"কি তৈরি করছি? শিক্ষার্থী? নাকি পরীক্ষার্থী? "

লিখেছেন লিখেছেন ভোলার পোলা ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ১০:২৫:২৩ সকাল

হ্যাঁ এমনি একটি শিরোনামে লেখা ছাপিয়েছে সমকাল।

চোখে পরা মাত্র পড়া শুরু করে দিলাম।

পুরো লেখা টা পড়লাম। আসলেই তো ঠিক এখন তো লেখা পড়া করার একমাত্র উদ্দেশ্য পরীক্ষা। এখন কেউ জ্ঞান অর্জন করার জন্য পড়ে না পড়ে শুধু পরীক্ষায় পাস করার জন্য। এখন পড়ে রেসাল্ট জি পি এ ফাইভ পাওয়ার জন্য। যে ফাইভ পেল না সে ভালো ছাত্র না।

আমার জীবনে কিছু সময় পার করছি টিউশনি করে। তখন আমার এক রুম ম্যাট সারাদিন ছাত্র দের সাথে গল্প করতো আর পরীক্ষার আগে কম্পিউটার দোকান খোঁজ করে ছাপানো প্রশ্ন এনে ছাত্র কে বলতো এগুলো মুখস্থ কর। ছাত্র তাই ই করতো আর দেখা যেত তার ছাত্র ই ভালো রেসাল্ট করতো। আর তাই তার দাম ও ছিল বেশ ভালো। অভিবাক রা তার কাছেই পড়ানোর জন্য ব্যাস্ত হয়ে পরতো।

এখনকার সিস্টেম ও তাই পরীক্ষার আগের দিন প্রশ্ন ফাস রেসাল্ট জিপিএ ফাইভ।

এখন যারা প্রশ্ন না দেখে জিপিএ ফাইভ পায়নি তাদের কি আসলেই মেধা খারাপ?

অনেক লেখার ইচ্ছা ছিলো কিন্তু ..... Time ...

বিষয়: বিবিধ

১১২৫ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265298
১৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫১
ওরিয়ন ১ লিখেছেন :
১৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:০৭
209141
ভোলার পোলা লিখেছেন : চিন্তা করতে থাকেন কি ফল আসে জানাবেন.
265307
১৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩৮
মাজহারুল ইসলাম লিখেছেন : প্রশ্নপত্র পেয়ে যারা পাশ করে এরাই পরে টাকা দিয়ে চাকরি নেয় আর তখন গরীব মেধাবীরা বেকার থাকে। কেউ নিজেকে নিজে গালিদেয় কেন এত পড়া লেখা করলাম এখন আর মেধা দিয়ে চাকরি হয় না, টাকা দিয়ে চাকরি হয়।
১৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:০৯
209142
ভোলার পোলা লিখেছেন : হুম। আমার এক গরীব মেধাবী বন্ধু তো লেখাপড়া ছেড়ে দিতেই চেয়েছিলেন শুধু এই কারণে পরে তাকে অনেক বুঝিয়ে রেখেছি।



ধন্যবাদ মতামতের জন্য
265310
১৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪৫
কাহাফ লিখেছেন : সব জায়গায়ই আজ ভালো রেজাল্টের প্রাধান্য,মেধার সঠিক মুল্যায়ণ কোথাও হয় না।
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩৩
211400
ভোলার পোলা লিখেছেন : তাই তো প্রকৃত মেধাবী রা সঠিক মুল্য পায় না।



ধন্যবাদ মতামতের জন্য
265327
১৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩৪
প্রবাসী আশরাফ লিখেছেন : এ প্লাস এর সংখ্যা বৃদ্ধির চাইতে প্রকৃত মেধার সংখ্যা বৃদ্ধি পাওয়া দরকার। এই কথাটি চিতকার করে কাকে যে বুঝাই!
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩৫
211401
ভোলার পোলা লিখেছেন : আমাদের চিতকার কেউ শুনবে না। আমাদের নিজেদেরকে ই বুজতে হবে


আরেকটি কথা আমি ব্লগে আসার সময় খুবই কম পাই তাই সবার কাছে দুখিত
ধন্যবাদ মতামতের জন্য।
265476
১৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:০৪
ভোলার পোলা লিখেছেন : চিতকার করে বুঝানোর দরকার নাই। আমরা আমাদের ছোট ভাইদের সে ভাবে শিক্ষা দেই যাতে সে লক্ষ করে না তার এ প্লাস পেতে হবে বরং তার লক্ষ থাকবে জ্ঞান অর্জন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File