যৌন জিহাদ, ঘটনা সত্য? নাকি অপপ্রচার, জানতে চাই

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ৩০ আগস্ট, ২০১৪, ০৫:০৪:৫৪ বিকাল

খবরে প্রকাশ, বিশ্বের বিভিন্য দেশ থেকে বিপুল সংখক নারী সিরিয়া ও ইরাকে যোদ্ধাদের শারীরিক প্রণোদনা দেয়ার জন্য যৌন জিহাদে অংশ গ্রহণ করছে।

আমার প্রশ্নঃ ১, এই ধরণের যৌন জিহাদ বা যোদ্ধাদের শারীরিক আরামদানের বিষয়টি (বিবাহ বহির্ভূতভাবে) ইসলামে জায়েজ কিনা?

২, শোনা যায়, বিভিন্য পরিবার কে উতসাহিত করে অথবা হুমকী দেয় যৌন জিহাদে অবিবাহিত সুন্দর মেয়েদের পাঠানোর জন্য। এমন কি হতোয়াহ জারি করা হয় যৌন জিহাদের পক্ষে! এই ধরনের ফতোয়াহ কি ইসলামী শরীয়াহ ভিত্তির উপর প্রতিষ্ঠিত?

৩, রাসুল (সঃ) এর সময়ে এই ধরণের জিহাদের প্রচলন ছিল কি?

৪, খবরে প্রকাশ, ভুক্তভোগিদের সাক্ষাতকারে দেখা যায়, একজন কে দিনে ১০০ বারের ও বেশি সহবাসে মিলিত হতে হয়েছে, একজনের সঙ্গে নয় বরং অনেক পুরুষের সাথে। এই রকম বর্বর এবং পতিতাদের মত বহুগামী হওয়া শরীয়ত সম্মত নয় জানি, তবে এই ব্যাপারে মূল বিধান কি?

৫, চার নারী ইতোমধ্যে আত্মহত্যা করেছেন, যদি যৌন জিহাদ জায়েজ হত এবং তারাও স্বেচ্ছায় গিয়ে থাকেন তবে কেন আত্মহত্যা করবেন?

৬, যতদুর জানি মুতা বিবাহ বিধান রহিত হয়ে গেছে, যৌন জিহাদ মুতা বিবাহের মতই। রহিত হওয়া একটা জিনিস কেমন করে আবার জায়জে করা হচ্ছে? পরিস্কার ধারণা নিতে চাই, আদৌ এখন মুতা বিবাহ জায়েজ আছে কিনা?

৭, সব শেষ প্রশ্নঃ আসলে কি যৌন জিহাদের মত ঘটনা ঘটে চলেছে নাকি পশ্চিমা বিশ্বের অপপ্রচার?

