নিরবতা সম্মতির লক্ষন
লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ০৩ নভেম্বর, ২০১৪, ০৫:৫৬:১৭ সকাল
কেউ বলছেন নিরবতা সম্মতির লক্ষন, কেউবা বলছেন ওরা নির্বোধ আর কেউ বলছেন ওরা হিজড়া। কেউ কেউ আবার একধাপ এগিয়ে বলছেন,ওরা হচ্ছে: বাংলাদেশ বিধবা নারীর পার্টি, বেসিক্যলি নো পার্টি, বাংলাদেশ নাবালক পার্টি, বাংলদেশ নিরব পার্টি সো ওন।
আমার অবশ্য দেশের কিছু পার্টির কার্ষকলাপে কুরানের একটি আয়াত মনে পড়ে যাচ্ছে, সেটি হচ্ছে:
"তারা সে সমস্ত লোক, যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহী খরিদ করে। বস্তুতঃ তারা তাদের এ ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হেদায়েতও লাভ করতে পারেনি। তাদের অবস্থা সে ব্যক্তির মত, যে লোক কোথাও আগুন জ্বালালো এবং তার চারদিককার সবকিছুকে যখন আগুন স্পষ্ট করে তুললো, ঠিক এমনি সময় আল্লাহ তার চারদিকের আলোকে উঠিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন। ফলে, তারা কিছুই দেখতে পায় না। তারা বধির, মূক ও অন্ধ। সুতরাং তারা ফিরে আসবে না।"
যারা বধির, মূক ও অন্ধ তারা সত্য মিথ্যার পার্থক্য করতে জানে না, এই ব্যাপারে তাদের কোন চেতনাই নাই। আর তাই দেশে বাংলা লিংক দামে যে ফাঁসি পাওয়া যাচ্ছে, সে ব্যাপারে তাদের কোন কমেন্ট না থাকাটাই স্বাভাবিক।
বিষয়: বিবিধ
১২৪৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওদের জন্যে উপরুক্ত সব উক্তিই প্রযোজ্য!
বধির,মুক ও অন্ধ ওরা নিজেদেরই ধ্বংশ ডেকে আনছে'নিরব'থেকে!
সুন্দর উপস্হাপনার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ......
ভোর প্রভাতে লেবু চা!সাথে বিস্কুটও দিলে আরো ভাল হতো না! ধন্যবাদ আপনাকে!!
আর পাপিষ্ঠদের প্রতি ঝুঁকবে না। নতুবা তোমাদেরকেও আগুনে ধরবে। আর আল্লাহ ব্যতীত তোমাদের কোন বন্ধু নাই। অতএব কোথাও সাহায্য পাবে না। ( 11:113) "And incline not to those who do wrong, or the Fire will seize you, and you have no protectors other than Allâh, nor shall you be helped". (11:113)
এই নীরবতা থেকে বিএনপির উপকার না হলেও পরোক্ষ ভাবে জামাতেরই উপকার হচ্ছে ।
আর বড় দুই দলের যাতাকলে পড়লে জামাতেরই ক্ষতি বেশী হবে।
মন্তব্য করতে লগইন করুন