হায়রে গ্রীণকার্ড ডট ডিকে

লিখেছেন লিখেছেন তায়িফ ৩০ আগস্ট, ২০১৪, ০৫:০২:০৮ বিকাল



ছবিটি http://www.rightnow.io থেকে নেওয়া



ডেনমার্কে হাই প্রফেসন জব করার জন্য গ্রীণ কার্ড ক্রিম চালু হয়। তাই সুইডেনে পড়তে আসা স্টুডেন্টরা বানের পানির মত ডেনমার্কে পাড়ি জমায়। তাদের নিয়েই আমার পোস্ট

২০০১১ সালের আগ পর্যন্ত সুইডেনে ফ্রি পড়াশুনা করা যেত। তখন তারা সুইডেনে পড়তে এসে ডেনমার্কে পিজ্জারিয়াগুলো দিনরাত আন্নে যা দেন ভীত্তিতে কাজ করত শুধু তিসিস জমা দেওয়ার সময় সুইডেন গিয়ে ডিগ্রি নিয়ে আসত। সুইডেনে যদি কোন স্টুডেন্ট পাশ করে তবে অধ্যাপক অনেক টাকা পায় তাই ডেনমার্কে ডিশওয়াশিং করে করে তারা মাস্টার্স কম্প্লিট করে ফেলত । অথচ আমরা যার ডেনমার্কের স্টুডেন্ট সারা রাত নিউজ পেপার ডেলিভারী, ক্লিনিং ডিশওয়াশিং করে সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত পড়াশুনা করেও পাশ করতে খবর হয়ে যেত।

ডেনমার্কে হাই প্রফেসন জবের জন্য প্রচুর পোস্ট খালি এসবের জন্য ল্যাংগুয়েজ লাগে না। ওয়ার্ক ইন ডেনমার্কর অফিসে গেলে প্রচুর কাজ। আমি একবার গিয়েছিলাম তখন অবশ্য আমি কোর্স সমাপ্ত করি নি। এক পাকিস্তানি বড় ভাই ওই অফিসে কাজ করতেন তিনি আমাকে বলেছিলেন তুমি কোর্স কম্প্লিট করে আস।উনি বলেছিলেন আমি চাই আমারমত আরও পাকিস্তানী বাঙ্গালী উচুমানের জব করুক। যাই হোক সুইডেন থেকে আসা গ্রীণ কার্ডধারীদের অনেক হাতে পায়ে ধরেও আমি হাই প্রফেসন জবের জন্য নিয়ে যেতে পারি নি। তারা ক্লিনিং ডিশওয়াশিংয়ে বেশী মনযোগী। পরে অবশ্য জানলাম তাদের ভীতরে যেহেতু কিচু নেই তাই গোমর ফাসের ভয়ে ডিশওয়াশিং করাকেই ভাল মনে করে।

এমনই একজন গ্রীণকার্ডধারীর সাথে আমি কথা বলতে গিয়েছিলাম উনি সুইডেনের নামী ইউনির্ভাসিটি থেকে তথ্যপ্রযুক্তির কোন একটা বিষয়ে পাশ করে এসেছেন। তাই উনাক জিজ্ঞেস করলাম ভাই আপনার তো ল্যাংগুয়েজ সম্পর্ক অনেক আইডিয়া। উনি বললেন অবশ্যই। আমি বললাম তো ভাই কি কি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানেন। আমার গ্রীণকার্ডধারী ভাই বললেন বাংলা, ইংরেজী আরবী, উর্দু অনেক ল্যাংগুয়েজ জানি। হাহাহহাহাহাহাহাহাহ

গ্রীণকার্ডধারীদের আরো মজার মজার গল্প শুনতে সাথেই থাকুন

চলবে...............