কারো জানা থাকলে বিস্তারিত জানাবেন আশা করি।

বিষয়: বিবিধ

২১২৯ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259701
৩০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
তিমির মুস্তাফা লিখেছেন : খবরের ‘উৎস আর সত্যতা যাচাই না করে পশ্চিমা সংবাদ মাধ্যমের প্রচারণা - কপি বা অনুবাদ করে মানুষকে জানানো এক ধরণের অপরাধ, বিশেষ করে এই ‘মিডিয়া সন্ত্রাসের’ যুগে।
বুঝতে হবে –এটা - আমেরিকানদের ইরাক আক্রমণের সময়ে – ফিলিপিনো ‘যৌন দাসী সরবরাহের মত কোন বিষয় নয়। এ পর্যন্ত দুজন সোমালি মেয়ের সম্বন্ধে জানা গেছে – যারা নিজেও সিরিয়ার ‘জিহাদে যোগ দিয়েছে এবং এদের একজন সেখানে এক মুজাহিদকে বিয়ে করছে বলে খবরে এসেছে। পুরুষদের পক্ষেই যেখানে খেয়ে না খেয়ে সংগ্রাম করতে হচ্ছে- প্রতি মুহূর্তে মাথার উপরে বোমা পড়ার আশঙ্কা – ক্ষমতার দিক থেকে ‘সুপিরিয়র শত্রুর যুদ্ধ বিমানের সাথে লড়ছে - তাদের কি ‘খাহেশাত নিয়ে মাথা ঘামানোর সময় আছে? আর যারা জেহাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে – শহিদী জোশে যুদ্ধ করে – তাদের ঈমান, হারাম হালাল, ন্যায় অন্যায় বোধ- আমাদের চেয়ে অনেক উপরে। তারা আর যাই হোক – এমন হারাম কাজে লিপ্ত হবে – এটা চিন্তা করা যায় না। তবে বিয়ে করা তো আর নিষেধ নয়, কেউ যদি বিয়ে করে থাকে তবে তাতে কোন সমস্যা নেই।
৩০ আগস্ট ২০১৪ রাত ০৯:০৪
203513
মনসুর আহামেদ লিখেছেন : @তিমির মুস্তাফা ,আপনার যথেষ্ট নলেজ রয়েছে।
আপনার সাথে একমত।
৩০ আগস্ট ২০১৪ রাত ০৯:৫০
203519
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার কাছেও এইসব সংবাদ খুব বিব্রতকর মনে হয় একজন মুসলমান হিসেবে, কিন্তু ভালভাবে জানা ক্ষেত্রে এবং বুঝার ক্ষত্রে রয়েছে আমার রয়েছে সীমাবদ্ধতা, তাই এই ব্লগে বিষয়টি সম্পর্কে পরিস্কার ধারণা নেয়ার জন্য লিখাটি পোস্ট করি, আমার মনে হয়েছিল, সন্তোষজনক উত্তর এখান থেকেই পাওয়া যেতে পারে। আমি আপনার উত্তরে অনেক বেশি সন্তুষ্ট। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।
259717
৩০ আগস্ট ২০১৪ রাত ০৮:০১
শেখের পোলা লিখেছেন : জানা নাই তবে আমার মতে এ সব মিথ্যা আর সত্য হলে পরিত্যাজ্য৷
৩০ আগস্ট ২০১৪ রাত ০৯:৫১
203520
গাজী সালাউদ্দিন লিখেছেন : ধন্যবাদ বুড়া মিয়া। আমার কাছেও বিশ্বাসযোগ্য মনে হয়না।
259718
৩০ আগস্ট ২০১৪ রাত ০৮:১০
শিশির ভেজা ভোর লিখেছেন : জঙ্গিরা নিজেদের স্বার্থে সব করতে পারে।
