর্ভাগ্যক্রমে আজ বিল্ডিং এ থাকতে না পেরে মাথা গুজার জন্য রাস্তার এক পাশে বা ভেতরে জঞ্জালের মধ্যে জীবন যাপন করে, বস্তির মানুষ উপাধি পেয়েছে, সেই তাদের থাকার জায়গাটাকে কিংবা তারা নিচু শ্রেনীর এই হিসেবে কটাক্ষ করে আমরা গালি দিচ্ছি কাউকে বস্তির মেয়ে/ছেলে! কই- কাউকে তো বিল্ডিং এর ছেলে/মেয়ে হিসেবে গালি দেই না? আবার যারা ভিক্ষা করে জীবন যাপন করছে তাদের ফকির বা ভিক্ষুক বলা হয়, সেই অবহেলিত শ্রেনীর মানুষগুলিকে কটাক্ষ করে আমরা কাউকে কাউকে গালি দেই- ফকিন্নির পুত বলে! কাউকে কি গালি দেন- ধনীর পুত/ গরিবের পুত বলে? কতটা যুক্তিসঙ্গত বা ঠিক এই গালিগুলির ব্যাবহার - বুদ্ধি প্রতিবন্ধী/ হিজড়া/হিজলা/ বস্তির মেয়ে/ ছেলে/ ফকিন্নির পুত/- বলবেন কি?

বিষয়: বিবিধ

১৪৯২ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240242
৩০ জুন ২০১৪ দুপুর ১২:২৭
বাকপ্রবাস লিখেছেন : উচিত কথা, সহমত
৩০ জুন ২০১৪ দুপুর ১২:৩৬
186398
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ ভাই!
240248
৩০ জুন ২০১৪ দুপুর ১২:৩৫
বেআক্কেল লিখেছেন : আক্কেল আলী কইছিল, যহন মানুষের যুক্তি, তর্ক, বিদ্যা, বুদ্ধি অকার্যকর হইয়া পড়ে, তহন মানুষ গালাগালি শুরু করে। কারুন এইটা হইল তার শেষ অস্ত্র।

দেহেন নাই একদিন সংসদে শেক সেলিম মুখ ভেংচাইয়া খালেদা জিয়াকে গালি দিল, আর অমনি প্রধান মন্ত্রী সহ পুরো সংসদ হাসিয়া ফাটিল! বুড়ো বয়সে কথার উত্তর না দিয়া মুখ ভেংচাইতে লজ্জা করে নাই এই সেলিমের। কারুন তার জ্ঞান-বুদ্ধি ফুটুস হইয়াছে।
৩০ জুন ২০১৪ দুপুর ১২:৩৮
186399
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু গালাগালিটাকে মানুষ এখন অস্ত্র হিসেবে নিয়েছে! তবে সংসদে যা হচ্ছে তা নিয়ে বলতে চাই না... রুচিতে বাঁধে কিন্তু ফেবু, ব্লগে বর্তমান প্রজন্ম কিংবা যারা লেখালেখি করে তারা এইসব গালিকে বেশি ব্যবহার করছে! অবাক হচ্ছি দিন কে দিন!
240268
৩০ জুন ২০১৪ দুপুর ০২:০৫
প্রবাসী মজুমদার লিখেছেন : শব্দের নিজস্ব একটা তেজ আছে। এটি একজন অসুস্থ মানুষকে যেমন সুস্থ করতে পারে, তেমনি সুস্থ মানুষকে ২২০ ভোল্টে উত্তপ্ত করে আত্মহত্যার দিকে ঠেলে দিতে পারে। আমাদের সমাজে উদ্দেশ্যহীনভাবে বেড়ে উঠা প্রতিস্ঠানগুলোতে এ বিষয়টি খুবই উপেক্ষিত বলেই আজ আমরা যেন জিঘাংসার আগুনে জ্বলে পুড়ে ছাই।

খালেদা পুড়ে হাসিনার আগুনে,
হাসিনা জ্বলে খালেদার নিরবতায়,
জেতার নেশায় অন্ধরা মরিয়া
পুরো জাতি ভূগে বিভক্ততায়।
৩০ জুন ২০১৪ রাত ০৯:২৬
186508
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু... ভাইয়া!
240296
৩০ জুন ২০১৪ দুপুর ০৩:১১
হতভাগা লিখেছেন : ''আচ্ছা, বাংলা ভাষায় গালি দেয়ার মত কি শব্দের অভাব পড়েছে? (তার মানে এই নয় আমি গালি দেয়া সমর্থন করছি- এটা শুধু এই শব্দগুলোর ব্যাপারে বোঝাতে বলা !) !''

০ না আপু , গালির অভাব পড়বে কেন ? গালির বহর দেখতে সামুতে ভিজিট করতে হবে ।

সেখানে তো বেশ কয়েকজন আছেন এসবে ড. করা । আপনি তো সেখানে আছেন । এদেরকে নিশ্চয়ই ফেস+ট্যাকেল করেছেন ?

তাদের কাছ থেকে এটা যে আপনার মধ্যে সংক্রমিত হয়েছে তা আমি আপনারই আরেক পোস্টে (এইটা তুমি কি বললা ....?) বলেছিলাম । খুবসে একচোট নিয়েছেন আমার উপর ।




ধীর ধীরে ল্যান্জা বের হচ্ছে .......