বিষয়: বিবিধ

৩৮৮১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259687
৩০ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৪
আবু নাইম লিখেছেন : ভালো লাগলো
259693
৩০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:১০
আহমাদ তাহসীন লিখেছেন : সুইডেনে পড়া সব ছাত্রদের আপনি জেনারিলাইজ করে ফেলেছেন। কিছু নেই মানে আপনি কি বুঝিয়েছেন?? আপনি বা কি করেন। সুইডেন এ সমন অনেক ছাত্র আছে যারা সুইডেনে পড়াশোনা করে সুইডেনে পিএইচডি করছে। অনেকেই হার্ভাড অক্সফোর্ড এর মত জায়গায় পিএইচডি করছেন। কিছুদিন আগে এক ভাই সুইডেনে মাস্টার্স ও পিএইচডি করে স্ট্যানফোর্ড এ পোষ্টডক করতে গেলেন। আপনি যে বাংগালীর বৈশিষ্ট্য ছাড়তে পারেননি সেটা আপনার লিখায় ষ্পষ্ট। আপনি পাশ করতে না পারেন সেটি আপনার সমস্যা সেটিকে জাস্টিফাই করছেন সুইডেনে পড়া ছাত্রদের নিয়ে। সত্যিই আপনি ইউরোপে এসে ও কিছু শিখতে পারেননি। অন্যকে সন্মান করতে শিখুন।

আমি নিজেও সুইডেনে মাস্টার্স করে সুইডেনেই পিএইচডি করতেছি।
259716
৩০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
কাবজাব লিখেছেন : ভাই জান নিজেকে কি মনে করেন জানিনা। প্রথমত ছবির সাথে সাথে লিখার কোন সম্পর্ক পেলামনা। আর আপনি এত কিছু জানলে ফেসবুকে বিভিন্ন গ্রুপে ইনফরমেশন প্রোবাইড করতে পারেন। সবার কাজে আসবে। আর বিদেশে যারা আসে সবার লক্ষ্য উদ্দেশ্য এক থাকেনা। কেউ আসে পড়া লেখা র উদ্দেশ্যে আর কেউ আসে টাকা ইনকামের উদ্দেশ্যে । আর সবার হয়ত আপনার সমান মেধা থাকেনা। সবচেয়ে বড় কথা হল ওরা তো ভাই ওইখানে চুরি ডাকাতি করতেছেনা । আর দেশেও বসে দুর্নীতি করতেছেনা ।
সবাই পরিশ্রম করে টাকা কামাই। আর আপনারা উনাদের নিয়ে মজার কাহিনী লিখেন। সেলুকাস এই পৃথিবী !!!!
259734
৩০ আগস্ট ২০১৪ রাত ০৯:০৭
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
259744
৩০ আগস্ট ২০১৪ রাত ০৯:২৬
বুড়া মিয়া লিখেছেন : আমার অবশ্য ওসব দেশের অভিজ্ঞতা নাই, তবে ইংল্যান্ড, ইউ.এস.এ থেকে অনেক ভালো ডিগ্রী নিয়ে সেখানে অনেক দিন কাজ করার পরেও দেশে ফিরে এসেছে এবং দেশে বেশ সম্মানজনক পজিশনে আছে, এমন কয়েকজনের সাথে কথা হয়েছে। বাংলাদেশিরা যতো শিক্ষিত আর যোগ্যই হোকনা কেন সেসব দেশের উত্তরাধিকাররা নাকি এদেরকে টিটকারী-কটাক্ষই করে আচরণে বা কথাবার্তায়ও এবং প্রায় ক্ষেত্রেই যোগ্যতর হলেও নিজেদের আগে কখনও প্রাধান্য দেয় না।

ইংল্যান্ডে সাউথ-এশিয়ান ওয়ার্সীর ব্যাপারটা জেনেও তাই মনে হয়েছে – কি পরিমাণ কোনঠাসা হয়ে থাকলে সেই ফোরামে প্রতিবাদ না করতে পেরে অন্তর্জ্বালায় ইস্তফা দিয়েছে!
262301
০৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৬
সায়িদ মাহমুদ লিখেছেন : হা হা সেই যখন থেকে পাঠ অব্যাশ হচ্ছিল তখন থেকে বিদেশও বাইরের ভ্রমণ কাহিনিতে আলাদা একটা জুক ছিল আমার, যেটি এখনো আছে আপনি বিদেশ সংক্রান্ত পোষ্ট দেওয়াতে আজ থেকে আমিও আপনার নিয়মিত পাঠক হয়ে গেলাম হি Happy হি Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File