সাত রঙ্গা চা

লিখেছেন লিখেছেন মরুভূমির জলদস্যু ০৩ নভেম্বর, ২০১৪, ০৯:০১:৫৮ সকাল



১৯শে অক্টোবর ২০১৪ইং তারিখে সিলেটের একটা ফ্যামেলি ভ্রমণের আয়োজন করেছিলাম। যাওয়ার সময় সরাসরি সিলেট না গিয়ে শ্রীমঙ্গলের লাউয়াছড়া ন্যাশনাল পার্ক হয়ে গিয়ে ছিলাম। ভ্রমণের সময় Nikon D80 ও সনি ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি তুলেছি আমি আর ইস্রাফীল। বাকিরাও দু একটা ছবি তুলেছে, সেই সব ছবি থেকে লাউয়াছড়া ন্যাশনাল পার্ক (প্রবেশদার) লাউয়াছড়া ন্যাশনাল পার্ক (রেল লাইন)এর বেশ কিছু ছবি দেখেছেন। এবার দেখাব সেখানে পাওয়া সাত রঙ্গা চা পানের অভিযানের কিছু ছবি।

১।



রেল লাইনের পাশের এই টিলার উপরে সাত রঙ্গা চায়ের স্টল।

২।



চলছে প্রাথমিক পর্যবেক্ষণ

৩।



দ্বিতীয় পর্যায়ে গণনা চলছে সাত স্তরের।

৪।



তৃতীয় পর্যায়ে স্বাদ গ্রহণ।

৫।



স্বাদযে কেমন, কি বললে খুঁজে পাচ্ছে না।

৬।



এবার গলদকরণ

৭।



সাত নাম্বারে সাত রঙ্গা চা এর স্বাদ গ্রহণ সমাপ্তির পথে।

বিষয়: বিবিধ

৯৫৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

280736
০৩ নভেম্বর ২০১৪ সকাল ০৯:১৮
মোস্তফা সোহলে লিখেছেন : আপনার সাতরংঙের চা খাওয়ার ছবি গুলি অনেক ভাল লেগেছে।
০৩ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩০
224382
মরুভূমির জলদস্যু লিখেছেন : আপনাকে সাত রঙের শুভেচ্ছা
280739
০৩ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৪২
আওণ রাহ'বার লিখেছেন : এই চা কি আসলেই সুস্বাদু?
কেউ আমাকো বলেছিলেন অত টেস্টি না Sad Sad
০৩ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩০
224383
মরুভূমির জলদস্যু লিখেছেন : আমার কাছে মনে হয়েছে গরম সরতব খাচ্ছি।
280757
০৩ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৮
অনেক পথ বাকি লিখেছেন : আমি এই চা কখনো পান করিনি। তবে পান করার সুযোগ এসেছিলো।
০৩ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩০
224384
মরুভূমির জলদস্যু লিখেছেন : পান করে দেখতে পারেন, টেস্টটা কেমন জানা রইলো।
280829
০৩ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিশেষ টেষ্ট নয়। এটি বিখ্যাত হওয়ার আগেই আমি খেয়েছি।
০৩ নভেম্বর ২০১৪ রাত ১০:০২
224529
মরুভূমির জলদস্যু লিখেছেন : া হা হা হা
280836
০৩ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:০১
মোঃজুলফিকার আলী লিখেছেন : দেখতে বাহারী হলেও স্বাদে সুস্বাদু যে নয় তা দেখেই বোঝা যায়। আপনাকে রংধনু শুভ্চ্ছো।
০৩ নভেম্বর ২০১৪ রাত ১০:১২
224532
মরুভূমির জলদস্যু লিখেছেন : খাটি বলেছেন, চকচক করলেই সোনা হয় না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File