প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ রজব বায়্যুমী লিখেছেন-

লিখেছেন লিখেছেন বিভীষিকা ০৬ জুন, ২০১৪, ০৮:৪৫:০১ সকাল

মার্কসবাদ সম্বন্ধে উস্তাদ মওদুদীর অবস্থান উল্লেখ করার মত। তার লেখা সমস্ত ইসলামি লেখকের কাছে অস্ত্র হিসেবে ধরা দিয়েছে। কারণ, মওদুদীর জ্ঞান ব্যাপক (বিশ্বকোষের মত) তার বুদ্ধিমত্তাও অত্যন্ত চমৎকার। তার চিন্তাশক্তি অনেক কিছু উদ্ভাবন করতে পারে, তার গভীর দৃষ্টি নিবদ্ধ রয়েছে প্রাচ্যের প্রতিটি প্রান্তের বৈপ্লবিক আন্দোলনের দিকে। কোন মুসলিম পরিবারের ব্যক্তিগত পাঠাগার তথা লাইব্রেরী তার বই থেকে শূন্য হবে এটা উচিত নয়। কেননা, তার বই মুসলিমকে এমনকিছু উপহার দেবে যা অন্য কোথাও সে পাবে না।

তথ্যসূত্রঃ" আরব ইসলামিক স্কলারদের চোখে আল্লামা মওদুদী"।

বিষয়: বিবিধ

১১৩২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231388
০৬ জুন ২০১৪ বিকাল ০৫:০১
শাহ আলম বাদশা লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File