Roseরমাদান উপলক্ষ্যে ব্লগ আয়োজনের ৩য় পর্ব শুরু হচ্ছে আগামীকাল Rose

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ১৩ জুন, ২০১৬, ০৯:৪৪:৩৩ সকাল



আলহামদুলিল্লাহ্‌। আমাদের মাঝে শুরু হয়েছে মাহে রমাদান। এই রমাদান উপলক্ষ্যে পুরো মাস জুড়ে ব্লগ আয়োজন করার কর্মসূচী আমরা হাতে নিয়েছি। সন্ধাতারা এবং গাজী সালাউদ্দিনের যৌথ উদ্যোগে ব্লগীয় আয়োজনের প্রথম ও দ্বিতীয় পর্ব সফলভাবে অনুষ্ঠিত হওয়ার পর ৩য় পর্ব স্বার্থক করতে সবার স্বতস্ফূর্ত অংশগ্রণ হিসেবে আপনার উপর ইতোমধ্যে কিছু দায়িত্ব অর্পন অথবা বলা যায় চাপিয়ে দেওয়া হয়েছে। ভুলে যাননি তো? আচ্ছা, আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য আবারও হাজির হলাম বিষয় বস্তু নির্বাচন এবং বণ্টন নিয়ে।

আগামীকাল, ১৪ জুন, আপনার উপর যে বিষয়ে পোস্ট করার দায়িত্ব অর্পন করা হয়েছে, সে বিষয়ে আগামী কাল দুপুরের পর থেকে তা পাবলিশ করার জন্য আপনার প্রতি সবিনয় অনুরোধ করা হচ্ছে।আগামীকাল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ নির্ধারিত বিষয়ে পোস্ট করবেন, পরিচালক তাতে কমেন্ট উৎসাহ দেবেন, গঠনমূলক সমালচনা, সংযোজন বা বিয়োজন থাকলে তা করবেন। তবে তার একদিন পর সবগুলো পোস্টের উপর একটা সারাংশ লিখে সবগুলো পোস্টের লিংক পরিচালক তার পোস্টে জুড়ে দেবেন।

আয়োজনের ৩য় পর্ব পরিচালনার দায়িত্বে থাকবেন ব্লগার সন্ধাতারা আশা করি, উনি উনার পরিচালনার কাজটি সময়মত সঠিকভাবে আঞ্জাম দেবেন।

প্রথম পর্বে দেখতে

Click this link

আমাদের আয়োজনটি ৬ পর্বে অনুষ্ঠিত হবে।আপনাদের কষ্ট লাঘব করার চিন্তা মাথায় নিয়েই আয়োজনটি ৬ ধাপে করতে যাচ্ছি। রোজার শেষ কয়েক দিন ঈদের প্রস্তুতি শুরু হওয়ায় ব্যস্ততা অনেক বেড়ে যায়, তাই রমাদান মাসের পাঁচ দিন আগে শুরু করে ঈদের পাচঁ দিনে আগেই শেষ করতেই চাই। বিষয় নির্বাচন আমার মাথায় যতটুকু এসেছে, তাই উল্লেখ করেছি। এগুলো ছাড়াও আরো যদি কোন বিষয় সংযুক্ত করার থাকে, তাহলে কমেন্টের ঘরে উল্লেখ করবেন। তবুও অন্য কোনোভাবে করা যায় কিনা, সে পরামর্শতো নিশ্চয় দেবেনই।

২ জুন

পরিচালক- গাজী সালাউদ্দিন


রামাদানের লক্ষ্য ও উদ্দেশ্য- রিদওয়ান কবির সবুজ।

রামাদানের ফজিলত- মাহবুবা সুলতানা লায়লা, আবু জান্নাত

পূর্ববর্তী ধর্মমতে রামাদান- দিল মোহাম্মদ মামুন

রামাদানে আমল সংক্রান্ত ভুলভ্রান্তি, কুরআন-হাদীসের আলোকে সঠিকটি আলোচনা- ঘুম ভাঙ্গাতে চাই, গাজী সালাউদ্দিন

চাঁদ দেখে রোজা রাখা সংক্রান্ত মাসআলা- ওয়েজ কুরুনী আল বিরুনি

রামাদান মাসে আমল- মহিউদ্দীন মাহী

রমজানে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি - মিনহাজুল ইসলাম মাছুম



