নিরবতা সম্মতির লক্ষন

লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ০৩ নভেম্বর, ২০১৪, ০৫:৫৬:১৭ সকাল

কেউ বলছেন নিরবতা সম্মতির লক্ষন, কেউবা বলছেন ওরা নির্বোধ আর কেউ বলছেন ওরা হিজড়া। কেউ কেউ আবার একধাপ এগিয়ে বলছেন,ওরা হচ্ছে: বাংলাদেশ বিধবা নারীর পার্টি, বেসিক্যলি নো পার্টি, বাংলাদেশ নাবালক পার্টি, বাংলদেশ নিরব পার্টি সো ওন।

আমার অবশ্য দেশের কিছু পার্টির কার্ষকলাপে কুরানের একটি আয়াত মনে পড়ে যাচ্ছে, সেটি হচ্ছে:

"তারা সে সমস্ত লোক, যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহী খরিদ করে। বস্তুতঃ তারা তাদের এ ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হেদায়েতও লাভ করতে পারেনি। তাদের অবস্থা সে ব্যক্তির মত, যে লোক কোথাও আগুন জ্বালালো এবং তার চারদিককার সবকিছুকে যখন আগুন স্পষ্ট করে তুললো, ঠিক এমনি সময় আল্লাহ তার চারদিকের আলোকে উঠিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন। ফলে, তারা কিছুই দেখতে পায় না। তারা বধির, মূক ও অন্ধ। সুতরাং তারা ফিরে আসবে না।"

যারা বধির, মূক ও অন্ধ তারা সত্য মিথ্যার পার্থক্য করতে জানে না, এই ব্যাপারে তাদের কোন চেতনাই নাই। আর তাই দেশে বাংলা লিংক দামে যে ফাঁসি পাওয়া যাচ্ছে, সে ব্যাপারে তাদের কোন কমেন্ট না থাকাটাই স্বাভাবিক।

বিষয়: বিবিধ

১২৪৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

280711
০৩ নভেম্বর ২০১৪ সকাল ০৭:১৮
কাহাফ লিখেছেন :

ওদের জন্যে উপরুক্ত সব উক্তিই প্রযোজ্য!
বধির,মুক ও অন্ধ ওরা নিজেদেরই ধ্বংশ ডেকে আনছে'নিরব'থেকে!
সুন্দর উপস্হাপনার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ...... Thumbs Up Thumbs Up Thumbs Up
০৩ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৩১
224345
ওরিয়ন ১ লিখেছেন :
০৩ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৫৩
224347
কাহাফ লিখেছেন :
ভোর প্রভাতে লেবু চা!সাথে বিস্কুটও দিলে আরো ভাল হতো না! ধন্যবাদ আপনাকে!!Good Luck Good Luck Good Luck
280714
০৩ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৫৫
মামুন লিখেছেন : আপনার লিখাটি পড়লাম। ধন্যবাদ।
280734
০৩ নভেম্বর ২০১৪ সকাল ০৯:০৬
রাইয়ান লিখেছেন : যারা জালিমের কর্মকান্ডের একটি প্রতিবাদ পর্যন্ত করতে পারেনা , মৌণ নিরব থেকে জালিমের কাছে পরিষ্কার থাকতে চায় , আল্লাহ যেন তাদেরকে জালিমকে পাকড়াওকারী একই রশি দিয়ে পাকড়াও করেন !
০৩ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৩৯
224348
ওরিয়ন ১ লিখেছেন : One of the reasons why people will enter Hell is inclining towards and supporting those who do wrong, the enemies of Allâh subhânu wa ta'âla;
আর পাপিষ্ঠদের প্রতি ঝুঁকবে না। নতুবা তোমাদেরকেও আগুনে ধরবে। আর আল্লাহ ব্যতীত তোমাদের কোন বন্ধু নাই। অতএব কোথাও সাহায্য পাবে না। ( 11:113) "And incline not to those who do wrong, or the Fire will seize you, and you have no protectors other than Allâh, nor shall you be helped". (11:113)
280742
০৩ নভেম্বর ২০১৪ সকাল ১০:০৪
মোস্তফা সোহলে লিখেছেন : এদেশে ফাঁসি এখন বাংলা লিংক দামেই হয়ে গেছে।
০৩ নভেম্বর ২০১৪ সকাল ১০:১৬
224369
ওরিয়ন ১ লিখেছেন :
280746
০৩ নভেম্বর ২০১৪ সকাল ১০:২৮
ইয়াফি লিখেছেন : তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য মুক্তিয়ুদ্ধের চেতনাধারী নতুন প্রজম্মের সাথে গাঁজা, ইয়াবা সেবন করতেও রাজী!
280748
০৩ নভেম্বর ২০১৪ সকাল ১০:৩৮
ওরিয়ন ১ লিখেছেন : চেতনাধারী হতে হলে তো একটু আধটু সেবন করতে হবে, তা না হলে চেতনাধারী কেমনে হবে!

280759
০৩ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৫
অনেক পথ বাকি লিখেছেন : আমার মনে হয় তারা গা বাঁচিয়ে চলার চেষ্টা করছে।
০৪ নভেম্বর ২০১৪ রাত ০৪:৫০
224582
ওরিয়ন ১ লিখেছেন :
০৪ নভেম্বর ২০১৪ রাত ০৪:৫০
224583
ওরিয়ন ১ লিখেছেন :
281199
০৪ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
মহি১১মাসুম লিখেছেন : আপনি যতোটা সহজভাবে বিএনপিকে তুলোধুনো করলেন,তা কতটা যৌক্তিক তা সময়ে বলে দিবে । যাহোক,বিএনপি নীরব না থেকে সরবে যুদ্ধাপরাধের বিপক্ষে ভূমিকা নিলে উপকারই হবে ।
এই নীরবতা থেকে বিএনপির উপকার না হলেও পরোক্ষ ভাবে জামাতেরই উপকার হচ্ছে ।
আর বড় দুই দলের যাতাকলে পড়লে জামাতেরই ক্ষতি বেশী হবে।
০৫ নভেম্বর ২০১৪ রাত ০৪:৩৫
224933
ওরিয়ন ১ লিখেছেন : লিখেছেন : হা হা হা। আমি ভাই কাউকে তুলোধূনা করিনি। আমাদের সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা উচিত, সে ক্ষেতে সেটা কার পক্ষে কিংবা বিপক্ষে গেল সেটা বিবেচ্য বিষয় নয়। বিএনপি'র সালাউদ্দিন চৌধূরীর ফাসি হলেও ওরা কিছু করবে না দেখে নিয়েন। আব্দুল আলীমের জন্য উনারা কি করেছেন, দেখেননি? আমি মনে করি উনারা জামা্য়াত লিডার দের ব্যাপারে একেবারে নিশ্চুপ থাকা উনাদের রাজনৈতিক দৈন্যতা ও দূরদর্শিতার অভাব।
281326
০৫ নভেম্বর ২০১৪ রাত ০৪:৩৫
ওরিয়ন ১ লিখেছেন : হা হা হা। আমি ভাই কাউকে তুলোধূনা করিনি। আমাদের সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা উচিত, সে ক্ষেতে সেটা কার পক্ষে কিংবা বিপক্ষে গেল সেটা বিবেচ্য বিষয় নয়। বিএনপি'র সালাউদ্দিন চৌধূরীর ফাসি হলেও ওরা কিছু করবে না দেখে নিয়েন। আব্দুল আলীমের জন্য উনারা কি করেছেন, দেখেননি? আমি মনে করি উনারা জামা্য়াত লিডার দের ব্যাপারে একেবারে নিশ্চুপ থাকা উনাদের রাজনৈতিক দৈন্যতা ও দূরদর্শিতার অভাব।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File