''ল্যান্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড''

--- এটা সামু থেকে ধার করা ডায়লগ

৩০ জুন ২০১৪ রাত ০৯:২৬
186509
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আমি আপনার সমস্যাটা ধরতে পারছি না! আসলে আপনি কি চাইছেন? কেনই বা যেচে এসে ক্যাচাল -প্যাঁচাল করছেন?!? আপনাকে চিনিও না আর জানতেও ইচ্ছে হচ্ছে না আপনি কে? আপনাকে ব্লক একটাই কারনে করছি না- কারন আপনার করা মন্তব্য গুলো সবাই দেখুক + আমার লেখা গুলো দেখুক, নোংরামি কে করছে তা স্পষ্ট হয়ে যাবে। আর হ্যাঁ সামুতেও আমার সাথে কারো ক্যাচাল হয়নি, কেউ আজেবাজে কথাও বলেনি! এখানেই এসে আমি আপনার মত একজন মানুষকে দেখলাম, যে গায়ে পড়ে ক্যাচাল করতে আসে। আমার লেখার মধ্যে নোংরামি বা খারাপ কিছু থাকলে, অন্যরা বলছে না কেন? আপনি কেন আমাকে খারাপ দেখাতে ঊঠে- পড়ে লেগেছেন? সেটা ক্লিয়ার করেন?
৩০ জুন ২০১৪ রাত ১০:১০
186519
হতভাগা লিখেছেন : একবার বাসে স্বজাতি মেয়েদের বমির ঠেলায় পাশের সিটে ছেলেদের চাচ্ছেন , আরেকবার বাংলা ভাষায় গালি দেবার শব্দের কি অভাব পড়েছে বলতে চাইছেন --- বোঝা যায় , টুমরোর মত কনজারভেটিভ ব্লগে সামুর মতই একটা সুশীল (?) ধারা আনতে চাইছেন ।

ে এরকম কোন মেয়ের কথা শুনিনি কোথাও যে বাসে ছেলেদেরকে চায় পাশের সিটে আর গালির প্রচুরতার কথা বলে - আপনাকে দেখেই বুঝলাম যে আসলেই বোঝার এবং দেখার অনেক বাকী আছে ।


ব্লগে + ফেসবুকে সবসময়ই স্তুতি বাক্য পেয়ে এসেছেন তো তাই একটু কড়া মন্তব্যে মাথা গরম হয়ে যাওয়া স্বাভাবিকই ।


সব ব্লগার তো আর এরকম না যে প্রিয়ংবদা হবে । আমি পারতে খুব একটা পছন্দ লাগার মত কমেন্ট করি না ।

এটাই আমার সমস্যা । ক্লিয়ার ?
০১ জুলাই ২০১৪ দুপুর ১২:৪০
186619
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আমি মোটেও চাই না আমার লেখাকে সবাই সাধুবাদ দিয়ে যাক, তবে একটা কথা কি জানেন, সমালোচনা করা, যুক্তি সংযত কথা বলা আর অহেতুক খোঁচানো এক জিনিস না! প্রথমেই এটা ক্লিয়ার হয়ে যান, আমি সামু লিখছি- মাত্র ১ থেকে দের বছর, শুধু লিখতাম, মাঝে মাঝে আমার লেখার কমেন্ট গুলির উত্তর দিতাম অন্যদের ব্লগে খুব কম গেছি, সময় পাই না বলে, আর যেসব নোংরামির কথা আপনি বলেন তা দেখার সুযোগ ও আমার হয়নি!
>আপনি নিজেই লেখার আসল কথা কি তা না বুঝে গায়ে পড়ে নিজের মত করে বুঝে ক্যাচাল করতে এসেছেন! আমি বারবার বলেছি এবং আমার লেখাতে এটাই আছে- আমি পাশের সিটে ছেলে দেয়া নয় মামার শাসন এবং একজন অপরিচিত মানুষের আপন হয়ে যাবার কথা বলেছি।
>>গালির ক্ষেত্রে ও শুধু অই গালিগুলির ব্যাপারে অই কথাটি লিখেছি- এরপর ও আপনি ঊঠে-পড়ে লেগেছেন আমাকে খারাপ বানাতে!
>>আপনি কি সামু থেকে বিতারিত না কি সামুতে এমন কোন কাজ করেছেন যে সামুর কাউকে দেখলেই গা জ্বলছে ?
>> আপনার কথাতে সমালোচনা যতটা না আছে তার থেকেও আছে বিদ্বেষ - এবং আশ্চর্য হচ্ছি এটা ভেবে যে- চিনি না জানি না একটা মানুষ অহেতুক কেন বিদ্বেষ দেখাচ্ছে? আপনার মন্তব্য কড়া না... আজাইরা ক্যাচাল বলেই মনে হচ্ছে ! আর একটা কথা যে যেমন- সে সবাইকে তেমন-ই ভাবে, যার মনে নোংরামি সে সব খানেই নোংরামি খুঁজবে - স্বাভাবিক !
240335
৩০ জুন ২০১৪ বিকাল ০৪:৫১
প্যারিস থেকে আমি লিখেছেন : এখনতো গালির অভাব নাই। মানুষ তুই আ..লীগ বলেও গালি দেয়।
৩০ জুন ২০১৪ রাত ০৯:২৭
186510
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : দল নিয়ে দলা-দলি কিংবা গালিতে যাচ্ছি না... কিন্তু ফেবু+ ব্লগে যেকোন ক্ষেত্রে এইসব গালাগালি ব্যাবহার হচ্ছে... সেটাই বলেছি !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File