সব সম্ভবের দেশ বাংলাদেশ!

লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ০৩ নভেম্বর, ২০১৪, ০৯:১১:১৫ সকাল

দু বন্ধু ঘুরতে বের হয়েছে।তাদের দু'জনার মধ্যে অনেক কথা হচ্ছে।এক সময় প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলল,জানিস সব সম্ভবের দেশ বাংলাদেশ।২য় বন্ধুটি এই কথা শুনে বলল,না কোন দিনও নয়।এ কথা নিয়ে দু বন্ধুর মাঝে তর্ক চলছেই।এমন সময় তারা দেখল দূরে বেশ কিছু মানুষ গোল হয়ে দাড়িয়ে কি যেন দেখছ।১ম বন্ধু ২য় বন্ধুকে বলল,চল ওখানে গিয়ে দেখি মানুষ গুলো কি দেখছে।তারা কাছে গিয়ে দেখল মানুষ জন গোল হয়ে দাড়িয়ে একটি ঘোড়াকে দেখছে।

১ম বন্ধু একজনকে জিজ্ঞেস করল,ভাই এখানে সবাই দাড়িয়ে ঘোড়াটাকে দেখছে কেন?তখন লোকটি বলল,আরে ভাই দেখেন না এই ঘোড়ায় একটা ডিম পাড়ছে!

১ম বন্ধু তাকিয়ে দেখল সত্যি সত্যি ঘোড়াটি ছোট-খাটো একটা ফুটবল সাইজের ডিম পেড়েছে।

তখন ১ম বন্ধু ২য় বন্ধুর দিকে তাকিয়ে বেশ গর্বের সাথে বলল,কিরে তোকে বলেছিলাম না সব সম্ভবের দেশ বাংলাদেশ।দেখলি এখানে ঘোড়াও ডিম পাড়ে।

বিষয়: বিবিধ

১০০২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

280756
০৩ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৭
অনেক পথ বাকি লিখেছেন : হাহাহা ঘোড়াও ডিম পাড়ে। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File