রোজার সুন্নত ও মুস্তাহাবসমূহ
লিখেছেন লিখেছেন ইসলাম কিংডম ১৩ জুন, ২০১৬, ০৫:৪১:৪৪ সকাল
রোজা মানুষকে শৃঙ্খলা, ঐক্য, ভালবাসা, ন্যায়পরায়ণতা এবং সমতা বিধানের শিক্ষা দেয়। রোজা মানুষদের অন্তরে দয়া, সহানুভূতি এবং পরোপকারিতার মনোভাব সৃষ্টি করে। যেমনিভাবে ঐক্যবদ্ধ জীবন সমাজকে বিভিন্ন অন্যায় ও পাপ কাজ থেকে দূরে রাখে। মুসলমানদেরকে তার অন্য ভাইয়ের ব্যাথা বুঝতে সাহায্য করে। রোজার কিছু সুন্নত ও মুস্তাহাবসমূহ রয়েছে।
রোজার সুন্নত ও মুস্তাহাবসমূহ
১ - সেহরি খাওয়া এবং তা দেরি করে ফজরের আযানের কিছু সময় পূর্বে খাওয়া।
২ - দ্রুত ইফতার করা
৩ - ইফতারের সময় দুআ পড়া
৪ - অহেতুক ও অশ্লীল কথা পরিত্যাগ করা
৫ - বেশি বেশি ইবাদত করা
রোজার সুন্নত ও মুস্তাহাবসমূহ সম্পর্কে বিস্তারিত পড়তে এই লিংকে ক্লিক করুন ••►bn.islamkingdom.com/s2/46725
বিষয়: বিবিধ
৭৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন