"গুমাঙ্ক ও গুমাতঙ্ক"
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০৩ মে, ২০১৪, ০৫:৩৩:৫৮ বিকাল
কতজন গুম হলো ভাই এ সপ্তাহে?
সাত?
আট?
নাকি ৯ ?
নারায়ণগঞ্জে রোববার ৭,
বৃহস্পতিবারে ১।
শুক্রবার বেগম্মগঞ্জ- নীয়াখালীতে ১
...... মোট কত হল ভাই?
কুড়িগ্রামে ১, নওগাঁয় ১১,
কোনাবাড়ী-গাজীপুরে স্কুলছাত্র আকরাম।
গাজীপুরের শ্রীপুরে নবম শ্রেণীর মোবারক,
সিলেট ছাইফুর, মানিকগঞ্জে ৪ বছরের সিয়াম।
টাঙ্গাইলে ২ মোবারক ও আরিফ।
...... মোট কত হল ভাই?
কত লাশ নদীতে ভাই?
পাঁচ, ছয় নাকি ৭ ?
কতটি লাশ চেনা গেল ভাই?
পাঁচ নাকি সাত?
এ যেন গুমের উৎসব,
এ যে লাশের উৎসব।
কোন লাশ আপনার?
কোন লাশ আমার?
কত রকমের লাশ!
থেতলে দেওয়া, বিকৃত লাশ।
গায়ে ইট বাধা অচেনা লাশ।
নদির পানিতে লাশ, নদীর তীরে লাশ,
শিশুর লাশ, নারী ও পুরুষ যুবক কিংবা বৃদ্ধ।
এ যে লাশের জনপদ, মৃত্যুপুরী।
আর কত লাশ চাই তোমার ?
ওফ! ক্লাস ফোরে অঙ্কে ১০০ পেয়েছিলাম,
তবুও এই সহজ যোগটাই পারছিনা!
বলুন না ভাই মোট কত হল?
একটু যোগটা করে দিন না ভাই?
লিখতে ভয় হচ্ছে, যদি আবার গুম হয়ে যাই | এমন তো নয় যে, না লিখলে গুম হব না, তাই না লিখে গুম হওয়ার চেয়ে বড়ং কিছু লিখে যাওয়াই ঢের বেশি ভালো হবে| আসুন আমরা সবাই মিলেমিশে গুম হই |
কল্পনা করতে পারেন?হ্যাঁ। এটা আর কল্পনা নয়। এটা এখন সব নাগরিকের মনের মধ্যে প্রবলভাবে জুড়ে থাকা একমাত্র চিন্তা।আমি কি গুম হয়ে যাব? আমার সন্তান কি ফিরে আসবে ঘরে? আমার নিকটজন কি আজ হয়ে পড়বে গুম কিংবা অপহরণ কিংবা খুনের শিকার?
নারায়ণগঞ্জ কিংবা গাজীপুর এখন সন্ত্রাসের জনপদ। ভয় নামের এক অদৃশ্য পারদ এখন ভয়ানক ভারী হয়ে জুড়ে বসেছে প্রতিটি মানুষের অন্তরে। এখন ভয়ের কৃষ্ণপক্ষ নেমে এসেছে দিবারাত্রি ২৪ ঘণ্টা, জনপদে জনপদে। এখন ‘এই বুঝি এল অপহরণকারীরা’—এই শঙ্কায় রাত্র আসার আগেই রাত নেমে আসছে লোকালয়ে, ভয়ে শিশুরা কাঁদতে ভুলে যাচ্ছে, জুজু নয়, গুম-খুন-অপহরণের ভয়ে পাখিরাও ভুলে যাচ্ছে কূজন তুলতে। মনে হচ্ছে, ভয়ের এই প্রবল গুমোট হাওয়ায় অকারণে প্রসব করে ফেলবে গর্ভিনী গবাদিপশুও।
এর চেয়ে ভয়াবহ কথা আর কী হতে পারে?
এই মৃত্যু উপত্যকাই আমার দেশ!
জল্লাদের এই উল্লাসমঞ্চই আমার মাতৃভূমি?
(শেষের ৩ প্যারা আনিসুল হকের লেখা থেকে)
(বিঃ দ্রঃ) গুমাঙ্ক= গুমের অঙ্ক ।
বিষয়: বিবিধ
১১২৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের ঘুম আর ঘুম।
মন্তব্য করতে লগইন করুন