বাংলাদেশ এবং ওষুধ শিল্প [ভেজাল ওষুধ ]

লিখেছেন লিখেছেন ভোলার পোলা ৩০ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৪২:০১ দুপুর

সেদিন দুপুরে অফিসে হটাৎ খাবার পর পেট

জ্বালা করছিল । একটা ছেলেকে পাঠালাম

একটা সেকলো-২০এমজি আনবার জন্য । একটু পর

ছেলেটা একটা ওষুধ নিয়ে আসল যা দেখে আমার

চোখ ছানাবড়া । পুরো দুই নম্বর ও না বাইশ

নম্বর ওষুধ। হটাত দেখে বুঝবার কোনও উপায়

নেই। পরে তাকে আবার পাঠালাম

এবং দোকানদার কে বলতে বললাম, ওষুধ

পরিবর্তন করে দেওয়ার জন্য । দোকানে তখন অন্য

একজন লোক ও ছিল, সে নাকি দোকানদার

কে বলে যে “মানুষ বুঝে ওষুধ দিতে পারিস না”।

এরপর এক পরিচিত ফার্মাসিস্ট কে দেখালাম,

সেই ওষুধ টা পাতা কেনা পরে ১২

টাকা বিক্রি ৫০ টাকা, আর অরিজিনাল

সেকলো কেনা পরে ৪৪ টাকা বিক্রি ৫০ টাকা।

চিন্তা করুন মানুষ কিভাবে ঠকছে আর কিছু মহল

কিভাবে ঠকাচ্ছে । এই গুলা বেশিরভাগ

চলে নিম্ম আয়ের মানুষের সাথে । এইসব ওষুধ

খেলে ভালো হওয়া তো দুরের কথা অবস্থা আর ও

খারাপ না হয়ে যায় ! অবশ্য আমাদের

পেটে এখন সব সয়ে গেছে ।

যাই হোক আমি সরকার সহ সংশ্লিষ্ট সকলের

দৃষ্টি আকর্ষণ করে বলছি এই ব্যাপারটার

দিকে একটু সু দৃষ্টি দেয়ার জন্য । কারন এই

দেশে অনেকে এখনও বিনা চিকিৎসায়, ভুল

চিকিৎসায় মারা যায় । তার উপর

যদি ভুয়া ওষুধ ও থাকে তাহলে তো আমাদের আর

বাচার দরকার নাই ।

ভুয়া ওষুধ টার নাম – seloctil -20mg,

কোম্পানি – Belsen ।

এরকম অসংখ্য আছে ।

আমাদের সাবধান হওয়া ছাড়া তো আর উপায় নাই তাই সাবধান হওয়ার জন্য লিখা .........

বিষয়: বিবিধ

১৫০৪ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270249
৩০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৮
ফেরারী মন লিখেছেন : পুরো দেশটাই ভেজালে ছয়লাব। ঔষধের মত জীবন বাঁচানো সামগ্রীতেও ভেজাল। হায় আল্লাহ তুমি নিজে এই দেশটাকে বাঁচাও। Praying
০১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২৫
214418
ভোলার পোলা লিখেছেন : ধন্যবাদ।



ভাই রে,কি আর,বলবো বিদেশী বন্ধুরা মাঝে মাঝে খুব অপমানিত হই। কখন যে দেশ টা পরিবর্তন হবে।
270261
৩০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১৬
মামুন লিখেছেন : ধন্যবাদ।
লিখাটি ভালো লাগলো।
আপনি আমার ফেসবুক আইডি চেয়েছিলেন। এবার দিলামঃ https://www.facebook.com/almamunk3
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Thumbs Up Thumbs Up
০১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২৬
214419
ভোলার পোলা লিখেছেন : মামুন ভাই রিকুয়েস্ট পাঠালাম। আর ভালো লাগলো জেনে খুশি হলাম। ধন্যবাদ।
০১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫৩
214438
মামুন লিখেছেন : আমি আপনাকে চিনবো কিভাবে? একটু হিন্টস দিন।Good Luck
০২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
214883
ভোলার পোলা লিখেছেন : আর তো মনে হয় চিনানো লাগবে না। আশা করি এখন একটি আত্মীয় পাতিয়ে চিনবো।
০২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
214896
মামুন লিখেছেন : হ্যা, আর চেনানোর দরকার হবে না।
ধন্যবাদ।Good Luck
270514
০১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০৮
আফরা লিখেছেন : পেটের নাম মহাশয় যা সয়াইবেন তাই সয় ।তাই চিন্তা করিয়েন না সব ঠিক হয়ে যাবে ।
০২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
214886
ভোলার পোলা লিখেছেন : সারা জীবন শুনে আসলাম শরীরের নাম মহাশয় আর আজ জানলাম। পেটের নাম। ....যাক নতুন একটি প্রবাদ বাক্যে শিখলাম। ধন্যবাদ
270531
০১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমাদের সাবধান হওয়া ছাড়া তো আর উপায় নাই তাই সাবধান হওয়ার জন্য লিখা Thumbs Up Loser Loser
০২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
214887
ভোলার পোলা লিখেছেন : হ্যাঁ। ঠিক তাই আর তো আমাদের মতো সাধারণ জনগণের কিছু করার থাকে না ....... ধন্যবাদ লিখাটা চোখে পরলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File