"কি তৈরি করছি? শিক্ষার্থী? নাকি পরীক্ষার্থী? "
লিখেছেন লিখেছেন ভোলার পোলা ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ১০:২৫:২৩ সকাল
হ্যাঁ এমনি একটি শিরোনামে লেখা ছাপিয়েছে সমকাল।
চোখে পরা মাত্র পড়া শুরু করে দিলাম।
পুরো লেখা টা পড়লাম। আসলেই তো ঠিক এখন তো লেখা পড়া করার একমাত্র উদ্দেশ্য পরীক্ষা। এখন কেউ জ্ঞান অর্জন করার জন্য পড়ে না পড়ে শুধু পরীক্ষায় পাস করার জন্য। এখন পড়ে রেসাল্ট জি পি এ ফাইভ পাওয়ার জন্য। যে ফাইভ পেল না সে ভালো ছাত্র না।
আমার জীবনে কিছু সময় পার করছি টিউশনি করে। তখন আমার এক রুম ম্যাট সারাদিন ছাত্র দের সাথে গল্প করতো আর পরীক্ষার আগে কম্পিউটার দোকান খোঁজ করে ছাপানো প্রশ্ন এনে ছাত্র কে বলতো এগুলো মুখস্থ কর। ছাত্র তাই ই করতো আর দেখা যেত তার ছাত্র ই ভালো রেসাল্ট করতো। আর তাই তার দাম ও ছিল বেশ ভালো। অভিবাক রা তার কাছেই পড়ানোর জন্য ব্যাস্ত হয়ে পরতো।
এখনকার সিস্টেম ও তাই পরীক্ষার আগের দিন প্রশ্ন ফাস রেসাল্ট জিপিএ ফাইভ।
এখন যারা প্রশ্ন না দেখে জিপিএ ফাইভ পায়নি তাদের কি আসলেই মেধা খারাপ?
অনেক লেখার ইচ্ছা ছিলো কিন্তু ..... Time ...
বিষয়: বিবিধ
১১২৫ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ মতামতের জন্য
ধন্যবাদ মতামতের জন্য
আরেকটি কথা আমি ব্লগে আসার সময় খুবই কম পাই তাই সবার কাছে দুখিত
ধন্যবাদ মতামতের জন্য।
মন্তব্য করতে লগইন করুন