৮ জুন

পরিচালক- হক কথা


সেহরীর ফজিলত- সন্ধাতারা, বিবর্ণ সন্ধ্যা

সেহরী সংক্রান্ত মাসআলা- আবু সাইফ

ইফতারের ফজিলত-তটরেখা

ইফতার সংক্রান্ত মআসআলা- মো: মাসুম সরকার আলআজহারী, মোহাম্মদ লোকমান

রামাদা আত্মসংযমের মাস- শেখের পোলা, মোহাম্মদ মিনহাজুল ইসলাম মাসুম

আমাদের বাস্তব জীবনে রমাদান কিভাবে পরিবর্তন নিয়ে আসে- আওলাদ

রামাদান কুরআন নাজিলের মাস- মিশু


১৪ জুন

পরিচালক- সন্ধাতারা


রোজা রাখতে বাচ্চাদের জন্য অনুপ্রেরণামূলক গল্প- আফরা

যেসব কারণে রোজা নষ্ট হয়- মো: ওহিদুল ইসলাম

তারাবির বিধান- মুহাম্মদ বিন সিরাজ

গর্ভবতী মা অথবা সদ্য সন্তান জন্ম দেওয়া মায়েদের রোজা পালন এবং তৎসম্পর্কিত মাসআলা- সাদিয়া মুকিম, আফরোজা হাসান, কানিজ ফাতিমা

রামাদান সম্পর্কিত হাদিস সমূহ- কুয়েত থেকে

জুমাতুল বিদা- জ্ঞানের কথা


২০ জুন

পরিচালক- দি স্লেভ


মাহে রামাদানে স্ত্রী সহবাস, ঋতুস্রাব সংক্রান্ত শরয়ী বিধান- নজরুল ইসলাম টিপু, দ্যি স্লেভ, আবু মসীহা

প্রথম রোজা রাখার অভিজ্ঞতা- এই বিষয়ে যে কেউ লিখতে পারেন

ইতিকাপের ফজিলত- হক কথা

ইতিকাফ সংক্রান্ত মাসলা মাসায়েল- বিন হারুন

অপরাধ মুক্ত সমাজ গঠনে রোজার ভূমিকা- এলিট


২৬ জুন

পরিচালক- আবু জান্নাত


রোজা নিয়ে ছড়া-বাকপ্রবাস, নূর আয়শা আব্দুর রহিম, আবু তাহের মিয়াজী

রামাদান সম্পর্কিত কুরআনের আয়াতসমূহ- আবু জান্নাত, ঘুম ভাঙ্গাতে চাই

রামাদান নিয়ে পাচঁটি বই রিভিও- আওন রাহ’বার

রাসূল এর রোজা পালন- ওয়েজ কুরুনী আল বিরুনি

চিকিৎসা বিজ্ঞানে রোজা- মোঃ ওহিদুল ইসলাম

যাকাতের ভূমিকা- সাদাচোখে


২ জুলাই

পরিচালক- নূর আয়শা আব্দুর রহিম


প্রবাসে রোজা পালন- দ্যি স্লেভ, রাইয়ান, প্যারিস থেকে আমি, তবুওআশাবাদী, সন্ধাতারা

রোজার অনুশীলন কিভাবে সারাবছর জাগ্রত রাখা যায়- ডক্টর সালেহ মতিন

রামাদান সম্পর্কিত হাদীস সমূহ- শাহাদাৎ হোসাইন নবী নগর

শবে কদর- এলিট

সদকায়ে ফিতর- প্রবাসী আব্দুল্লা শাহিন



তাহলে আগামীকাল সহ রোজার বাকী দিনগুলোতে আপনাদের সরব অংশগ্রহণ পাবো বলেই আশা রাখি। আপনি মনে রাখার চেষ্টা করবেন, যদি না থাকে, মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম।

আর হ্যাঁ, একই বিষয়ে একের অধিক লেখা পোস্ট করতে পারবেন।



এখানে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা ছাড়াও অন্যরা উক্ত বিষয়গুলোতে নির্দিষ্ট দিনে লেখা পোস্ট করতে পারবে।

খুব যত্ন দিয়ে আপনার মূল্যবান লেখাটি প্রস্তুত করতে থাকুন।

উল্লেখ্য, আপনি লিখুন, অথবা নাই লিখুন, যারা লিখছে, তাদের লেখাগুলো পড়ে মন্তব্য করতে ভুলবেন না।

