রক্ত খেলি
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ০৩ নভেম্বর, ২০১৪, ১০:০১:৩৪ সকাল
রক্ত খেলি পল্টনে তুই
রক্ত খেলি পিলখানা,
রক্ত খাওয়ার সাদ মিটেনি
কেমন তুর ঐ দিল খানা।
রক্ত খেলি দিন মজুরের
রক্ত খেলি ধর্ষনেও,
রক্ত চুষা শকুন কি তোর
মিটবে না খুন বর্ষনেও।
রক্ত খেলি অর্থনীতির
শেয়ার বাজার মার্কেটে,
সব খেয়ে তুই মারলি লাথি
ব্যবাসায়ীদের ঐ পেটে।
রক্ত খেলি গনতন্ত্রের
স্বাধীন লেখা সংবাদের,
রক্ত খেলি বিচার বিভাগ
মারলি গুলি রং যাদের।
রক্ত খেকো বন বিড়ালী
হারামজাদী আর কত,
লাল সবুজের ঐ লালটাও
পান করে নে তোর মত।
তোর পিপাসা ভরলে পরে
রক্ত দিতে তৈরি থাক,
মাটিতে না, লাশ খাবে তোর
অভুক্ত ঐ শকুন, কাক
বিষয়: বিবিধ
৯৫১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন