সেই তুমি আমায় ভুলে যাওনি তো?

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ০৩ নভেম্বর, ২০১৪, ০৮:৫৩:৩০ সকাল

সোনালী চাদরে মোড়ানো হে 'নিখিল প্রেমাস্পদ'!

তোমার তমসার কাঠামো আমি ছুয়েছিলাম যখন,

আমায় আপন করে আশীর্বাদ দিয়েছিলে'তো?

তুমি পুণ্যের পরিবাহী তাই, আমার অশুদ্ধ

একটু নাগালেই, তুমি রাগ করোনি তো?

দেখেছি তোমার প্রেমিকের দল, তোমাকে ঘিরেই উৎসবে মগ্ন।

আমি তাদের মিছিলে শামিল হয়ে, তোমার পরিসীমায়

একটু হেঁটেছি। তা দেখে তুমি নিঝুম স্বরে, আমার অভীষ্টে

হাত বাড়িয়েছো তো?

হাজার বছর ধরে তুমি ক্লান্তিহীন, তুমি তেজস্বী-উদ্যম,

আমি অপলকনেত্রে চেয়ে ছিলাম তোমার রূপে,

যেন নিবিষ্ট ছিলাম তোমার প্রণয়ে, আর সেই তুমি

আমায় ভুলে যাওনি তো?

সৌভাগ্যের কল্যাণে বিকশিত, উন্নত আর

সুমহান অধিরাজের প্রসাদ-বিজড়িত হে প্রিয়!

তোমার বাহুডোরে আমার গোমরে কেঁদে উঠা শব্দজলে;

ভেসেছে প্রেমের উর্মিমালা।

আমি পলকে পলকে তোমায় দেখেছি আর মরমে মরমে

তোমায় বেঁধেছি আবেগের উচ্ছাসে,

তুমি শত অভাগার ভিড়ে আমায় ছুঁড়ে ফেলে দাওনি তো?

সে-ধর্মচারী পুণ্যাত্মা ইবরাহীম, মহত্তম ইসমাঈল আর

আমাদের চির 'আপনার' প্রিয় মুহাম্মদ, তোমার উঠোনে কত

দুঃখ ধরেছে! তুমি তাদের প্রবোধ দিয়েছ তো?

তোমার জন্য, আমার চোখের নির্মলতা মুহাম্মাদ

ও তাঁর পিতামহের জন্য, গ্রহণ করো অগণিত ভক্তি!

( সাল্লাল্লাহু আলাইকা ওয়াআলা নাবিয়্যিনা ওয়াসাল্লাম)

বিষয়: বিবিধ

৯৩৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

280737
০৩ নভেম্বর ২০১৪ সকাল ০৯:২২
মোস্তফা সোহলে লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৩ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৪৫
224350
ইমরান বিন আনোয়ার লিখেছেন : পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ
280758
০৩ নভেম্বর ২০১৪ সকাল ১১:২০
অনেক পথ বাকি লিখেছেন : বাহ! বেশ চমৎকার একটি কবিতা। পড়ে ধন্য হলাম। অনেক ধন্যবাদ
280810
০৩ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৪
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ! আমার কবিতা পড়ে আপনি আনন্দিত হয়েছেন জেনে খুশি হলাম।
281585
০৫ নভেম্বর ২০১৪ রাত ১১:৩৩
আফরা লিখেছেন : এত সুন্দর কবিতা আমার চোখে পড়ল কেন !!সত্যি ভাইয়া আপনি অনেক অনেক ভাল লিখেন ।আর বেশী বেশী লিখুন ভাইয়া ।
281595
০৬ নভেম্বর ২০১৪ রাত ১২:০৪
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ ভাইয়া! আপনি আমার অনুরোধটি সাদরে গ্রহণ করেছেন এবং কষ্ট করে আমার কবিতাটি পড়েছেন বলে আপনার প্রতি আমি অশেষ কৃতজ্ঞ! আমার কবিতা ভাল হউক বা না হউক, আপনার উচ্ছসিত প্রশংসায় আমি সত্যিই গর্বিত! আমার জন্য দোয়া করবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File