পৃথীবিতে পথ চলার এই নির্মম পথে আমরা সবাই স্বার্থপর।
লিখেছেন লিখেছেন পরিচিত ০৩ মে, ২০১৪, ০৫:৪২:০৯ বিকাল
পৃথীবিতে পথ চলার এই নির্মম পথে আমরা সবাই স্বার্থপর।স্বার্থপর শব্দ টি আমারা যখন কারো মুখ থেকে শুনি তখন আমরা বিরক্ত হই যে বলেছে তার উপর তাকে এড়িয়ে চলি বা তার সাথে বন্ধুত্বের বা সম্পর্কের লেনাদেনা শেষ করে দেই।বাস্তবে আমরা নিজের দিকে থাকালে আমরা যে নিজেরাই নিজেকে ঠিকিয়ে রাখার জন্য স্বার্থপর হয়ে যাই সেটা ভাবি না কখনও।
বাস্তবতার আলোকে আশেপাশে চোখ বুলালে এর অনেক প্রমাণ মিলবে যেমেন একটি অফিসে যদি একটা চাকরির পোষ্ট থাকে আর দুজন বন্ধু যদি সেই একি পোষ্টের দাবিদার হয়ে থাকে তখন নিজকে এই পথ চলা পৃথিবীতে ঠিকিয়ে রাখার জন্য চাকরি টা আমি চাই চাই হয়ে উঠে মনের মাঝে আর তখনেই এত দিনের ভালবাসা - বন্ধুত্ব চাপা পড়ে যায়।
সংসার জীবনের মা-বাবার ভালবাসা পেয়ে তাদের সম্পত্তি পাওয়ার জন্য আমরা হয়ে উঠি স্বার্থপর এক মানুষ অনেক সময় আমারা ভুলে যাই একি গর্ভে জন্মানো রক্তের সম্পর্কের কথা।
আরেকটি আর্শ্চায্যের বিষয় হল আমাদের মাঝে এমন একটি মানুষ কাজ করে সে সবাইকে নিজের কথা শুনাতে বাধ্য করাতে চায় তাই দেখা যায় এই নেতৃত্ব নেওয়ার জন্য স্বার্থপর হয়ে উঠতে বাধ্য করে ।তাই দেখা যায় আমাদের সংসার জীবনে বৌ-শাশুড়ির বিবেধ।স্বামি কে ভুল বুঝানো আবার মা ছেলে কে বৌ এর স্বমন্ধে ভুল তথ্য দিয়ে কান ভার করার ঘঠনা--
মানব জীবনের এই বিচিত্র রহস্যের জন্য আসলে কেউ দায়ী না এর জন্য আসলে দায়ী নিজেকে এই পৃথিবীর বুকে ভাল ভাবে বাঁচিয়ে রাখার যুদ্ধ।নিজেকে অন্যতমদের মাঝে নিজেকে অন্যতম রুপে রুপ দানের যুদ্ধ--
বিষয়: বিবিধ
৩৪৯৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে --
মন্তব্য করতে লগইন করুন