আসলেই কি আমাদের বাংলাদেশে এরকম ঘটনা ঘটবে? হ্যাঁ বর্তমানের পরিস্থিতি তো তাই ই বলছে!!!!
লিখেছেন লিখেছেন ভোলার পোলা ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:২০:৫৩ বিকাল
দাদু তোমার
ফেইসবুকের ২০১৩ এর
টাইমলাইনে এই.ছবিটা পেলাম।
: কই? দেখি তো। [একটু
সামনে এগিয়ে নাতনীর
"জে প্যাডে" চোখ দিলেন]
- দাদু কে সে?
এইভাবে কোথায়
ঝুলিয়ে রেখেছিল?
: হুম। এই ছবিটা হল
ফেলানীর। - দাদু এই
ভাবে ঝুলিয়ে রাখা হল
কেন?
: সেটা না জানাই
তোমার জন্য ভাল হবে .
- না তোমাকে বলতে হবে।
: আগে বলত আমাদের
দেশের মানুষের মুখের
ভাষা কি?
- হিন্দী।
: না এক সময় এই জাতির
মাতৃভাষা ছিল
বাংলা।
- কি বল?
বাংলা টা আবার কি?
: আমাদের
মাতৃভাষা ছিল। বহু সংগ্রাম আর
ইতিহাসের
বিনিময়ে পেয়েছিলাম
এই ভাষা। কিন্তু। . . . . !
- কিন্তু কি দাদু?
: ২০১০ থেকে সময়টা তে এই
দেশের মানুষ
হিন্দী সিরিয়াল
দেখত। শিশু জন্ম
গ্রহন করলে মা তার
শিশু কে সিরিয়ালের মত
করে হিন্দী শিখাত।
২০২৫ এর দিকে পাঠ্য-
পুস্তক সব
হয়ে যায় হিন্দী তে।
- ও। তাই বুঝি এখনো মানুষ ওই
বাংলায় কথা বলে?
ছবির মেয়েটার
কি হয়েছিল?
: হুম। অনেকে বলে,
আমিও বলি আমার সমবয়সীদের সাথে।
আমাদের দেশ আর
ইন্ডিয়া মাঝে বর্ডার
ছিল
সেখানে তাকে নির্মম
ভাবে মেরে বিএসএফ
কাটা তারে ঝুলিয়ে রেখেছিল।
এর বিচার চাওয়ার
জন্য
ফেইসবুকে অনেক
আন্দোলন হল,
ফেলানীর নামে রোড হল কিন্তু
বিচার
মিলেনি। তখন আমিও
একটা ছবি আর
ফেলানী কে নিয়ে অনেক
স্ট্যাটাস দিয়েছিলাম।
- দাদু আমাদের কি আলাদা দেশ ছিল
নাকি? আমাদের দেশের
নাম তো ইন্ডিয়া আর
ইন্ডিয়ার অনেক ছোট
একটা রাজ্য আমরা।
: হুম। কিন্তু আমরা এমন ছিলাম না .
আমরা ছিলাম স্বাধীন
জাতি। মুক্তি যুদ্ধ
করে বাংলাদেশ
গড়ে ছিলাম। কিন্তু
ধীরে ধীরে ইন্ডিয়ার
দখলে চলে যায়। কেউ
প্রতিবাদ্ও করে নি।
করলেও লাভ ছিল
না সরকারের
আদেশে আন্দোলনকারীদের
উপর গুলি চালান হত। - দাদু।
আমরা তো এইসব
কিছুই জানি না।
আমাদের বই তেও এমন
ইতিহাস নেই।
: না থাকারি কথা।
তুমি কি জান এই দেশে একটা বন ছিল।
যার নাম সুন্দরবন।
- না তো দাদু।
: ওই যে রামপাল বিদ্যুত
কেন্দ্র
আছে না সেখানে ছিল। বিদ্যুত
কেন্দ্রটা হ্ওয়ার পর
থেকে এর
তেজস্ক্রিয়তায়
বনটা ধ্বংস হয়ে গেছে।
সেখানে ছিল বিশ্ব বিখ্যাত রয়েল
বেঙ্গল টাইগার। আজ
কিছুই নেই। সব এখন
ইতিহাস। . . . . . .
আর সেই দাদুভাই. হবো আমরা ভাবতেই খুব খারাপ লাগে কিন্তু কিছুই করার কি আমাদের নাই?
আমাদের দেশ কোন দিকে যাচ্ছে?
বিষয়: রাজনীতি
১০৬৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এইটা বাস্তবে হতেও পারে যদি আওয়ামীলীগ সরকার আবার ক্ষমতায় আসে এবং শেখ হাসিনা বেচে থাকে।
মন্তব্য করতে লগইন করুন