৩০ আগস্ট ২০১৪ রাত ০৯:০০
203510
স্বপন২ লিখেছেন : @শিশির ভেজা ভোর,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক ।
৩০ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৩
203521
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি অফ জান!!!!! বাকা লাইনে হাটাই আপনার অভ্যাস!
259729
৩০ আগস্ট ২০১৪ রাত ০৮:৫৮
স্বপন২ লিখেছেন : আসলে কি যৌন জিহাদের মত ঘটনা ঘটে চলেছে নাকি। উত্তর পশ্চিমা বিশ্বের অপপ্রচার মাএ।
৩০ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৩
203522
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার কাছে এইসব অপপ্রচার মনে হয়! ধন্যবাদ স্বপন২ ভাই।
259738
৩০ আগস্ট ২০১৪ রাত ০৯:১৫
বুড়া মিয়া লিখেছেন : এগুলোতো খালি শুনি-ই আর সংবাদে দেখি, এর বাইরে কি হচ্ছে কে জানে। বর্তমানের অবস্থায় তো নিজে উপস্থিত হয়ে না দেখা পর্যন্ত অনেক বিষয়ে সংবাদের উপরও ভরসা করা যায় না।
৩০ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৪
203523
গাজী সালাউদ্দিন লিখেছেন : হেরে বুড়া মিয়া, এই জন্যইত আমাকে এটা নিয়ে লিখতে হল, খুব কনফিউশনে আছি!
259743
৩০ আগস্ট ২০১৪ রাত ০৯:২৫
মারুফ হাসান লিখেছেন : ভুয়া খবর তারাই প্রচার করে,যারা জাল হাদিসের বরাত দিয়ে ইসলামের ভুল খোঁজে
৩০ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৬
203524
গাজী সালাউদ্দিন লিখেছেন : যথার্থই বলেছেন। আমার ব্লগে আপনি মনে হয় এই প্রথম, আপনাকে স্বাগতম মারুফ ভাই।
259746
৩০ আগস্ট ২০১৪ রাত ০৯:৪২
আবু জান্নাত লিখেছেন : যৌন বিবাহ নামে কোন বিবাহ ইসলামে জায়েয নেই। মোতা' বিবাহের মতই হারাম, এতটুকু আমার জানা আছে। (আল্লাহু আ'লাম)
আমার কাছে এই সমস্ত বিষয় মিথ্যা মনে হয়, কেননা আইসিসের শেকড় অনেক কঠিন জেনে পশ্চিমা বিশ্ব তাদেরকে মুসলিম বিশ্বের কাছে হেস্ত নেস্ত করার জন্য এই কৌশল অবলম্বন করেছে মনে হয়, যাতে করে আইসিস কোন দিন মুসলিম বিশ্ব থেকে স্বীকৃতি না পায়। আচ্ছা আইসিস যদি সত্যিই যৌন পুজারী হতো তবে কেন ইন্ডিয়ান কেরালায় ৪৮ জন নার্সকে তাদের হাতের মুঠোয় থাকা সত্বেও স্ব-সম্মানে ইন্ডিয়ান দূতাবাসের মাধ্যমে নিজ দেশে হস্তান্তর করলেন? এ ঘটনা থেকে আমি বিশ্বাস করি আইসিস যৌন পুজারী নয়। এটা পশ্চিমাদের মিডিয়া সন্ত্রাস।
৩০ আগস্ট ২০১৪ রাত ১০:৪৫
203545
গাজী সালাউদ্দিন লিখেছেন : এ ঘটনা থেকে আমি বিশ্বাস করি আইসিস যৌন পুজারী নয়। এটা পশ্চিমাদের মিডিয়া সন্ত্রাস।