ধন্যবাদ সবাইকে। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন।



বিষয়: বিবিধ

১১৭৬ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371839
১৩ জুন ২০১৬ দুপুর ১২:৪৫
১৩ জুন ২০১৬ দুপুর ০১:০৫
308582
গাজী সালাউদ্দিন লিখেছেন : ফুল আমার দরকার নাই। ইফতারের সময়ে আমার ভালো কিছু ব্যবস্থা কইরেন
১৩ জুন ২০১৬ বিকাল ০৫:০৮
308594
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : 3:-O 3:-O 3:-O
371842
১৩ জুন ২০১৬ দুপুর ০১:০৮
আবু জান্নাত লিখেছেন : সুন্দর ও সুচারু ভাবে পরিচালনার জন্য অনেক অনেক ধন্যবাদ। রামাদানে কারীম, বার বার ফিরে আসুক রহমত, মাগফিরাত ও মুক্তির বার্তা নিয়ে।
১৩ জুন ২০১৬ দুপুর ০৩:৫৯
308591
গাজী সালাউদ্দিন লিখেছেন : পরিচালক কিন্তু আমি একা নই!
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আপনার দুইটা লেখা পড়িনি বলে মন খারাপ করেছেন! আচ্ছা, মন ভালো করে দেবো।
আমিন আমিন আমিন
371845
১৩ জুন ২০১৬ দুপুর ০১:৫৩
সন্ধাতারা লিখেছেন : Salam brother. I would rather say I can manage tomorrow and slave brother can do his own schedule one on 20th. What do you think?
১৩ জুন ২০১৬ দুপুর ০২:০৮
308584
গাজী সালাউদ্দিন লিখেছেন : ঝটপট জানিয়ে দেন দি স্লেভকে
১৩ জুন ২০১৬ বিকাল ০৪:০৪
308592
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম আপা।
আপনি করবেন শুনে খুবই খুশি হলাম।
স্লেভ ভাইকে জানিয়েছেন তো?
আপার পছন্দকে ছোটা ভাই অগ্রাধিকার দিবে, এটাই তো স্বাভাবিক।
১৪ জুন ২০১৬ রাত ১২:৪০
308647
সন্ধাতারা লিখেছেন :
তবে তার একদিন পর সবগুলো পোস্টের উপর একটা সারাংশ লিখে সবগুলো পোস্টের লিংক পরিচালক তার পোস্টে জুড়ে দেবেন।

এই বিষয়ে আমার ব্যক্তিগত অনুরোধ ও অভিমত হল একটি পোষ্টেই যেহেতু সব বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে তাই আপনার হাত দিয়েই সারাংশ লিখনসহ প্রথম পোষ্টেই সব লিখাগুলো অ্যাড হলে ভাল হয়। যেটা ভিশু ভাইয়া করেছিলেন। যদি আপনার আপত্তি না থাকে।

দ্য স্লেভ ভাইয়াকে জানিয়েছি কিন্তু এখনো কোন সাড়া মিলেনি।
১৪ জুন ২০১৬ রাত ০৪:৩৪
308653
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভিশু ভাই যা করেছেন, তা আমি দেখিনি এবং কোনো ফরমেট আমার কাছে নেই। তাই এমন কাউকে করতে হবে, যার এ বিষয়ে স্বচ্ছ ধারণা রয়েছে। আর হ্যাঁ, একটিভিটিজ দেখে বুঝতেই পারছেন, আমি একটু গ্যারাকলে আছি
১৪ জুন ২০১৬ দুপুর ১২:২৩
308682
সন্ধাতারা লিখেছেন : জ্বি ছোট ভাই অনুধাবন করতে পাচ্ছি। এতো প্রতিকূলতা সত্ত্বেও আপনার ব্লগীয় পরিকল্পনা ও আয়োজন এক কথায় অপূর্ব, অসাধারণ মাশাআল্লাহ। কিন্তু আমরা যেহেতু ইচ্ছে থাকা সত্ত্বেও কেহই সময়াভাবে সবকিছুর সঠিক আঞ্জাম দিতে পাচ্ছি না সেক্ষেত্রে অপশন হল সারাংশ লিখন বাদ রেখে শুধুমাত্র লিখার লিঙ্কগুলো একই পোষ্টে সংযুক্ত করা। তাও যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে যেভাবে চলছে সেভাবেই সমাপ্তি রেখা টানুন ভাইটি।

