সাত রঙ্গা চা
লিখেছেন লিখেছেন মরুভূমির জলদস্যু ০৩ নভেম্বর, ২০১৪, ০৯:০১:৫৮ সকাল
১৯শে অক্টোবর ২০১৪ইং তারিখে সিলেটের একটা ফ্যামেলি ভ্রমণের আয়োজন করেছিলাম। যাওয়ার সময় সরাসরি সিলেট না গিয়ে শ্রীমঙ্গলের লাউয়াছড়া ন্যাশনাল পার্ক হয়ে গিয়ে ছিলাম। ভ্রমণের সময় Nikon D80 ও সনি ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি তুলেছি আমি আর ইস্রাফীল। বাকিরাও দু একটা ছবি তুলেছে, সেই সব ছবি থেকে লাউয়াছড়া ন্যাশনাল পার্ক (প্রবেশদার) ও লাউয়াছড়া ন্যাশনাল পার্ক (রেল লাইন)এর বেশ কিছু ছবি দেখেছেন। এবার দেখাব সেখানে পাওয়া সাত রঙ্গা চা পানের অভিযানের কিছু ছবি।
১।
রেল লাইনের পাশের এই টিলার উপরে সাত রঙ্গা চায়ের স্টল।
২।
চলছে প্রাথমিক পর্যবেক্ষণ
৩।
দ্বিতীয় পর্যায়ে গণনা চলছে সাত স্তরের।
৪।
তৃতীয় পর্যায়ে স্বাদ গ্রহণ।
৫।
স্বাদযে কেমন, কি বললে খুঁজে পাচ্ছে না।
৬।
এবার গলদকরণ
৭।
সাত নাম্বারে সাত রঙ্গা চা এর স্বাদ গ্রহণ সমাপ্তির পথে।
বিষয়: বিবিধ
৯৭৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেউ আমাকো বলেছিলেন অত টেস্টি না
মন্তব্য করতে লগইন করুন