চোখের পানিতে নিজের শোকাহত কাতর হৃদয়টা যেন একেবারে পাথর হয়ে গেল !!
লিখেছেন লিখেছেন Mujahid Billah ৩০ আগস্ট, ২০১৪, ০৫:০৬:১২ বিকাল
মূহুর্তের মধ্যেই ঝরে গেল সুন্দর একটি প্রাণ। সমস্ত
ভাবনা-চিন্তা কেমন উল্টেপাল্টে গেল।আজ বিকাল চার
টায় খবর পেলাম আমার প্রিয় একজন ভাই মাওঃ রেজাউল
করিম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, এ খবর শুনা মাত্রই
শরীর যেন শীতল হয়ে গেল।আর
দেরি না করে বাড়ীতেকে বেরিয়ে পরলাম রেজাউল করিম
ভাইকে একবার শেষ দেখা দেখার জন্য। ওহ,এত
মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হলেন রেজাউল করিম ভাই !
মুখের ডান দিকের অবস্তা একেবারেই ছিন্নবিচ্ছিন্ন।
আর এদিকে স্বজনদের আহাজারি আর বুক
ফাঁটা আর্তনাদে ভারী করে তুলল পোর বাড়ী।
কে কাকে সান্ত্বনা দেবে, কী বা বলবেই। তখন চোখের
পানিতে নিজের শোকাহত কাতর হৃদয়টা যেন
একেবারে পাথর হয়ে গেল।
পরিশেষে আপনাদের সবার কাছে আকুল আবেদন, আপনার
উনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতের
উচ্ছ র্মযদা দান করেন।
বিষয়: বিবিধ
১১৮৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন