বাংলাদেশে নিষিদ্ধ হতে যাচ্ছে জি বাংলা ও স্টার জলসা টিভি চ্যানেল

লিখেছেন লিখেছেন ভোলার পোলা ২৬ জুলাই, ২০১৪, ১২:৩১:১২ দুপুর

অবশেষে বাংলাদেশে কলকাতার

টিভি চ্যানেল জি বাংলা ও স্টার

জলসা বন্ধ হতে যাচ্ছে। তথ্য

মন্ত্রণালয়ের নাম প্রকাশ না করার

শর্তে একটি সূত্র

জানিয়েছে বাংলাদেশে আগামী ৬ই

আগস্ট থেকে জি বাংলা এবং স্টার

জলসা টিভি চ্যানেল বন্ধ

হতে যাচ্ছে এবং স্টার প্লাস টিভির

সম্প্রচার ও বন্ধ হতে পারে। ভারতের এই

টিভি চ্যানেল গুলোর বন্ধ করার কারণ

জানতে চাইলে সুত্রটি জানায়, এই

ঈদে পাখি নামের একটি লেডিস

ড্রেস

নিয়ে আত্মহত্যা এবং তালাকের

মতো ঘটনা ঘটায় সোশ্যাল মিডিয়া ও

কিছু অনলাইন নিউজ পোর্টালে তীব্র

নিতিবাচক মন্তব্য আসায় তথ্য মন্ত্রণালয়

এহেন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।

তবে এখন পর্যন্ত তথ্য মন্ত্রণালয়

থেকে আনুষ্ঠানিক ভাবে এই

ব্যাপারে কিছু জানায়নি। তবে আজ

সন্ধ্যার আগ থেকে এই

সংবাদটি সোশ্যাল

মিডিয়াতে ব্যাপক আকারে প্রচার

হয়াতে সকলে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ

করতে দেখা যাচ্ছে তবে যারা আনন্দ-

উচ্ছ্বাস প্রকাশ করছে তাঁরা প্রায়

সকলেই পুরুষ।

এই ব্যাপারে এখনো নীরবতা পালন

করছে এই দেশের নারী ফেসবুক

ইউজারেরা, তাঁরা এখনো বিশ্বাস

করতে পারছে না তাঁদের প্রিয়

টিভি চ্যানেল জি বাংলা, স্টার

জলসা বন্ধ হতে পারে। এই রিপর্টারের

সাথে তেমনি একজন স্টার প্লাস,

জি বাংলা ও স্টার জলসা টিভি’র

শক্তপোক্ত এক ভক্তের কথা হয়, সেই

ভক্তটি রাগান্বিত স্বরে তাঁর মন্তব্য

প্রকাশ করতে গিয়ে বলেন ”আমাদের

দেশের টিভি তে কি দেখায়

যে আমরা দেখবো ? এমন কিছু যদি হয়েই

থাকে তাহলে আমরা দরকার

হলে ইন্টারনেট থেকে লাইভ এই সব

টিভি দেখবো, দেখি আমাদের

ঠ্যাকায় কে ?”

সূত্রঃ প্রবাসনিউজ২৪.কম

বিষয়: আন্তর্জাতিক

২১৭৯ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248347
২৬ জুলাই ২০১৪ দুপুর ১২:৩৫
আফরা লিখেছেন : মুক্তি নাই গোলাম হোসেন !!!!!
২৬ জুলাই ২০১৪ দুপুর ১২:৪৬
192810
ভোলার পোলা লিখেছেন : কোন দিক থেকে মুক্তি নাই ঠিক বুঝতে পারলাম না
২৬ জুলাই ২০১৪ দুপুর ০১:৪৫
192828
আফরা লিখেছেন : ভোলার পোলা এত বোকা !এমন কিছু যদি হয়েই

থাকে তাহলে আমরা দরকার

হলে ইন্টারনেট থেকে লাইভ এই সব

টিভি দেখবো, দেখি আমাদের

ঠ্যাকায় কে ?”
২৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
192897
ভোলার পোলা লিখেছেন : জানি তো।। সেটা এখন ক্লিয়ার হলাম। আমি ভাবলাম এই ব্যাপারে আপনি ও খুশি হবেন কিন্তু এখন দেখলাম তার উল্টো।
তবে আমার বউকে কখনো এইসব চেনেল দেখতে দিবো না
২৬ জুলাই ২০১৪ রাত ০৮:৫৯
192958
আফরা লিখেছেন : আমি ভাইয়া সোজাই আছি আমি শুধু এটাই বুঝাতে চেয়েছি টিভি চ্যানেল বন্ধ করে লাভ হবে না ।আমি কখনো এসব নাটক দেখিও না ।
২৭ জুলাই ২০১৪ সকাল ১১:১৪
193109
ভোলার পোলা লিখেছেন : অবশ্যই লাভ হবে। আর আপনি বুঝাতে চেয়েছেন যে ইনটারনেটে দেখবে হ্যাঁ ঠিক আছে কিন্তু কতজনের ঘরে ইনটারনেট আছে? আর যারা এর পাগল তারা বেশিরভাগ ই হচ্ছে অশিক্ষিত আর অর্ধশিক্ষিত। তাই আমি মনে করি এই চ্যানেল বন্ধ করলে আমরা অনেকাংশে মুক্তি পাবো।
আর এসব দেখেন না তাই আমার পক্ষ থেকে অনেক শুভ কামনা।
সাথে আগাম ঈদ মোবারাক
248350
২৬ জুলাই ২০১৪ দুপুর ১২:৫০
হতভাগা লিখেছেন : গৃহযুদ্ধ লাগলো বলে
২৬ জুলাই ২০১৪ দুপুর ০১:০৪
192820
ভোলার পোলা লিখেছেন : এবার আমাদের জয়ের পালা
২৬ জুলাই ২০১৪ দুপুর ০১:৫১
192829
হতভাগা লিখেছেন : এখানে জয় সবসময়ই একপক্ষের এবং সেটা অবশ্যই ছেলেরা নয়
২৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
192916
ভোলার পোলা লিখেছেন : এতো দুর্বল হলে চলবে না। আমরাই জিতবো। আমি আমার কথা বলছি। আমি কখনো এই ব্যাপারে কারো সাথে আপোষ করবো না। আমার বউকে ও না
248367
২৬ জুলাই ২০১৪ দুপুর ০২:৪৮
বেআক্কেল লিখেছেন : বলেন কি? এই ধরনের সিদ্ধান্ত নিলে, চ্যানেল আই, এন, টি ভি, সহ রান চুলকানো ওয়ালা সকল সুশীলেরা ফ্রেশ মাইয়াদের সাপ্লাই পাইব কোথা থেইকা? আর এই সব লাফাঙ্গা মাইয়ারা ফষ্টি নষ্টি কইরব কুথায় যাইয়া।

মনে হয় এই ধরেনের কঠিন সিদ্ধান্ত কালো চুল ধারী পুরোটা বৃদ্ধ তথ্যমন্ত্রী নিতে যাইবেন না।
২৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
192906
ভোলার পোলা লিখেছেন : ভাই বেশি বলার দরকার নাই আমাদের এখানে ও একজন আছে যিনি খুব এই চ্যানেল এর ভক্ত
২৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
192918
ভোলার পোলা লিখেছেন : জানি না এই সিদ্ধান্ত নিবো কিনা তবে একবার যেহেতু খবর উঠেছে দেখি কি হয়।
সর্বশেষ মতামতের জন্য অনেক ধন্যবাদ
248387
২৬ জুলাই ২০১৪ বিকাল ০৪:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : স্টার প্লাস ও বন্ধ করা উচিত। মনে হয় স্পোর্টস আর নিউজ ছাড়া ভারতিয় সকল চ্যানেল ই বন্ধ হওয়া উচিত।
২৬ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪৯
192893
বুড়া মিয়া লিখেছেন : পুরোপুরি একমত
২৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
192919
ভোলার পোলা লিখেছেন : ভাই আমি আপনার সাথে পুরোপুরিই একমত. দেখুন কেউ যদি ইন্ডিয়ায় থাকে তাহলে জানেন আমাদের দেশি চ্যানেল তারা দেখে না। আর আমাদের চুলওয়ালা মহিলা তারা কিছুই তে বুঝে না।
248429
২৬ জুলাই ২০১৪ বিকাল ০৫:১৫
দিশারি লিখেছেন : বিশ্বাস হচ্ছে নাহ... Give Up
২৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
192902
ভোলার পোলা লিখেছেন : বিশ্বাস আমার ও হচ্ছে না তবে দেখার পালা 6 তারিখে
248437
২৬ জুলাই ২০১৪ বিকাল ০৫:৫০
বুড়া মিয়া লিখেছেন : এগুলো বন্ধ করলে জাতি অনেকাংশে-ই এগিয়ে যাবে ...বলে মনে হয়
২৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
192920
ভোলার পোলা লিখেছেন : আমরাও চাই আমাদের দেশ এগিয়ে যাক। কিন্তু মহিলা দের নিয়ে ই যতো সমস্যা
248520
২৬ জুলাই ২০১৪ রাত ১০:২৫
সবুজেরসিড়ি লিখেছেন : ভারতীয় চ্যানেল বন্ধ সময়ের দাবী আর এটা হলে সমযোপযুক্ত সিদ্ধান্ত হবে . . .
২৬ জুলাই ২০১৪ রাত ১১:০৪
192989
ভোলার পোলা লিখেছেন : এখন শুধু অপেক্ষা থাকার পালা দেখি সরকার কি করে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File