আপনার মহতী উদ্যোগ ও কঠিন শ্রমের জন্য জাজাকাল্লাহু খাইর।
371854
১৩ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:২৮
জ্ঞানের কথা লিখেছেন : আমি বেশিদুর হলে একটা কারামত বর্ননা করতে পরবে, চলবে?
১৪ জুন ২০১৬ বিকাল ০৫:১৭
308720
গাজী সালাউদ্দিন লিখেছেন : দেননা দেখি কেমন লাগে
১৪ জুন ২০১৬ রাত ০৯:৪২
308757
জ্ঞানের কথা লিখেছেন : দিয়েছ আমার বাড়ীতে যান।
371858
১৩ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৩৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
ইফতারের পরে...!
১৪ জুন ২০১৬ বিকাল ০৫:১৭
308719
গাজী সালাউদ্দিন লিখেছেন : আব্দুর রহিম!!!!!!!!
371866
১৩ জুন ২০১৬ রাত ০৮:১৫
শেখের পোলা লিখেছেন : এবারের বিষয়টা যেন একটু নিঃষ্প্রাণ মনে হচ্ছে (অবশ্য আমার মতে)। একটু চাঙ্গা করা যায়না? ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে।
১৪ জুন ২০১৬ রাত ১২:২৩
308646
সন্ধাতারা লিখেছেন : দয়া করে একটু পরামর্শ দিন না। কীভাবে করা যায়?
১৪ জুন ২০১৬ বিকাল ০৫:১৬
308718
গাজী সালাউদ্দিন লিখেছেন : কি করবো ব্লগটাই নিস্প্রভ হয়ে আছে।চেষ্টা তো করছি। আমার মাথায় যা ধরেছে তাই লিখেছি। আপনাদের কত্তো করে বলেছি পরামর্শ দিত ....
আপনাকেও ধন্যবাদ। কিতা করতাম আমি।
371935
১৪ জুন ২০১৬ দুপুর ০৩:৪২
১৪ জুন ২০১৬ বিকাল ০৫:০৭
308717
গাজী সালাউদ্দিন লিখেছেন : আলহামদুলিল্লাহ্। কিছুক্ষণ আগে দেখলাম। এখনই পড়ছি
371954
১৪ জুন ২০১৬ বিকাল ০৫:৩৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ ছোট্ট ভাইটির পরিচালনায় সুন্দর আঞ্জামে রমাদ্বানের ব্লগপাড়া সরগরম করার জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদানে ভূষিত করুন।
১৪ জুন ২০১৬ বিকাল ০৫:৪১
308722
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতুহু
বুবু, আপনার দোয়া আল্লাহ্ কবুল করুন।
372040
১৫ জুন ২০১৬ দুপুর ০৩:২২
কুয়েত থেকে লিখেছেন : ভাই গতকাল অফিসে আসার পথে গাড়ী রাস্থায় খারাব হয়ে গেয়েছিলো আর অফিসেই আসা হয়নি ক্রেনে করেই গাড়ী গেরেজে নিতে হয়েছে। তাই কাল হাদিসের উপর আমার লেখাটি পোষ্ট করতে পারি নাই বলে দুঃখিত। আজ খুব তাড়া হুড়া করেই লেখাটির পোষ্ট করলাম জানিনা কবুল হলো কিনা আপনাকে ধন্যবাদ
১৫ জুন ২০১৬ দুপুর ০৩:৫০
308820
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার আন্তরিকতা দেখে মুগ্ধ হয়েছি।
সকল সমস্যায় সর্বাবস্থায় আল্লাহ্ আপনাকে নিরাপদ রাখুন এই কামনা।
এতো কষ্টের লেখা কবুল না করে পারা যায়না।
এখনই পড়ে ফেলবো
১০
372126
১৬ জুন ২০১৬ সকাল ১০:১৫
আওণ রাহ'বার লিখেছেন : Happy Happy Good Luck Happy Happy Good Luck Happy Happy
২১ জুন ২০১৬ দুপুর ১২:৪৮
309452
গাজী সালাউদ্দিন লিখেছেন : শুকরিয়া
১১
372477
১৯ জুন ২০১৬ দুপুর ১২:৫৯
হারেছ উদ্দিন লিখেছেন : আসসালামু আলাইকুম,

ভাল উদ্যোগ নেওয়ার মোবারক বাদ #সালউদ্দিন সাহেব।
২১ জুন ২০১৬ দুপুর ১২:৪৮
309451
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
আপনার মন্তব্য খুশি হলাম ভাই
১২
372708
২১ জুন ২০১৬ দুপুর ১২:১৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে, দোয়া রইলো।
২১ জুন ২০১৬ দুপুর ১২:৪৮
309450
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
আমার জন্য আপনার দোয়া আল্লাহ কবুল করুন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File