বাংলাদেশ এবং ওষুধ শিল্প [ভেজাল ওষুধ ]
লিখেছেন লিখেছেন ভোলার পোলা ৩০ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৪২:০১ দুপুর
সেদিন দুপুরে অফিসে হটাৎ খাবার পর পেট
জ্বালা করছিল । একটা ছেলেকে পাঠালাম
একটা সেকলো-২০এমজি আনবার জন্য । একটু পর
ছেলেটা একটা ওষুধ নিয়ে আসল যা দেখে আমার
চোখ ছানাবড়া । পুরো দুই নম্বর ও না বাইশ
নম্বর ওষুধ। হটাত দেখে বুঝবার কোনও উপায়
নেই। পরে তাকে আবার পাঠালাম
এবং দোকানদার কে বলতে বললাম, ওষুধ
পরিবর্তন করে দেওয়ার জন্য । দোকানে তখন অন্য
একজন লোক ও ছিল, সে নাকি দোকানদার
কে বলে যে “মানুষ বুঝে ওষুধ দিতে পারিস না”।
এরপর এক পরিচিত ফার্মাসিস্ট কে দেখালাম,
সেই ওষুধ টা পাতা কেনা পরে ১২
টাকা বিক্রি ৫০ টাকা, আর অরিজিনাল
সেকলো কেনা পরে ৪৪ টাকা বিক্রি ৫০ টাকা।
চিন্তা করুন মানুষ কিভাবে ঠকছে আর কিছু মহল
কিভাবে ঠকাচ্ছে । এই গুলা বেশিরভাগ
চলে নিম্ম আয়ের মানুষের সাথে । এইসব ওষুধ
খেলে ভালো হওয়া তো দুরের কথা অবস্থা আর ও
খারাপ না হয়ে যায় ! অবশ্য আমাদের
পেটে এখন সব সয়ে গেছে ।
যাই হোক আমি সরকার সহ সংশ্লিষ্ট সকলের
দৃষ্টি আকর্ষণ করে বলছি এই ব্যাপারটার
দিকে একটু সু দৃষ্টি দেয়ার জন্য । কারন এই
দেশে অনেকে এখনও বিনা চিকিৎসায়, ভুল
চিকিৎসায় মারা যায় । তার উপর
যদি ভুয়া ওষুধ ও থাকে তাহলে তো আমাদের আর
বাচার দরকার নাই ।
ভুয়া ওষুধ টার নাম – seloctil -20mg,
কোম্পানি – Belsen ।
এরকম অসংখ্য আছে ।
আমাদের সাবধান হওয়া ছাড়া তো আর উপায় নাই তাই সাবধান হওয়ার জন্য লিখা .........
বিষয়: বিবিধ
১৫০৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাই রে,কি আর,বলবো বিদেশী বন্ধুরা মাঝে মাঝে খুব অপমানিত হই। কখন যে দেশ টা পরিবর্তন হবে।
লিখাটি ভালো লাগলো।
আপনি আমার ফেসবুক আইডি চেয়েছিলেন। এবার দিলামঃ https://www.facebook.com/almamunk3
জাজাকাল্লাহু খাইর।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন