কেন ইহুদীদের ক্ষমতা এত বেশি?????????

লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ০৬ জুন, ২০১৪, ০৯:১৩:৪৩ সকাল

অনেকেই মনে করে এখন পৃথিবী শাসন করছে আমেরিকানরা। আসলে এটা ভুল । পৃথিবী শাসন করছে ইহুদীরা । পৃথিবীতে মোট ইহুদীর সংখ্যা বেশি হলে আমাদের ঢাকা শহরের জনসংখ্যার সমান। কিন্তু তারা পৃথিবী শাসন করছে তাদের কিছু বিশেষ গুণের জন্য।

প্রথম গুন তাদের লেগে থাকার ক্ষমতা। তারা ৩০০০ বছর আগে জেরুজালেম থেকে বিতাড়িত হয়েছিল। এই ৩০০০ বছর তারা তাদের স্বপ্নের ভূমির স্বপ্ন ছাড়েনি। হাজার হাজার বছর তারা পৃথিবীর বিভিন্ন দেশে মিলিত হয়েছে, মদ খেয়েছে। তারপর সবায় মিলে বলেছে "আগামি বছর জেরুজালেম আমরা মিলিত হবো।" এরকম করে তারা কাটিয়ে দিয়েছে হাজার বছর। তাদের সে লেগে থাকার ফল হচ্ছে তারা এখন আমাদের ভুমি জেরুজালেমে মিলিত হয়। চিন্তা করেন দাদার দাদা, বাপের বাপ বলে গেছে আমরা জেরুজালেমে ১ দিন মিলিত হব, জেরুজালেম আমাদের হবে আর তার ফলতো আমরা দেখতেই পাচ্ছি।

এছাড়া তারা বিভিন্ন দেশের ইহুদী হলেও তাদের মাথাই কিন্তু ১ টাই চিন্তা আমাদের ১টা দেশ লাগবে। তার জন্য তারা তাদের সব দিতে রাজি আছে। এবার তাদের সাথে মুসলিমদের একটু মিলান। কি দেখবেন?????????

বিষয়: বিবিধ

১৪৩৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231292
০৬ জুন ২০১৪ সকাল ১০:৩০
হতভাগা লিখেছেন : গত ২য় বিশ্বযুদ্ধের সময়েও ইহুদীরা ছিল দৌড়ের উপ্রে । সেখান থেকে তারা চার চারটা আরব ইসরায়েল যুদ্ধে জয় লাভ করেছে ।

এই ৩০০০ বছর তারা নিগৃহীত হলেও সব আমলেই কোন না কোনভাবে হিসাবের ব্যাপারটা তাদের হাতেই দিয়েছিল বিরুপ শাসকেরা , ফলে কালক্রমে অর্থনীতির লাগামটা তাদের হাতেই চলে আসে ।

আর টাকার লাগাম যার হাতে সবাই তার বশে থাকে ।

শেক্সপিয়ারের Merchant of Venice এ আমরা Shylok নামে যে কৃপন ও নির্দয় মহাজনকে দেখি সে ছিল একজন ইহুদি ।
231302
০৬ জুন ২০১৪ সকাল ১১:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটা ঠিক যে ইহুদিরা প্রচুর ক্ষমতা ও অর্থের মালিক। কিন্তু এটা ভাবা উচিত নয় যে পৃথিবীটা তাদেরই নিয়ন্ত্রনে। মানুষের পক্ষে তা করা সম্ভব নয়।
০৬ জুন ২০১৪ দুপুর ০৩:৩১
178164
মোহাম্মদ রিগান লিখেছেন : শাসন আর নিয়ন্ত্রণ কি ১??????
231332
০৬ জুন ২০১৪ দুপুর ০১:৫০
জাগো মানুস জাগো লিখেছেন : but...money / technology is power.
০৬ জুন ২০১৪ দুপুর ০৩:৩০
178163
মোহাম্মদ রিগান লিখেছেন : ভাই মুসলিমদের অর্থ আয় করা থেকে কে দূরে থাকতে বলল ??????Crying
231430
০৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
আহ জীবন লিখেছেন : শুনেছিলাম জেরুজালেম থেকে বিতাড়িত হওয়ার সময় ইহুদিরা বলেছিল আমরা আর তোদের(মুসলমানদের) সাথে সামনা সামনি যুদ্ধ করবনা। বারবার তোদের ইমানের কাছে হেরে যাই আমরা। এখন থেকে তোদের সাথে যুদ্ধ করব পিছন থেকে।

সত্তিই ওরা আমাদের পিছন থেকেই যুদ্ধ করছে। আমরা অদৃশ্য শত্রু প্রতি তলওয়ার চালাই অন্ধ ভাবে।
০৭ জুন ২০১৪ রাত ১২:২১
178366
মোহাম্মদ রিগান লিখেছেন : হয়ত!!! জানি না

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File