সহমত। অনেক ধন্যবাদ আপনাকে, আমার লিখায় সবসময় সংগ দিয়ে যান বলে স্পেইশাল ধন্যবাদ
259765
৩০ আগস্ট ২০১৪ রাত ১০:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কিছুদিন আহে জনাব কাদের সিদ্দিকি বির উত্তম এক লিখায় টাঙ্গাইল এর ভুয়াপুর অঞ্চলে এক যুদ্ধের বর্ননায় অন্য একটি পত্রিকায় লেখা সেখানে অনেকগুলি ধর্ষন এর ঘটনা ঘটেছিল বলে দাবির ত্রিব্র প্রতিবাদ করেছিলেন।তিনি বলেছিলেন সেখানে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল কিন্তু কিন্তু কোন ধর্ষন এ ঘটনা ঘটেনি। তিনি এটাও লিখেছিলেন যে এটা অসম্ভব যে একজন সৈনিক যথন যুদ্ধে লিপ্ত থাকে সে নিজের জিবন নিয়েই থাকে চিন্তিত। ধর্ষন এর মত কাজের মানসিকতা থাকা অসম্ভব।
৩০ আগস্ট ২০১৪ রাত ১০:৪৬
203546
গাজী সালাউদ্দিন লিখেছেন : দুঃখিত আপনার সাথে এবং কাদের সিদ্দীকির সাথে একমত হতে পারলাম না। হতে পারে টাঙ্গাইল এর ভুয়াপুর অঞ্চলে ধর্ষনের ঘটনা ঘটেনি। তাই বলে বাংলাদেশে কোথাও ধর্ষনের ঘটনা ঘটেনি তা বলা ঠিক হবেনা, অবশ্যই ঘটেছে।
" এটা অসম্ভব যে একজন সৈনিক যথন যুদ্ধে লিপ্ত থাকে সে নিজের জিবন নিয়েই থাকে চিন্তিত। ধর্ষন এর মত কাজের মানসিকতা থাকা অসম্ভব।" এই কথাতেও একমত হতে পারলাম না। ধর্ষন হয় বেশি এক পক্ষ অপর পক্ষের উপর বিজয় লাভ করলে, কারণ তখন বিজয়ী পক্ষের যোদ্ধাকে জীবন নিয়ে চিন্তা করতে হয়না। তাছাড়া তারা অনেক দিন স্ত্রী থেকে আলাদা থাকে বলে যৌন লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে ধররষনের ঘটনা ঘটায়।
ইসলামের পক্ষে যোদ্ধাদের বিষয় সম্পূর্ন আলাদা, তারা বিজয় লাভ করেও মনে আল্লাহর ভয় জাগ্রত থাকায় ধর্ষন, লুটপাটের মত নিকৃষ্ট কাজ থেকে বিরত থাকতে সমর্থ হয়।
আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য।
259770
৩০ আগস্ট ২০১৪ রাত ১০:৩৬
মোশারোফ লিখেছেন : অনেক ধন্যবাদ
৩০ আগস্ট ২০১৪ রাত ১০:৪৬
203547
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপ্নাকেও ধন্যবাদ
১০
259850
৩১ আগস্ট ২০১৪ রাত ০১:৩৯
আফরা লিখেছেন : আমি কিছু জানি এখন অনেক কিছু জানলাম পোষ্ট ও মন্তব্য থেকে ।
৩১ আগস্ট ২০১৪ সকাল ০৬:০৩
203653
গাজী সালাউদ্দিন লিখেছেন : এই ব্লগের কাছে আমি চির কৃতজ্ঞ হয়ে থাকব। অনেক অনেক কিছু জানতে পারছি। বিশেষ করে আমরা অনেক কিছুই পড়েছি, জেনেছি, কিন্তু নাড়াচাড়া না করার কারণে প্রায় ভুলতে বসেছি, তখনি এই ব্লগের কল্যাণে আবারো নাড়াচাড়া করতে হচ্ছে, জ্ঞানের পরিধি আরো সমৃদ্ধ হচ্ছে। আফরা আপনাকে অনেক ধন্যবাদ
১১
259873
৩১ আগস্ট ২০১৪ রাত ০৪:১৮
কাহাফ লিখেছেন : ইসলামে যৌন জিহাদ নামে কিছু নেই,কখনোই ইআলাম এটা সমর্থন করে না। বিষয় টা নিয়ে সন্দেহ আছে সত্য না মিথ্যা.......।
৩১ আগস্ট ২০১৪ সকাল ০৬:০৫
203654
গাজী সালাউদ্দিন লিখেছেন : ইসলাম এই ধরণের নিকৃষ্ট কাজের অনুমোদন কখনো দেইনি দিতে পারেও না। আমারো যথেষ্ট সন্দেহ আছে।
ধন্যবাদ আপনাকে
১২
259918
৩১ আগস্ট ২০১৪ সকাল ০৯:৩৮
ইমরান ভাই লিখেছেন : খবর টা মিথ্যা সত্য নয়। মুসলিমদেরকে হেয় করার একটা চাল মাত্র।
৩১ আগস্ট ২০১৪ সকাল ১০:১২
203703
গাজী সালাউদ্দিন লিখেছেন : খবরটা নয় খবরগুলো! প্রায় আসে এই নিয়ে লেখালেখি। তাইত বিব্রত। জি আমারো মনে হয়েছে মিথ্যা। ধন্যবাদ আপনাকে
১৩
261007
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:২৪
অয়ন খান লিখেছেন : খবর সত্য হলেও ইসলামের কোন ক্ষতি নেই। আমরা মুসলমান নাম নিয়েছি - যদি ইসলাম থেকে উপকৃত হই, তাহলে আমাদেরই লাভ। আর যদি এরা এসব করেই থাকে, তাহলে তারা সত্যিকার ইসলামের অনুসারী নয়।
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫০
205204
গাজী সালাউদ্দিন লিখেছেন : জী যথার্থই বলেছেন, অনেক ধন্যবাদ কমেন্টের জন্য।
১৪
261363
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৪
আহ জীবন লিখেছেন : আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের বিচ্যুতি, অজ্ঞতা।
১৫
261737
০৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
আমি মুসাফির লিখেছেন : যৌন জিহাদ আবার কি? এসব নতুন আবিষ্কার। এগলো মুসলমানদেরকে আঘাতের জন্য করা হয়ে।েছ
১৬
262725
০৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৪৭
বাজলবী লিখেছেন : মুসলমানদের ফেতনায় জড়ানোর একটা অপপ্রচার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File