আমেরিকায় আজ সন্ত্রাসী হামলা হল
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৩ জুন, ২০১৬, ১০:৪৭:৪৬ সকাল
আজ এক শুভাকাঙ্খির বাড়ির চেরী গাছ থেকে অন্তত কেজী চারেক চেরী পড়লাম। ইফতারীর পর এখন খাচ্ছি। এ এক দারুন জিনিস। এক স্টোর থেকে অনেক কেনাকাটা করলাম। বড় এক তরমুজও আছে এর ভেতর। মনে হয় বেশীক্ষন এর হায়াত নেই.......রোজায় শুকিয়ে চৌচির হয়ে গেছি.....তরমুজে সিক্ত হতে চায় মন....
ওদিকে ফ্লোরিডার অর্লান্ডোতে এক মর্মান্তিক সন্ত্রাসী আক্রমন ঘটেছে। এক মুসলিম নামধারী ব্যক্তি নাইট ক্লাবে গিয়ে এলোপাতাড়ি মেশিনগান দিয়ে গুলি ছুড়ে ঘটনাস্থলেই ৫০জনকে হত্যা করেছে এবং অন্য ৫০ জন আহত। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার পর সে নিজেই পুলিশকে ফোন করে ডেকে এনেছে এবং বলেছে সে আই.এস এর মিশন সফল করেছে। আমার জানামতে আই.এস সাধারনত: মধ্যপ্রাচ্যে মুসলিমদেরকেই হত্যা করে। নামাজরত মুসল্লিদেরকেও বাদ দেয়না।
পূর্বে যে কোনো সন্ত্রাস ঘটলেই আলকায়েদার নাম শোনা যেত,আর এখন আই.এস এর নাম শোনা যাচ্ছে। বিষয়টা সন্দেহজনক।
আর এভাবে মানুষ হত্যা করলে ইসলামের যে কোনো লাভ নেই তা বোধহয় সকল মুসলিমই স্বীকার করবে। কেউ যত খারাপই হোক, ইসলাম তাকে হত্যা করতে বলেনা,বরং দাওয়াহ করতে বলে। কেউ ভালো আচরণ করুক আর খারাপ আচরণ করুক,সে তার চিন্তা দ্বারা পরিচালিত হয়। সেই চিন্তার পরিবর্তন ছাড়া যারা ব্যক্তি,সমাজকে পরিবর্তন করতে চায় সে প্রকৃতই আহাম্মক।
আল্লাহ তায়ালা বলেন-যে ইচ্ছাকৃতভাবে নির্দোষ একজন মানুষকে হত্যা করল,সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল,আর যে একজন মানুষকে বাচালো,সে যেন পুরো মানব জাতিকেই বাচালো...
অবস্থা দেখে মনে হচ্ছে, মুসলিমদেরকে ও ইসলামকে আরও ঘৃনা করুক, মুসলিমদের উপর আক্রোশ আরও বাড়ুক,এটা নিশ্চিত করতেই বুঝি এসব ঘটনা ঘটানো হচ্ছে !
তবে আল্লাহ বলেন-তারাও পরিকল্পনা করে, আল্লাহও পরিকল্পনা করেন, আর পরিকল্পনাকারীদের ভেতর আল্লাহই সর্বশ্রেষ্ঠ।
টুইন টাওয়ার হামলার পর মানুষ ভেবেছিলো পাশ্চাত্যের মুসলিমরা এবার শেষ। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এরপর থেকে অমুসলিমদের ভেতর ইসলাম গ্রহনের পরিমান দ্বিগুনেরও বেশী হয়েছে। কারন এসব ঘটনায় অমুসলিমরা ইসলাম ও মুসলিমদের ব্যাপারে অনুসন্ধিৎস্যু হয়ে ওঠে আর অনেকেই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহন করে ধন্য হয়।
আল্লাহ মুসলিমদেরকে হেফাজত করুক। তাদেরকে শয়তানী শক্তির হাত থেকে রক্ষা করুক ! শয়তানের ষড়যন্ত্র ধ্বংস করুক !!!
বিষয়: বিবিধ
১৫৩১ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর এ ঘটনায় যেহেতু একজন মুসলমানের নাম এসেছে সেটার ফলে আপনারা যারা আমেরিকাতে মুসলমান আছেন তাদের চলাফেরায় কি কোন রেস্ট্রিকশন এসেছে?
এখানে মানুষ বোধসম্পন্নই বেশী। এরা সমস্যা তেমন করেনা। অন্তত আমার স্টেটে সমস্যা নেই। হয়ত কোথাও কোথাও মুসলিমরা কারো দ্বারা সমস্যার সম্মুখিত হতে পারে
অভিযান শেষে আক্রমণকারীকে মৃত পাওয়া গেছে বলে জানায় পুলিশ। রহস্যময়!
এফবিআইএর এক মুখপাত্র ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে জানায়, ওমর আলি হামলা চালানোর কিছুক্ষণ আগে জরুরি বিভাগে ফোন করে তার পরিকল্পনার কথা জানান। এর সঙ্গে ইসলমিক স্টেটের সম্পৃক্ততা আছে বলেও ঘোষণা করেন!! দারুণ কথা!!!
ইসলামিক স্টেটের কথা বলে আক্রমণ শুরু করায় ওমর আলিকে ওই দলটির সদস্য বলে প্রাথমিকভাবে মনে করা হলেও এ বিষয়ে সুস্পষ্ট কোনও প্রমাণ এখনও মেলেনি।
অবস্থা দেখে মনে হচ্ছে, মুসলিমদেরকে ও ইসলামকে আরও ঘৃনা করুক, মুসলিমদের উপর আক্রোশ আরও বাড়ুক,এটা নিশ্চিত করতেই বুঝি এসব ঘটনা ঘটানো হচ্ছে !
http://www.amardeshonline.com/pages/details/2016/06/14/340125#.V19hr3lJmM8
যে হিলারীর আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জেতা অনেকটা নিশ্চিত সেই হিলারীর কাছে সমকামিতা হচ্ছে মানবাধিকার । কিন্তু এটা আল্লাহ কর্তৃক চরমভাবে নিষিদ্ধ একটি কাজ এবং অন্যতম জঘন্য কাজ । ঈসা (আঃ) এর অনুসারী বলে দাবীদার খৃষ্টানেরা কিভাবে এই ঘৃন্য কাজকে লাই দেয় , মানবাধিকার বলে আষ্কারা দেয় ?
http://www.amardeshonline.com/pages/details/2016/06/14/340131#.V19h-XlJmM8
গত নির্বাচনের সময়ও আমরা দেখেছি এক বাংলাদেশি স্টুডেন্টকে মেকি বোমাবাজ বানিয়ে ইসলাম বিদ্ধেশ ছড়ানো হয়েছিল।
আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। জাযাকাল্লাহ খাইর
আর হাঁ আমি একটা পিয়ারসের কলম কিনেছি, যার চার ডালে চার ধরণের পিয়ার্স হবে(ইনশা আল্লাহ) আজ বাগানে বসাব। ফল খাবার আগাম দাওয়াত রইল।
মন্তব্য করতে লগইন করুন